ETV Bharat / state

এয়ার ইন্ডিয়ার সার্ভার বিভ্রাটে দিল্লি যেতে পারলেন না সুখেন্দু

গতকাল সন্ধ্যা থেকে এয়ার ইন্ডিয়ার সার্ভারে সমস্যা দেখা দেয় । এর ফলে এয়ার ইন্ডিয়ার বহু বিমানের উড়ানে সমস্যা হয় । উড়ান বিভ্রাটের জেরে দিল্লির বৈঠকে পৌঁছতে পারলেন না তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ।

সুখেন্দু শেখর রায়
author img

By

Published : Apr 27, 2019, 7:41 PM IST

বিধাননগর, ২৭ এপ্রিল : সার্ভার সমস্যার জেরে এয়ার ইন্ডিয়ার বহু বিমানের আজও উড়ানে বিলম্ব হল । আজ শুধু কলকাতা বিমানবন্দরেই আটটি বিমান দেরিতে উড়েছে । উড়ান বিভ্রাটের জেরে অন্যান্য যাত্রীদের মত বিপাকে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতারাও । আজ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের প্রতিনিধি দলের বৈঠক ছিল । বিমান সমস্যার জেরে সেই বৈঠকে পৌঁছতে পারেননি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় । সুখেন্দুবাবুর সঙ্গে ছিলেন ডেরেক ও ব্রায়ান, সান্তা ছেত্রী ও মনীশ গুপ্ত। তাঁরা শেষ মুহূর্তে ইন্ডিগোর একটি বিমানে টিকিট পেয়ে দিল্লি যান।

সুখেন্দুবাবু বলেন, "আমি, ডেরেক, সান্তা ছেত্রী ও মনীশ গুপ্তর আজ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার কথা ছিল । তিনটে থেকে বৈঠক ছিল। 10টা 25মিনিটের ফ্লাইটে টিকিট কাটা ছিল । কিন্তু বলা হল বিমান ছাড়বে দুপুর 1টার পর। স্বাভাবিকভাবে তখন গেলে আর তিনটের বৈঠকে যোগ দেওয়া যাবে না । এর পর ইন্ডিগোতে মাত্র তিনটি টিকিট পাওয়া গেল । ডেরেক, সান্তা আর মনীশ গেছে । টিকিট না থাকায় আমি যেতে পারলাম না । কলকাতায় এয়ার ইন্ডিয়ার প্রায় সমস্যা হয় । আমার শুধু নয় অনেকের জরুরি কাজ রয়েছে । এই রকম ত্রুটি কলকাতা সেক্টরে এয়ার ইন্ডিয়ার বিমানের সঙ্গে সবসময়ই হয় । এভাবে চললে ঈশ্বর এদের বাঁচাতে পারবে না ।"

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা থেকে এয়ার ইন্ডিয়ার সার্ভারে সমস্যা দেখা দেয় । এর ফলে এয়ার ইন্ডিয়ার বহু বিমানের উড়ানে সমস্যা হয় । বহু যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন । তবে সার্ভার ঠিক হওয়ায় আজ সকাল থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে এয়ার ইন্ডিয়া ।

বিধাননগর, ২৭ এপ্রিল : সার্ভার সমস্যার জেরে এয়ার ইন্ডিয়ার বহু বিমানের আজও উড়ানে বিলম্ব হল । আজ শুধু কলকাতা বিমানবন্দরেই আটটি বিমান দেরিতে উড়েছে । উড়ান বিভ্রাটের জেরে অন্যান্য যাত্রীদের মত বিপাকে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতারাও । আজ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে তৃণমূলের প্রতিনিধি দলের বৈঠক ছিল । বিমান সমস্যার জেরে সেই বৈঠকে পৌঁছতে পারেননি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় । সুখেন্দুবাবুর সঙ্গে ছিলেন ডেরেক ও ব্রায়ান, সান্তা ছেত্রী ও মনীশ গুপ্ত। তাঁরা শেষ মুহূর্তে ইন্ডিগোর একটি বিমানে টিকিট পেয়ে দিল্লি যান।

