বসিরহাট, 19 অক্টোবর : করোনা পরিস্থিতির মধ্যেই ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে শুরু করেছে উত্তর 24 পরগনার বসিরহাটে । ইতিমধ্যে বসিরহাটের বিভিন্ন ব্লকে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন । মূলত জ্বর, গা হাত-পা ব্যথা, বমিভাবের মতো উপসর্গ নিয়ে আক্রান্তরা ভর্তি রয়েছেন বিভিন্ন হাসপাতালে । জ্বরে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে থাকায় রীতিমতো উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা । যদিও পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে বলে দাবি করছেন তাঁরা । স্বাস্থ্য দফতরের কর্তারা এই দাবি করলেও পরিস্থিতির জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ।
আরও পড়ুন : BJP Protest : খড়দায় বিজেপির প্রতিবাদ মিছিল আটকালো পুলিশ, আটক 5 কর্মী
বসিরহাট স্বাস্থ্য জেলার সুন্দরবন ঘেঁষা মিনাখাঁ, সন্দেশখালি-1 ও হাড়োয়া ব্লক থেকেই ডেঙ্গি এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর সবথেকে বেশি মিলেছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর । জানা গিয়েছে, মিনাখাঁয় এখনও অবধি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 15 জন । সেখানে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা 37 ।
সন্দেশখালি-1 নম্বর ব্লকে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 5 জন হলেও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় 25 জন । একই ভাবে হাড়োয়ায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 13 জন হলেও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে 40 জন ।
আরও পড়ুন : Price Hike: জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে অগ্নিমূল্য সবজি বাজার
এছাড়া প্রায় প্রতিদিনই জ্বরের উপসর্গ নিয়ে বহু মানুষ ভিড় করতে শুরু করেছেন ব্লক হাসপাতালগুলিতে । যা ঘিরে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরও । তবে পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে বসিরহাট জেলা স্বাস্থ্য দফতরের তরফে । ব্লকে ব্লকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সংক্রমণ ঠেকাতে প্রচারের ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে ।
বিশেষ করে পরিবারের লোকজনকে বোঝানো হচ্ছে, যাতে বাড়িতে কোথাও জল জমিয়ে রাখা না হয় । সবসময় যেন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় বাড়ি এবং তার আশপাশ । আর এই প্রচারের কাজে আশা কর্মী ও গ্রামীণ সম্পদ কর্মীদের ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর ।
আরও পড়ুন : Bangaon BJP: বাকি ভাড়ার টাকা, বনগাঁ পার্টি অফিসে তালা দিলেন বিজেপি বিধায়ক
সূত্র মারফত আরও জানা গিয়েছে, প্রচারের পাশাপাশি ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীরা পাড়ায় পাড়ায় ঘুরে খোঁজ নিতে শুরু করেছেন এলাকায় কারও জ্বর আছে কি না । জ্বর থাকলেই রক্ত পরীক্ষা ও চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে আক্রান্তদের ।
এদিকে সঠিক সময়ে চিকিৎসার ফলে ডেঙ্গি এবং ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীরা এখন বিপদ থেকে মুক্ত বলেই জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে । তবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মশা ও মাছির হাত থেকে রক্ষা করতে মশারির ব্যবস্থা করা হয়েছে । সেই সঙ্গে সংক্রমণ ঠেকাতে এলাকায় এলাকায় মশা মারার স্প্রে এবং ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে প্রশাসনের তরফে । কেউ অসুস্থ হলে দ্রুত তাঁর চিকিৎসার বন্দোবস্তও করছে স্বাস্থ্য কর্মীরা ।
আরও পড়ুন : Mysterious Death : নিউব্যারাকপুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার মধ্যমগ্রামে, খুনের অভিযোগ
এই নিয়ে বসিরহাট স্বাস্থ্য জেলার স্বাস্থ্য আধিকারিক দেবব্রত বন্দোপাধ্যায় বলেন, "করোনা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বসিরহাটে । কিন্তু তার মধ্যেও কিছু কিছু জায়গায় অন্য জ্বরের খবর পাওয়া যাচ্ছে । তা যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য স্বাস্থ্য দফতর সজাগ রয়েছে । এলাকায় এলাকায় নজরদারিও চালানো হচ্ছে জেলা স্বাস্থ্য দফতরের তরফে । এই নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷"