বাগুইআটি, 6 নভেম্বর: বাংলায় ক্রিকেট খেলতে এসে হানিট্র্যাপের শিকার হয়ে লক্ষাধিক টাকা-সহ একাধিক জিনিস খোয়ালেন দিল্লির ক্রিকেটার (Delhi Cricketer is in Honeytrap)। তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শনিবার তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ । ধৃতদের নাম শুভঙ্কর বিশ্বাস, ঋষভ চন্দ্র ও শিবা সিংহ । ধৃত তিনজনকে রবিবার বারাসত আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছে বাগুইআটি থানার পুলিশ ও বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা ।
পুলিশ সূত্রে খবর, চলতি মাসের 2 তারিখ গভীর রাতে দিল্লির বাসিন্দা ক্রিকেটার বৈভব কাণ্ডপাল বাগুইআটি থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷ সেখানে তিনি জানান, দিল্লির হয়ে ক্রিকেট খেলতে 29 অক্টোবর রাজ্যে এসে সল্টলেকের একটি অভিজাত হোটেলে ওঠেন । এরপর 1 নভেম্বর বাগুইআটির 44নং বাসস্ট্যান্ডে আসার পর চারজন যুবক তাঁকে একটি জায়গায় নিয়ে যায় ৷ সেখানে একটি ডেটিং সাইটের মাধ্যমে বেশ কয়েকজন যুবতীর ছবি দেখিয়ে তার মধ্যে একজন যুবতীর সঙ্গে সময় কাটানোর নাম করে বাগুইআটি 44 নং বাসস্ট্যান্ডে নিয়ে আসে । এরপরে তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাগুইআটির জগতপুরে নিয়ে আসা হয় । সেখানে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে অনলাইনে লক্ষাধিক টাকা-সহ সঙ্গে থাকা দামি মোবাইল ফোন ও চেন ছিনতাই করে পালিয়ে যায় ।
এই ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি ও সংলগ্ন অঞ্চল থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ । ধৃতদের রবিবার বারাসত আদালতে তোলা হয় । শুধু এই ক্রিকেটার নয় এরা এইভাবে ভয় দেখিয়ে অনেকের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে পুলিশ সূত্রে খবর ।
আরও পড়ুন : হানিট্র্যাপে পড়ে তথ্য পাচারের অভিযোগ, গ্রেফতার বাঁকুড়ার জওয়ান