ETV Bharat / state

"আমরা ভদ্রলোকের রাজনীতি করতে আসিনি", ফের বিতর্কিত মন্তব্য দিলীপের - Dilip Ghosh

আজ নৈহাটিতে একটি অভিনন্দন যাত্রায় অংশ নেন দিলীপ ঘোষ ৷ যাত্রা শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য় করলেন তিনি ৷ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ছোটোলোকের সঙ্গে ভদ্রলোকের রাজনীতি করা যায় না ৷ "আমরা ভদ্রলোকের রাজনীতি করতে আসিনি ৷"

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 20, 2020, 2:31 AM IST

Updated : Jan 20, 2020, 10:16 AM IST

নৈহাটি, 20 জানুয়ারি : কয়েকদিন আগেই দ্বিতীয়বারের জন্য BJP-র রাজ্য সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে ৷ এরই মধ্যে ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি ৷ বললেন, "আমরা ভদ্রলোকের রাজনীতি করতে আসিনি ৷" গতকাল নৈহাটিতে BJP-র তরফে অভিনন্দন যাত্রা ও জনসভার আয়োজন করা হয়েছিল ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷

কখনও ভালো লোক হতে চান না তিনি ৷ তাঁদের বিরুদ্ধে মামলা হলে, পালটা মার দিতে তাঁরা পিছপা হবেন না, তা বক্তব্য রাখতে গিয়েই বুঝিয়ে দেন দিলীপ ঘোষ ৷ বলেন, "আমরা মারও খাব, কেসও খাব ৷ অত ভালো লোক হওয়ার কোনও দরকার নেই ৷ আমাদের যদি কেস খেতে হয়, তোমাদের মারটা খেতে হবে ৷" সঙ্গে জানিয়ে দেন ভদ্রলোকের রাজনীতি করতে তাঁরা আসেননি ৷ "ছোটো লোকের সঙ্গে ভদ্রলোকের রাজনীতি কী করে করব ৷"

নৈহাটিতে কী বললেন দিলীপ ?

সভায় নৈহাটির বিস্ফোরণ প্রসঙ্গও টেনে আনেন দিলীপ ঘোষ ৷ বলেন, "আপনাদের এখানে যে বোমা ফেটেছে তাতে রেকর্ড হয়ে গেছে ৷ এমন বোমা ফাটতে আমি বাবার জন্মে দেখিনি ৷ একটা বোমা ফাটতে 20টা গ্রাম কেঁপে গেল ৷ সবার পিলে চমকে গেছে ৷ তাও দিদিমণি বলছেন ছোটো ব্যাপার ৷ বেশি লোক মরেনি তো ৷"

রাজ্যে তৃণমূল কার্যালয়গুলি বোমা তৈরির কারখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ বলেন, "এখানে বোমা তৈরি করে সারা দেশে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ সারা রাজ্যের কোথায় কোথায় গিয়ে লুকিয়ে রেখেছে ৷ যদি ফাটে কী হবে ৷ তৃণমূলের লোকেদের অভ্যাস আছে ৷ যেকোনও কার্যালয়ে ঢুকে যান, এক বস্তা বোমা পাবেনই ৷ বিভিন্ন জায়গায় দেখুন, বস্তা বস্তা বোমা পাওয়া যাচ্ছে ৷ তৃণমূলের কার্যালয়গুলো বোমা বানানোর কারখানা হয়ে গেছে ৷"

নৈহাটি কাঠগোলা মোড় থেকে দুই কিলোমিটার রাস্তা অভিনন্দন যাত্রায় গতকাল অংশ নেন দিলীপ ঘোষ ৷ তারপর, সাহেব কলোনি মোড়ে তা শেষ করে BRS স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে জনসভায় উপস্থিত হন ৷ সভায় তিনি ছাড়াও ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার BJP সভানেত্রী ফাল্গুনী পাত্র-সহ আরও অনেকে ৷

নৈহাটি, 20 জানুয়ারি : কয়েকদিন আগেই দ্বিতীয়বারের জন্য BJP-র রাজ্য সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে ৷ এরই মধ্যে ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি ৷ বললেন, "আমরা ভদ্রলোকের রাজনীতি করতে আসিনি ৷" গতকাল নৈহাটিতে BJP-র তরফে অভিনন্দন যাত্রা ও জনসভার আয়োজন করা হয়েছিল ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷

