ETV Bharat / state

Dilip Slams Mamata: 'আপনার বউমা বিদেশ থেকে কেজি কেজি সোনা নিয়ে আসে', মমতাকে আক্রমণ দিলীপের - অভিষেক পত্নী রুজিরা বন্দোপাধ্যায়

ট্রেন দুর্ঘটনা থেকে রুজিরাকে ইডির তলব- কিছুই বাদ গেল না ৷ সোমবার সন্ধ্যায় বামনগাছিতে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন ৷ এমনকী তাঁর বাড়ির কুকুর, বেড়ালকেও চোর বলে উল্লেখ করেন বিজেপি নেতা ৷

ETV Bharat
দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 6, 2023, 8:55 AM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ

বামনগাছি, 6 জুন: "চোরের মায়ের বড় গলা ! যার বউমা চুরির দায়ে ধরা পড়ে এয়ারপোর্টে ! সে আবার বড় বড় কথা বলে । মমতার গুষ্ঠিশুদ্ধ চোর । পরিবারের কেউ বাদ নেই ।" দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বেনজির আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷

জনসম্পর্ক অভিযানে সোমবার রাতে উত্তর 24 পরগনার বামনগাছিতে আসেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সঙ্গে ছিলেন দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র সহ আরও অনেকে ৷ সেখানে রাস্তার পাশেই দলীয় সভা মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকে নিশানা করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "রাজা যদি সৎ হয় তাহলে ভগবানও সহায় হন ! আর রাজা-রানী যদি চোর, দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পাড়ায় পাড়ায় বোমা বিস্ফোরণ হয় । এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দশা তাই হয়েছে ।"

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গ টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন এই বিজেপি নেতা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেতার অভিযোগ, পড়শি রাজ্যে ট্রেন দুর্ঘটনায় অধিকাংশই রাজ্যের পরিযায়ী শ্রমিক ৷ পেটের দায়ে তাঁরা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে গিয়েছিলেন ৷ বাংলার 50 লক্ষ ছেলেকে পরিযায়ী শ্রমিক বানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: বিদেশযাত্রায় বাধা দিয়ে রুজিরাকে ইডির নোটিশ দেওয়াকে অমানবিক বললেন মুখ্যমন্ত্রী

এই ইস্যুতে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বলেন, "তিনি শুধু রেলে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ রেলের জন্য কিছুই করেননি ৷" তাঁর আমলে 54টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে ৷ সাড়ে 800 বার রেলের চাকা লাইনচ্যুত হয়েছে ৷ 1 হাজার 400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷

তিনি আরও জানান, পিসি, ভাইপো, ভাই, ভাগ্নে কেউই বাদ নেই । বাড়ির কুকুর, ছাগলও চোর । কালীঘাটের 36টি প্লট জোর করে খালি জবরদখল করা হয়েছে । এটাই হচ্ছে এগিয়ে বাংলা । অভিষেক-পত্নী রুজিরা বন্দোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মুখ খোলায় তারও জবাব দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি ৷ দিলীপ ঘোষ বলেন, "তিনি বলছেন বাড়ির বউটাকে-ও ডাকাডাকি করল ! আপনার বউমা যদি বিদেশ থেকে কেজি কেজি সোনা ব‍্যাগে ভরে নিয়ে আসে তাহলে ডাকবে না ? যেই ডাকাডাকি শুরু হয়েছে, তিহাড়ে জেলে যাওয়ার তোড়জোড় চলছে।ওমনি দেশ ছেড়ে বিদেশে পালাচ্ছে । আটকাবে না !"

আরও পড়ুন: বিজেপির সঙ্গে রাজনৈতিক তর্কে অনীহা মমতার, আপাতত মানুষের পাশেই থাকতে চান মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ

বামনগাছি, 6 জুন: "চোরের মায়ের বড় গলা ! যার বউমা চুরির দায়ে ধরা পড়ে এয়ারপোর্টে ! সে আবার বড় বড় কথা বলে । মমতার গুষ্ঠিশুদ্ধ চোর । পরিবারের কেউ বাদ নেই ।" দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বেনজির আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷

জনসম্পর্ক অভিযানে সোমবার রাতে উত্তর 24 পরগনার বামনগাছিতে আসেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সঙ্গে ছিলেন দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র সহ আরও অনেকে ৷ সেখানে রাস্তার পাশেই দলীয় সভা মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকে নিশানা করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "রাজা যদি সৎ হয় তাহলে ভগবানও সহায় হন ! আর রাজা-রানী যদি চোর, দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পাড়ায় পাড়ায় বোমা বিস্ফোরণ হয় । এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দশা তাই হয়েছে ।"

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গ টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন এই বিজেপি নেতা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি নেতার অভিযোগ, পড়শি রাজ্যে ট্রেন দুর্ঘটনায় অধিকাংশই রাজ্যের পরিযায়ী শ্রমিক ৷ পেটের দায়ে তাঁরা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে গিয়েছিলেন ৷ বাংলার 50 লক্ষ ছেলেকে পরিযায়ী শ্রমিক বানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: বিদেশযাত্রায় বাধা দিয়ে রুজিরাকে ইডির নোটিশ দেওয়াকে অমানবিক বললেন মুখ্যমন্ত্রী

এই ইস্যুতে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বলেন, "তিনি শুধু রেলে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ রেলের জন্য কিছুই করেননি ৷" তাঁর আমলে 54টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে ৷ সাড়ে 800 বার রেলের চাকা লাইনচ্যুত হয়েছে ৷ 1 হাজার 400 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷

তিনি আরও জানান, পিসি, ভাইপো, ভাই, ভাগ্নে কেউই বাদ নেই । বাড়ির কুকুর, ছাগলও চোর । কালীঘাটের 36টি প্লট জোর করে খালি জবরদখল করা হয়েছে । এটাই হচ্ছে এগিয়ে বাংলা । অভিষেক-পত্নী রুজিরা বন্দোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মুখ খোলায় তারও জবাব দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি ৷ দিলীপ ঘোষ বলেন, "তিনি বলছেন বাড়ির বউটাকে-ও ডাকাডাকি করল ! আপনার বউমা যদি বিদেশ থেকে কেজি কেজি সোনা ব‍্যাগে ভরে নিয়ে আসে তাহলে ডাকবে না ? যেই ডাকাডাকি শুরু হয়েছে, তিহাড়ে জেলে যাওয়ার তোড়জোড় চলছে।ওমনি দেশ ছেড়ে বিদেশে পালাচ্ছে । আটকাবে না !"

আরও পড়ুন: বিজেপির সঙ্গে রাজনৈতিক তর্কে অনীহা মমতার, আপাতত মানুষের পাশেই থাকতে চান মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.