ETV Bharat / state

Dilip Ghosh: জঙ্গিদের ঠেকাতে রাজ্যে অবিলম্বে সিএএ দরকার, দাবি দিলীপের - এসটিএফ

পশ্চিমবঙ্গ যাতে জঙ্গিদের ঘাঁটিতে পরিণত না হয়, তা নিশ্চিত করতে অবিলম্বে সিএএ (CAA) কার্যকর করা দরকার ৷ দক্ষিণ 24 পরগনার মথুরাপুর (Mathurapur) থেকে জঙ্গিযোগের অভিযোগে এক যুবকের গ্রেফতারির পর একথা বললেন বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

Dilip Ghosh demanding Immediate Implementation of CAA to combat Terrorism in the state
Dilip Ghosh: জঙ্গিদের ঠেকাতে রাজ্যে অবিলম্বে সিএএ দরকার, দাবি দিলীপের
author img

By

Published : Nov 7, 2022, 5:09 PM IST

নিউটাউন, 7 নভেম্বর: পশ্চিমবঙ্গকে জঙ্গিমুক্ত করতে হলে অবিলম্বে এখানে সিএএ (CAA) কার্যকর করা জরুরি ৷ এমনটাই মনে করেন বিজেপি-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ জঙ্গিগোষ্ঠী আল-কায়দার (Al-Qaeda) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ্য়ে ফের এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ মনউদ্দিন খান ওরফে মনিরুদ্দিন নামে 20 বছরের ওই কলেজ পড়ুয়াকে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর (Mathurapur) থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF) ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোমবার আবারও একবার সিএএ-এর পক্ষে সুর চড়ান দিলীপ ৷

বিজেপি-এর এই নেতার দাবি, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয় । রাজ্যের বিভিন্ন জেলাতেই জঙ্গিগোষ্ঠীগুলির শিকড় ক্রমশ মজবুত হচ্ছে ৷ "পুলিশ প্রশাসনের এসব অজানা নয় ৷ কিন্তু, তারা কোনও পদক্ষেপ করবে না ৷ কারণ, এর সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে ৷" দিলীপের সাফ ইঙ্গিত, ভোটের রাজনীতিতে জয়ী হতেই রাজ্যের শাসকদল জঙ্গিদের মদত দিচ্ছে ! এই কারণেই রাজ্যে খাগড়াগড় বিস্ফোরণের মতো ঘটনা বারবার ঘটছে ৷ কিন্তু, সেইসব বিস্ফোরণের তদন্ত ঠিকমতো হচ্ছে না ৷ এক্ষেত্রে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকারের 'পক্ষপাতিত্ব'কেও দায়ী করেছেন দিলীপ ঘোষ ৷

সিএএ-এর পক্ষে জোর সওয়াল দিলীপ ঘোষের ৷

আরও পড়ুন: হাসি মুখে কথা বলা ছেলেটাই জঙ্গি ! হতবাক মথুরাপুর

দিলীপ ঘোষের যুক্তি, রাজ্যে সিএএ কার্যকর হলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে ৷ সেক্ষেত্রে এই অবৈধ বাসিন্দারা আর ভোটের সময় রাজ্যের শাসকদলের হয়ে সন্ত্রাস চালাতে পারবে না ৷ আর সেই কারণেই রাজ্য সরকার সিএএ-এর বিরোধিতা করছে বলে অভিযোগ দিলীপের ৷ তাঁর দাবি, রাজ্য প্রশাসনের এই অবস্থানের সুযোগ নিয়েই বিদেশি সন্ত্রাসবাদীরা পরিচয় ভাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে ৷ সারা ভারত থেকে জঙ্গিরা বাংলায় চলে আসছে ৷ এখান থেকেই দেশের অন্য়ান্য প্রান্তে নাশকতার পরিকল্পনা করছে ৷ জঙ্গিযোগের অভিযোগে মথুরাপুর থেকে যুবকের গ্রেফতারিও রাজ্যের এই অবস্থানেরই ফলশ্রুতি বলে মনে করছেন দিলীপ ঘোষ ৷

নিউটাউন, 7 নভেম্বর: পশ্চিমবঙ্গকে জঙ্গিমুক্ত করতে হলে অবিলম্বে এখানে সিএএ (CAA) কার্যকর করা জরুরি ৷ এমনটাই মনে করেন বিজেপি-র জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ জঙ্গিগোষ্ঠী আল-কায়দার (Al-Qaeda) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ্য়ে ফের এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ মনউদ্দিন খান ওরফে মনিরুদ্দিন নামে 20 বছরের ওই কলেজ পড়ুয়াকে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর (Mathurapur) থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের (Kolkata Police) স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) বা এসটিএফ (STF) ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোমবার আবারও একবার সিএএ-এর পক্ষে সুর চড়ান দিলীপ ৷

বিজেপি-এর এই নেতার দাবি, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয় । রাজ্যের বিভিন্ন জেলাতেই জঙ্গিগোষ্ঠীগুলির শিকড় ক্রমশ মজবুত হচ্ছে ৷ "পুলিশ প্রশাসনের এসব অজানা নয় ৷ কিন্তু, তারা কোনও পদক্ষেপ করবে না ৷ কারণ, এর সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে ৷" দিলীপের সাফ ইঙ্গিত, ভোটের রাজনীতিতে জয়ী হতেই রাজ্যের শাসকদল জঙ্গিদের মদত দিচ্ছে ! এই কারণেই রাজ্যে খাগড়াগড় বিস্ফোরণের মতো ঘটনা বারবার ঘটছে ৷ কিন্তু, সেইসব বিস্ফোরণের তদন্ত ঠিকমতো হচ্ছে না ৷ এক্ষেত্রে একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি রাজ্য সরকারের 'পক্ষপাতিত্ব'কেও দায়ী করেছেন দিলীপ ঘোষ ৷

সিএএ-এর পক্ষে জোর সওয়াল দিলীপ ঘোষের ৷

আরও পড়ুন: হাসি মুখে কথা বলা ছেলেটাই জঙ্গি ! হতবাক মথুরাপুর

দিলীপ ঘোষের যুক্তি, রাজ্যে সিএএ কার্যকর হলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে ৷ সেক্ষেত্রে এই অবৈধ বাসিন্দারা আর ভোটের সময় রাজ্যের শাসকদলের হয়ে সন্ত্রাস চালাতে পারবে না ৷ আর সেই কারণেই রাজ্য সরকার সিএএ-এর বিরোধিতা করছে বলে অভিযোগ দিলীপের ৷ তাঁর দাবি, রাজ্য প্রশাসনের এই অবস্থানের সুযোগ নিয়েই বিদেশি সন্ত্রাসবাদীরা পরিচয় ভাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে ৷ সারা ভারত থেকে জঙ্গিরা বাংলায় চলে আসছে ৷ এখান থেকেই দেশের অন্য়ান্য প্রান্তে নাশকতার পরিকল্পনা করছে ৷ জঙ্গিযোগের অভিযোগে মথুরাপুর থেকে যুবকের গ্রেফতারিও রাজ্যের এই অবস্থানেরই ফলশ্রুতি বলে মনে করছেন দিলীপ ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.