ETV Bharat / state

Dilip Ghosh: হকার-দৌরাত্ম্য প্রসঙ্গে ফিরহাদকে পালটা আক্রমণ দিলীপের - রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ

এবার পুলিশকে কড়া আক্রমণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ পুলিশ রাজ্য সরকারের হয়ে কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি ৷ এমনকী তাঁর অভিযোগ, পুলিশ গরু, কয়লা ও বালি পাচারের টাকা তোলে ৷

Dilip Ghosh
Dilip Ghosh
author img

By

Published : Nov 20, 2022, 11:25 AM IST

Updated : Nov 20, 2022, 12:13 PM IST

বিধাননগর, 20 নভেম্বর: প্রতিদিনের মতো রবিবার প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ আর এখান থেকে এদিন তিনি একহাত নিলেন শাসকদলের মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) ৷ তাঁর নিশানা থেকে বাদ যায়নি রাজ্য সরকারও ৷

"পুলিশের জন্যই রাস্তায় হকার বসছে ৷ আর যার ফলে শহরের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷" এমন মন্তব্যই দিন কয়েক আগে করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ । এ প্রসঙ্গেই রবিবার সাংবাদিকদের তরফে দিলীপকে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "পুলিশের জন্য হকার বসছে ৷ পার্টির লোকের জন্য কাটমানি হচ্ছে ৷ সরকার কী করছে । পুলিশ কার হাতে? আপনারা পুলিশকে দিয়ে তোলা তোলাবেন, গরুর গাড়ির থেকে, বালির গাড়ির থেকে, কয়লার গাড়ি থেকে পুলিশ টাকা তুলে দেবে । পুলিশ আপনাদের কথা শুনবে কেন । পুলিশকে কে কন্ট্রোল করে, মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ আছে । পুলিশকে আপনারা কিছু করতে দেবেন না, হাত-পা বেঁধে দিয়েছেন শুধু নিজের পার্টির কাজ করাবেন । পুলিশ তার নিজের কাজ ভুলে গিয়েছে ৷ পার্টির গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে পুলিশ সেটা গিয়ে ঠেকাচ্ছে ৷ এটা পুলিশের কাজ না কি । পুলিশ তার কাজ করবে, কেন তারাও পয়সা কামাচ্ছে ।"

এবার পুলিশকে কড়া আক্রমণ করলেন দিলীপ ঘোষ

শনিবার সোনারপুরে যুবকের দেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, "শ্যুট আউট বাংলায় কোনও নতুন ঘটনা নয়, এটা প্রতিদিন হয় ৷ গত এক-দেড় মাসে এমন একটাও দিন নেই যে শ্যুট আউট আর বোম ব্লাস্ট হয়নি ৷ একদিন দুই- তিন জায়গা থেকে খবর আসছে অবৈধ অস্ত্রশস্ত্র-বোমা বারুদে সারা পশ্চিমবঙ্গ ভরে গিয়েছে । পুলিশ চুপ করে দেখছে ৷ তারা কেন ঝুঁকি নিতে যাবে ? তারাও পয়সা কামাচ্ছে ।"

দলীয় সভা থেকে মদন মিত্র জানান, বিজেপি রাজ্যে বিভিন্ন জায়গায় অস্ত্র পাঠাচ্ছে । সেই অস্ত্র নিয়ে তৃণমূলকর্মীরা প্রশিক্ষণ নেবেন । এই প্রসঙ্গে তিনি বলেন, "ওদের একজন সাংসদ কীভাবে বোমা তৈরি করতে হবে, কী কী সামগ্রী দিতে হবে, সেটা বলে দিচ্ছে টিভিতে । একজন বিধায়ক মদনবাবু বলে দিচ্ছেন ট্রেনিং কীভাবে হবে ৷ কাঁধে কোথায় বন্দুক রাখবে, ট্রিগারে কী করে হাত দেবে-এসবই বলে দিচ্ছেন তিনি । এই তো ওদের বড় বড় নেতা ৷ তারা যদি এরকম হয়, গ্যাংস্টার তাহলে বাকি যারা আছেন, তারা প্রেরণা পাবেই ।"

আরও পড়ুন: পুলিশি মদতেই যথেচ্ছভাবে হকার বসছে, বিস্ফোরক ফিরহাদ

অস্ত্র উদ্ধার ও বোমা উদ্ধারে পুলিশ প্রশংসার কাজ করছে । বিজেপি গণ্ডগোল পাকানোর জন্য বোমা মজুত করেছে । তৃণমূল কংগ্রেস জড়িত নয় । ফিরহাদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "পুলিশ যদি বোমা উদ্ধার করত তাহলে এতো ফাটছে কী করে? হয়তো অন্য জায়গাতে উদ্ধার করছে ৷ তৃণমূল নেতাদের বাড়িতে যে অবৈধ বোমা বন্দুক আছে, সেটা উদ্ধার করছে না । গণ্ডগোল সেখানেই হচ্ছে । যেখানে বোমা ব্লাস্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে । পুলিশ সব জানে ৷ পুলিশের মাধ্যমেই অস্ত্রশস্ত্র আসছে ৷ পুলিশকে জানিয়ে আসছে ৷ তাই সব জায়গায় ভরে গিয়েছে ।"

