নিউটাউন, 5 সেপ্টেম্বর: বাংলায় শিক্ষকদের সম্মান ও শিক্ষার পরিবেশ নেই বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷ আজ শিক্ষক দিবস ৷ মুখ্যমন্ত্রী শিক্ষারত্ন সম্মান (Shiksha Ratna Award 2022) প্রদান করবেন রাজ্যের শিক্ষকদের ৷ আর এ বিষয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) কড়া ভাষায় অক্রমণ করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি (Dilip Ghosh) ৷
তিনি বলেন, "অবশ্যই শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মানিত করা উচিত ৷ তবে আগে শিক্ষার পরিবেশ তৈরি করা উচিত ৷ কিন্তু বাংলায় না শিক্ষকদের সম্মান আছে, না পড়ার পরিবেশ আছে । শিক্ষাঙ্গন রাজনৈতিক আখড়া হয়ে গিয়েছে ।"
তিনি আরও বলেন, "ছাত্রছাত্রীরা স্কুলে যায় মিড ডে মিল খেয়ে চলে আসে । শিক্ষকরা অবসর নিলে আর পেনশন পান না । পেনশন না পেয়ে শিক্ষকদের আত্মহত্যা করতে হচ্ছে । পুরস্কার দিয়ে হবে না ৷ দুর্বৃত্ত রাজনৈতিক পার্টির লোকেরা শিক্ষাঙ্গনে গিয়ে দাপট দেখাচ্ছে, স্কুল মাস্টারকে ধমকাচ্ছে, কলেজে প্রফেসারদের ধমকাচ্ছে, তাঁরা পড়াবেন কী করে । অধ্যাপক,ডাক্তার, পুলিশ অফিসাররাও আজকে নিশ্চিন্তে নিরপেক্ষভাবে কাজ করতে পারছেন না রাজনৈতিক চাপে ।"এছাড়াও বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় এদিন তোপ দাগলেন দিলীপ ঘোষ ৷