নিউটাউন, 23 জানুয়ারি : যাঁরা চার্বাক নীতিতে চলেন তাঁদের সর্বনাশ নিশ্চিত ৷ বিশ্ব ব্যাঙ্ক থেকে রাজ্যের 1 হাজার কোটি টাকা ঋণ নেওয়া প্রসঙ্গে এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Criticise WB Government for Taking Loan from World Bank) ৷ প্রসঙ্গত, রাজ্যের জনকল্যাণ মূলক প্রকল্পগুলি চালাতে রাজ্য সরকার বিশ্ব ব্যাঙ্কের থেকে 1 হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে বলে সূত্রের খবর ৷ যে অর্থে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে যে আর্থিক ঘাটতি দেখা দিচ্ছে তা পূরণের চেষ্টা করছে রাজ্য সরকার ৷
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করার পর থেকেই রাজ্যের বেশ কয়েকটি ক্ষেত্রে বাজেটের বরাদ্দ কমিয়ে দিয়েছে সরকার ৷ এমনকি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্মীর ভাণ্ডার চালাতে গিয়ে যে, আর্থিক ঘাটতি দেখা দিয়েছে তা স্বীকার করে নিয়েছেন ৷ মন্ত্রী এবং বিধায়কদের নিজের নিজের এলাকার কাজের জন্য টাকা চাইতে নিষেধ করেছেন ৷ যা নিয়ে তৃণমূল সরকারকে বিঁধতে ছাড়েনি বিরোধী বিজেপি ৷
আরও পড়ুন : Dilip Ghosh on Tableau Rejection : তৃণমূল সরকারের গাফিলতিতে বাতিল বাংলার ট্যাবলো, আক্রমণ দিলীপের
এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জেরে তৈরি হওয়া আর্থিক ঘাটতি মেটাতে রাজ্য সরকার বিশ্ব ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছে ৷ রাজ্য সরকার সেখান থেকে 1 হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে বলে শোনা যাচ্ছে (WB Government Takes Loan from World Bank) ৷ যা নিয়ে শাসকদল তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন দিলীপ ঘোষ ৷ বলেন, যাঁরা চার্বাক নীতিতে বিশ্বাসী হন, তাঁদের সর্বনাশ নিশ্চিত ৷ অর্থাৎ, রাজ্যে তৃণমূলের পতন নিশ্চিত বলে মনে করেন দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ, কোনও পরিকল্পনা ছাড়াই মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প ঘোষণা করে গিয়েছেন ৷ যে প্রকল্পের কোনও নির্দিষ্ট নীতি ও বাজেট নেই ৷ ফলে এখন ধার দেনা করতে হচ্ছে (Dilip on World Bank Loan) ৷