ETV Bharat / state

Dilip Ghosh: 9 ঘণ্টা জেরার পর অনেকেই আবোল-তাবোল বকেন, অভিষেককে কটাক্ষ দিলীপের - ed interrogation

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির জেরা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে যান তিনি ৷ সেখানেই তিনি এই বিষয়ে প্রতিক্রিয়া দেন ৷

Dilip Ghosh
ইডির জেরার বিষয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের
author img

By

Published : Sep 7, 2021, 12:35 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : ইডির জেরা নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷ আজ সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন রাজ্য বিজেপির সভাপতি ৷ সেখানেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে প্রতিক্রিয়া দেন ৷ ইডির জেরার বিষয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জীবন দেব কিন্তু মাথা নত করব না। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "জীবন কোথায় দিচ্ছেন । জীবন নিয়ে তো পালিয়ে গেল নেতারা। 9 ঘণ্টা যদি ইডি জেরা করে তখন লোকে অনেকেই আবল-তাবোল বকেন । সবে তো শুরু হয়েছে । যে নেতারা ভুবনেশ্বর গিয়েছিলেন তাঁদের চেহারাই পাল্টে গিয়েছিল । এতদিন ভেবেছিল পুলিশ সিআইডি দিয়ে চালিয়ে দেবেন চমকে রেখে দেবেন যা ইচ্ছা করবেন। ওনাদের রাজত্বকাল কয়লা, বালি, পাথর লুট হয়েছে, গরু পাচার হয়েছে । একটা পার্টি অফিশিয়ালি এই কারবারগুলি করছে ৷ তাদের সব নেতাই জড়িত ।"

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির 25 জন বিধায়ক তাঁদের সঙ্গে নাকি যোগাযোগ রাখছেন ৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেন, "আমি জানি না পঁচিশ না পঞ্চাশ। আমাদের পার্টিতে অনেক নেতা এসে বলেছিল একশো আছে দেড়শো আছে । এসব ডায়লগ দিতে হয় ৷ আগে তো ওনাদের বিধায়ক-সাংসদরা ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচুক। তারপর আমাদের বিধায়কদের সম্পর্কে ভাববেন। "

ইডির জেরার বিষয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

আরও পড়ুন: শুভেন্দুকে সমর্থন, উপনির্বাচনকে "ভবানীপুর স্পেশ্যাল সিদ্ধান্ত" বলে কটাক্ষ সুজনের

ভবানীপুরের উপনির্বাচনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে আইনজীবীদের সঙ্গে কথা বলে যদি আইনিপথে যাওয়ার কথা মনে হয় তাহলে আইনের পথ অবলম্বন অবশ্যই করা হবে ৷ "

কলকাতা, 7 সেপ্টেম্বর : ইডির জেরা নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷ আজ সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন রাজ্য বিজেপির সভাপতি ৷ সেখানেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে প্রতিক্রিয়া দেন ৷ ইডির জেরার বিষয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জীবন দেব কিন্তু মাথা নত করব না। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "জীবন কোথায় দিচ্ছেন । জীবন নিয়ে তো পালিয়ে গেল নেতারা। 9 ঘণ্টা যদি ইডি জেরা করে তখন লোকে অনেকেই আবল-তাবোল বকেন । সবে তো শুরু হয়েছে । যে নেতারা ভুবনেশ্বর গিয়েছিলেন তাঁদের চেহারাই পাল্টে গিয়েছিল । এতদিন ভেবেছিল পুলিশ সিআইডি দিয়ে চালিয়ে দেবেন চমকে রেখে দেবেন যা ইচ্ছা করবেন। ওনাদের রাজত্বকাল কয়লা, বালি, পাথর লুট হয়েছে, গরু পাচার হয়েছে । একটা পার্টি অফিশিয়ালি এই কারবারগুলি করছে ৷ তাদের সব নেতাই জড়িত ।"

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির 25 জন বিধায়ক তাঁদের সঙ্গে নাকি যোগাযোগ রাখছেন ৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বলেন, "আমি জানি না পঁচিশ না পঞ্চাশ। আমাদের পার্টিতে অনেক নেতা এসে বলেছিল একশো আছে দেড়শো আছে । এসব ডায়লগ দিতে হয় ৷ আগে তো ওনাদের বিধায়ক-সাংসদরা ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচুক। তারপর আমাদের বিধায়কদের সম্পর্কে ভাববেন। "

ইডির জেরার বিষয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

আরও পড়ুন: শুভেন্দুকে সমর্থন, উপনির্বাচনকে "ভবানীপুর স্পেশ্যাল সিদ্ধান্ত" বলে কটাক্ষ সুজনের

ভবানীপুরের উপনির্বাচনের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে আইনজীবীদের সঙ্গে কথা বলে যদি আইনিপথে যাওয়ার কথা মনে হয় তাহলে আইনের পথ অবলম্বন অবশ্যই করা হবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.