ETV Bharat / state

ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ , দেগঙ্গায় BDO অফিসে বিক্ষোভ - ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে দেগঙ্গায় বিক্ষোভ

আমফানে ক্ষতিগ্রস্তদের সরকার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল । সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে । তবে ক্ষতিপূরণের টাকা না মেলার অভিযোগ তুলে দেগঙ্গা ব্লকের BDO অফিসে বিক্ষোভ দেখাল ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলা ।

Deganga
দেগঙ্গা
author img

By

Published : Jun 6, 2020, 8:09 AM IST

দেগঙ্গা , 6 জুন : আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষনের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত দেগঙ্গার বেশ কয়েকটি পঞ্চায়েতের বিরুদ্ধে । ত্রাণ ও ক্ষতিপূরণের টাকা না মেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলারা একজোট হয়ে শুক্রবার দুপুরে বিক্ষোভ দেখালেন দেগঙ্গা ব্লক BDO অফিসে । আমফানের দাপটে এরা সকলেই মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন । কোনওরকমে সেখানে দিন গুজরান করছেন তাঁরা । সরকারের ঘোষিত টাকা থেকেও তাঁরা সকলে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ । কোনও ত্রাণও পাননি । তাই , ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে গতকাল মহিলারা জোটবদ্ধ হয়ে বিক্ষোভ দেখান দেগঙ্গা ব্লক BDO অফিসে । পরে , BDO বিষযটি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।


আমফানের তাণ্ডবে দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েত , হাদিপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ও দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত-সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে এখন অথৈ জলে পড়েছেন । মূলত , এই সমস্ত পঞ্চায়েত এলাকার যে সমস্ত বাসিন্দারা আমফানের ক্ষতিপূরণের টাকা পাননি , তাঁদের পরিবারের প্রায় 200 জন পুরুষ ও মহিলা শুক্রবার ক্ষতিপূরণের আবেদনপত্র নিয়ে BDO অফিসের সামনে একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের বিরুদ্ধে ধিক্কার জানানোর পাশাপাশি স্লোগানও দেওয়া হয় । বিক্ষোভকারী অঞ্জলি পাঁড়ুই , আনারসী পাঁড়ুইদের অভিযোগ , "আমরা দিনমজুরের কাজ করি । অভাবের সংসার । এর মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আমাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছে । আমরা স্থানীয় স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলাম । গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন । কিন্তু আমরা কোনও ক্ষতিপূরণ পাইনি । "

তাঁদের আরও অভিযোগ ,"এমনও অনেকে আছেন , যাঁদের ক্ষয়ক্ষতি কিছু হয়নি । অথচ তাঁদের অ্যাকাউন্টে সরকারের ক্ষতিপূরণের টাকা ঢুকে গেছে । অথচ , প্রকৃত যাঁদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁরা না পেয়েছে ক্ষতিপূরণের টাকা , আর না পেয়েছে কোনও ত্রাণ । এটা বৈষম্য ছাড়া আর কিছুই নয় । এর বিরুদ্ধে ও ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি আমরা । "

এই বিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন , "আমার কাছে এবিষয়ে কেউ লিখিত অভিযোগ জানায়নি । বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ BDO অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে বলে জানতে পেরেছি । তাঁরা ডেপুটেশনও জমা দিয়েছেন । তাঁদের অভিযোগ ও ক্ষতিপূরণের বিষয়টি আমরা খতিয়ে দেখছি । আর যদি কেউ এই টাকা বিলি বণ্টনের ক্ষেত্রে স্বজনপোষণ করে থাকেন , তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । "

দেগঙ্গার BDO সুব্রত মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ,"আমাদের কাছে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ হাজার মানুষের আবেদনপত্র জমা পড়েছে । ইতিমধ্যে প্রায় 2500 মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি হাজার করে টাকা দেওয়া সম্পূর্ণ হয়েছে । " তিনি আরও বলেন ,"এদিন যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন , তাঁদের বিষয়টি উপযুক্ত তদন্ত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে । "

প্রসঙ্গত , আমফানে ঘরের কোনও ক্ষতি না হওয়া সত্বেও ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছিল বারাসত 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা আসের আলি মল্লিকের বিরুদ্ধে । এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায় শাসকদলের অভ্যন্তরেই । তৃণমূলের একাংশ বিষয়টির প্রতিবাদ জানিয়ে প্রশাসন ও দলের বিভিন্ন স্তরে অভিযোগও জানায় । আর এবার আমফানের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ উঠল দেগঙ্গার তৃণমূল পরিচালিত বেশ কয়েকটি পঞ্চায়েতের বিরুদ্ধে ।