বিধাননগর, 20 নভেম্বর: প্রতিদিনের মতো রবিবার প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ আর এখান থেকে এদিন তিনি একহাত নিলেন শাসকদলের মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) ৷ তাঁর নিশানা থেকে বাদ যায়নি রাজ্য সরকারও ৷

"পুলিশের জন্যই রাস্তায় হকার বসছে ৷ আর যার ফলে শহরের ভাবমূর্তি নষ্ট হচ্ছে ৷" এমন মন্তব্যই দিন কয়েক আগে করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ । এ প্রসঙ্গেই রবিবার সাংবাদিকদের তরফে দিলীপকে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "পুলিশের জন্য হকার বসছে ৷ পার্টির লোকের জন্য কাটমানি হচ্ছে ৷ সরকার কী করছে । পুলিশ কার হাতে? আপনারা পুলিশকে দিয়ে তোলা তোলাবেন, গরুর গাড়ির থেকে, বালির গাড়ির থেকে, কয়লার গাড়ি থেকে পুলিশ টাকা তুলে দেবে । পুলিশ আপনাদের কথা শুনবে কেন । পুলিশকে কে কন্ট্রোল করে, মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ আছে । পুলিশকে আপনারা কিছু করতে দেবেন না, হাত-পা বেঁধে দিয়েছেন শুধু নিজের পার্টির কাজ করাবেন । পুলিশ তার নিজের কাজ ভুলে গিয়েছে ৷ পার্টির গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে পুলিশ সেটা গিয়ে ঠেকাচ্ছে ৷ এটা পুলিশের কাজ না কি । পুলিশ তার কাজ করবে, কেন তারাও পয়সা কামাচ্ছে ।"

এবার পুলিশকে কড়া আক্রমণ করলেন দিলীপ ঘোষ

শনিবার সোনারপুরে যুবকের দেহ উদ্ধারের ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, "শ্যুট আউট বাংলায় কোনও নতুন ঘটনা নয়, এটা প্রতিদিন হয় ৷ গত এক-দেড় মাসে এমন একটাও দিন নেই যে শ্যুট আউট আর বোম ব্লাস্ট হয়নি ৷ একদিন দুই- তিন জায়গা থেকে খবর আসছে অবৈধ অস্ত্রশস্ত্র-বোমা বারুদে সারা পশ্চিমবঙ্গ ভরে গিয়েছে । পুলিশ চুপ করে দেখছে ৷ তারা কেন ঝুঁকি নিতে যাবে ? তারাও পয়সা কামাচ্ছে ।"

দলীয় সভা থেকে মদন মিত্র জানান, বিজেপি রাজ্যে বিভিন্ন জায়গায় অস্ত্র পাঠাচ্ছে । সেই অস্ত্র নিয়ে তৃণমূলকর্মীরা প্রশিক্ষণ নেবেন । এই প্রসঙ্গে তিনি বলেন, "ওদের একজন সাংসদ কীভাবে বোমা তৈরি করতে হবে, কী কী সামগ্রী দিতে হবে, সেটা বলে দিচ্ছে টিভিতে । একজন বিধায়ক মদনবাবু বলে দিচ্ছেন ট্রেনিং কীভাবে হবে ৷ কাঁধে কোথায় বন্দুক রাখবে, ট্রিগারে কী করে হাত দেবে-এসবই বলে দিচ্ছেন তিনি । এই তো ওদের বড় বড় নেতা ৷ তারা যদি এরকম হয়, গ্যাংস্টার তাহলে বাকি যারা আছেন, তারা প্রেরণা পাবেই ।"

আরও পড়ুন: পুলিশি মদতেই যথেচ্ছভাবে হকার বসছে, বিস্ফোরক ফিরহাদ

অস্ত্র উদ্ধার ও বোমা উদ্ধারে পুলিশ প্রশংসার কাজ করছে । বিজেপি গণ্ডগোল পাকানোর জন্য বোমা মজুত করেছে । তৃণমূল কংগ্রেস জড়িত নয় । ফিরহাদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "পুলিশ যদি বোমা উদ্ধার করত তাহলে এতো ফাটছে কী করে? হয়তো অন্য জায়গাতে উদ্ধার করছে ৷ তৃণমূল নেতাদের বাড়িতে যে অবৈধ বোমা বন্দুক আছে, সেটা উদ্ধার করছে না । গণ্ডগোল সেখানেই হচ্ছে । যেখানে বোমা ব্লাস্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে । পুলিশ সব জানে ৷ পুলিশের মাধ্যমেই অস্ত্রশস্ত্র আসছে ৷ পুলিশকে জানিয়ে আসছে ৷ তাই সব জায়গায় ভরে গিয়েছে ।"

Last Updated : Nov 20, 2022, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.