সুখেন্দুবাবু বলেন, "আমি, ডেরেক, সান্তা ছেত্রী ও মনীশ গুপ্তর আজ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার কথা ছিল । তিনটে থেকে বৈঠক ছিল। 10টা 25মিনিটের ফ্লাইটে টিকিট কাটা ছিল । কিন্তু বলা হল বিমান ছাড়বে দুপুর 1টার পর। স্বাভাবিকভাবে তখন গেলে আর তিনটের বৈঠকে যোগ দেওয়া যাবে না । এর পর ইন্ডিগোতে মাত্র তিনটি টিকিট পাওয়া গেল । ডেরেক, সান্তা আর মনীশ গেছে । টিকিট না থাকায় আমি যেতে পারলাম না । কলকাতায় এয়ার ইন্ডিয়ার প্রায় সমস্যা হয় । আমার শুধু নয় অনেকের জরুরি কাজ রয়েছে । এই রকম ত্রুটি কলকাতা সেক্টরে এয়ার ইন্ডিয়ার বিমানের সঙ্গে সবসময়ই হয় । এভাবে চললে ঈশ্বর এদের বাঁচাতে পারবে না ।"

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা থেকে এয়ার ইন্ডিয়ার সার্ভারে সমস্যা দেখা দেয় । এর ফলে এয়ার ইন্ডিয়ার বহু বিমানের উড়ানে সমস্যা হয় । বহু যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন । তবে সার্ভার ঠিক হওয়ায় আজ সকাল থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে এয়ার ইন্ডিয়া ।

Intro:সার্ভার ডাউন দেড় জুড়ে ব্যাহত এয়ার ইন্ডিয়ার পরিষেবা

বিধাননগর, ২৭ এপ্রিল: বিশ্বব্যাপী সার্ভার সমস্যার জেরে বহু বিমান দেরীতে উড়ল এয়ার ইন্ডিয়ার। শুধু কলকাতা বিমানবন্দরেই আটটি বিমান দেরীতে উড়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমানও। সার্ভার সমস্যার জেরে বহু যাত্রী তাদের কানেকটিং ফ্লাইট ধরতে পারেননি। তারা কলকাতা বিমানবন্দরের ভেতরে লাউঞ্জে বিক্ষোভ দেখান। যাত্রীদের দাবি বিমানসংস্থার কর্মীরা তাদের সঙ্গে সহয়োগিতা করেনি। কি কারনে বিমান উড়তে দেরি তার বিমানসংস্থার কর্মীদের কাছ থেকে জানা যায়নি।

জানা গিয়েছে গতকাল সন্ধ্যা থেকে "সিটা" নামে একটি অনলাইন সার্ভারে সমস্যা দেখা দেয়।এই সার্ভার এয়ারইন্ডিয়া ও ইউথোপিয়ান এয়ারলাইন সহ বেশ কয়েকটি বিমানসংস্থা ব্যবহার করে। এই সার্ভার আপ ও ডাউনলিংক সহ নানান ক্ষেত্রে ব্যবহার হয়। এই সার্ভার বিকল হওয়ায় বোর্ডিং সহ ফ্লাইট অপারেশন বাধাপ্রাপ্ত হয়।

Body:এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দলের বৈঠক ছিল। এয়ার ইন্ডিয়ার সমস্যার জেরে সেই বৈঠকে পৌঁছতে পারেননি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, "আমি, ডেরেক, সান্তা ছেত্রী ও মনীশ গুপ্তর আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার কথা ছিল। তিনটে থেকে বৈঠক ছিল। ১০:২৫ এর ফ্লাইট। প্রথমে ১১টা তার পর ১২টা তার পর বলা হল ১টা কিংবা আরো দেরি হবে। স্বাভাবিকভাবে তিনটেয় পৌঁছনো যাবে না। না যেতে পারলে সোমবারের আগে দেখা করা যেত না। এর পর ইন্ডিগোতে মাত্র তিনটি টিকিট পাওয়া গেল। ডেরেক, সান্তা আর মনীশ গিয়েছে। টিকিট না থাকায় আমি যেতে পারলাম না। কলকাতায় এয়ার ইন্ডিয়ার প্রায় সমস্যা হয়। আমার শুধু নয় অনেকের জরুরি কাজ রয়েছে। প্রচন্ড ত্রুটি। এভাবে চললে ঈশ্বর এদের বাঁচাতে পারবে না"।

Conclusion:এয়ারইন্ডিয়া সূত্রে জানা গেছে আজ সকাল থেকে সার্ভার ফের স্বাভাবিক হয়েছে। যদিও আজ দুপুর পর্যন্ত দেরিতে উড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। এয়ার ইন্ডিয়া জানিয়েছে সার্ভার সমস্যা ধরা পড়ার পর থেকেই টেকনিকাল কর্মীরা এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়। শনিবার সকাল থেকে সার্ভার ফের পুরোদমে কাজ করা শুরু করেছে।

Byte of a lady -thangbiachi sering(sbi manager dinajpur)

Byte of a man- subhendu shekhar ray
(tmc mp )
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.