কখনও ভালো লোক হতে চান না তিনি ৷ তাঁদের বিরুদ্ধে মামলা হলে, পালটা মার দিতে তাঁরা পিছপা হবেন না, তা বক্তব্য রাখতে গিয়েই বুঝিয়ে দেন দিলীপ ঘোষ ৷ বলেন, "আমরা মারও খাব, কেসও খাব ৷ অত ভালো লোক হওয়ার কোনও দরকার নেই ৷ আমাদের যদি কেস খেতে হয়, তোমাদের মারটা খেতে হবে ৷" সঙ্গে জানিয়ে দেন ভদ্রলোকের রাজনীতি করতে তাঁরা আসেননি ৷ "ছোটো লোকের সঙ্গে ভদ্রলোকের রাজনীতি কী করে করব ৷"

নৈহাটিতে কী বললেন দিলীপ ?

সভায় নৈহাটির বিস্ফোরণ প্রসঙ্গও টেনে আনেন দিলীপ ঘোষ ৷ বলেন, "আপনাদের এখানে যে বোমা ফেটেছে তাতে রেকর্ড হয়ে গেছে ৷ এমন বোমা ফাটতে আমি বাবার জন্মে দেখিনি ৷ একটা বোমা ফাটতে 20টা গ্রাম কেঁপে গেল ৷ সবার পিলে চমকে গেছে ৷ তাও দিদিমণি বলছেন ছোটো ব্যাপার ৷ বেশি লোক মরেনি তো ৷"

রাজ্যে তৃণমূল কার্যালয়গুলি বোমা তৈরির কারখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ বলেন, "এখানে বোমা তৈরি করে সারা দেশে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ সারা রাজ্যের কোথায় কোথায় গিয়ে লুকিয়ে রেখেছে ৷ যদি ফাটে কী হবে ৷ তৃণমূলের লোকেদের অভ্যাস আছে ৷ যেকোনও কার্যালয়ে ঢুকে যান, এক বস্তা বোমা পাবেনই ৷ বিভিন্ন জায়গায় দেখুন, বস্তা বস্তা বোমা পাওয়া যাচ্ছে ৷ তৃণমূলের কার্যালয়গুলো বোমা বানানোর কারখানা হয়ে গেছে ৷"

নৈহাটি কাঠগোলা মোড় থেকে দুই কিলোমিটার রাস্তা অভিনন্দন যাত্রায় গতকাল অংশ নেন দিলীপ ঘোষ ৷ তারপর, সাহেব কলোনি মোড়ে তা শেষ করে BRS স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে জনসভায় উপস্থিত হন ৷ সভায় তিনি ছাড়াও ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার BJP সভানেত্রী ফাল্গুনী পাত্র-সহ আরও অনেকে ৷

Intro:নৈহাটিতে বিজেপির অভিনন্দন যাত্রা ও অভিনন্দন জনসভায় ফের বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর Body:আমরা ভদ্রলোকের রাজনীতি করতে আসিনি।ছোট লোকের সাথে কখনো ভদ্রলোকের রাজনীতি করা যায় না। ঠিক সেইভাবেই মারও খাবো আবার কেসও খাবো... এ দুটো একসাথে কখনোই করা যাবে না। ভালো করে মার দিয়ে তবেই কেস খাবো বলে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কড়া দাওয়াই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ নৈহাটিতে বিজেপির অভিনন্দন যাত্রা ও অভিনন্দন জনসভায় অংশ নিয়ে এই ভাষাতেই শাসক দলের নাম না করে তাদের আক্রমণ করলেন তিনি। অন্যদিকে নৈহাটি বিস্ফোরণকাণ্ডে নিয়েও শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ ঘোষ। তিনি বলেন নৈহাটির ঘটনা বাপের জন্মেও কোনদিন দেখিনি বা শুনিনি। তৃণমূলের পার্টি অফিস গুলি এখন এক একটি বোম বানানোর কারখানা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। নৈহাটি কাঠগোলা মোড় থেকে দীর্ঘ দুই কিলোমিটার রাস্তা অভিনন্দন যাত্রায় অংশ নিয়ে নৈহাটি সাহেব কলোনি মোড়ে শেষ করে সেখানে BRS স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে অভিনন্দন জনসভা করেন তিনি। এই জনসভায় দিলীপ ঘোষ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।Conclusion:
Last Updated : Jan 20, 2020, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.