দেগঙ্গা , 6 জুন : আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষনের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত দেগঙ্গার বেশ কয়েকটি পঞ্চায়েতের বিরুদ্ধে । ত্রাণ ও ক্ষতিপূরণের টাকা না মেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলারা একজোট হয়ে শুক্রবার দুপুরে বিক্ষোভ দেখালেন দেগঙ্গা ব্লক BDO অফিসে । আমফানের দাপটে এরা সকলেই মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে এখন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন । কোনওরকমে সেখানে দিন গুজরান করছেন তাঁরা । সরকারের ঘোষিত টাকা থেকেও তাঁরা সকলে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ । কোনও ত্রাণও পাননি । তাই , ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে গতকাল মহিলারা জোটবদ্ধ হয়ে বিক্ষোভ দেখান দেগঙ্গা ব্লক BDO অফিসে । পরে , BDO বিষযটি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।


আমফানের তাণ্ডবে দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েত , হাদিপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ও দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত-সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে এখন অথৈ জলে পড়েছেন । মূলত , এই সমস্ত পঞ্চায়েত এলাকার যে সমস্ত বাসিন্দারা আমফানের ক্ষতিপূরণের টাকা পাননি , তাঁদের পরিবারের প্রায় 200 জন পুরুষ ও মহিলা শুক্রবার ক্ষতিপূরণের আবেদনপত্র নিয়ে BDO অফিসের সামনে একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের বিরুদ্ধে ধিক্কার জানানোর পাশাপাশি স্লোগানও দেওয়া হয় । বিক্ষোভকারী অঞ্জলি পাঁড়ুই , আনারসী পাঁড়ুইদের অভিযোগ , "আমরা দিনমজুরের কাজ করি । অভাবের সংসার । এর মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আমাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছে । আমরা স্থানীয় স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলাম । গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন । কিন্তু আমরা কোনও ক্ষতিপূরণ পাইনি । "

তাঁদের আরও অভিযোগ ,"এমনও অনেকে আছেন , যাঁদের ক্ষয়ক্ষতি কিছু হয়নি । অথচ তাঁদের অ্যাকাউন্টে সরকারের ক্ষতিপূরণের টাকা ঢুকে গেছে । অথচ , প্রকৃত যাঁদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁরা না পেয়েছে ক্ষতিপূরণের টাকা , আর না পেয়েছে কোনও ত্রাণ । এটা বৈষম্য ছাড়া আর কিছুই নয় । এর বিরুদ্ধে ও ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি আমরা । "

এই বিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন , "আমার কাছে এবিষয়ে কেউ লিখিত অভিযোগ জানায়নি । বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ BDO অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে বলে জানতে পেরেছি । তাঁরা ডেপুটেশনও জমা দিয়েছেন । তাঁদের অভিযোগ ও ক্ষতিপূরণের বিষয়টি আমরা খতিয়ে দেখছি । আর যদি কেউ এই টাকা বিলি বণ্টনের ক্ষেত্রে স্বজনপোষণ করে থাকেন , তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । "

দেগঙ্গার BDO সুব্রত মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ,"আমাদের কাছে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ হাজার মানুষের আবেদনপত্র জমা পড়েছে । ইতিমধ্যে প্রায় 2500 মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি হাজার করে টাকা দেওয়া সম্পূর্ণ হয়েছে । " তিনি আরও বলেন ,"এদিন যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন , তাঁদের বিষয়টি উপযুক্ত তদন্ত করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে । "

প্রসঙ্গত , আমফানে ঘরের কোনও ক্ষতি না হওয়া সত্বেও ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছিল বারাসত 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা আসের আলি মল্লিকের বিরুদ্ধে । এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায় শাসকদলের অভ্যন্তরেই । তৃণমূলের একাংশ বিষয়টির প্রতিবাদ জানিয়ে প্রশাসন ও দলের বিভিন্ন স্তরে অভিযোগও জানায় । আর এবার আমফানের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ উঠল দেগঙ্গার তৃণমূল পরিচালিত বেশ কয়েকটি পঞ্চায়েতের বিরুদ্ধে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.