ETV Bharat / state

Death in Silicosis Disease : সিলিকোসিস রোগে ফের মৃত্যু মিনাখাঁয় - Silicosis Disease patient

সিলিকোসিসে আক্রান্ত হয়ে মিনাখাঁয় মৃত্যু আরও একজনের (Death in Silicosis disease in Minakhan) । মাস তিনেক আগে ওই গ্রামেই সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে নাসিরউদ্দিন মোল্লা মারা যান ৷ 2013 সালের পর থেকে সন্দেশখালির দুটি ব্লক এবং মিনাখাঁ ব্লক মিলিয়ে অন্তত 55 জনের মৃত্যু হয়েছে সিলিকোসিসে ৷

Death in Silicosis Disease
Death in Silicosis Disease
author img

By

Published : Mar 24, 2022, 2:48 PM IST

মিনাখাঁ, 24 মার্চ : সিলিকোসিসে আক্রান্ত হয়ে উত্তর 24 পরগনার মিনাখাঁয় মৃত্যু হল আরও একজন ব্যক্তির । মৃতের নাম রহমান গাজি, বয়স 39 বছর । মঙ্গলবার রাতে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি (Death in Silicosis disease in Minakhan) ।

জানা গিয়েছে, মিনাখাঁর ধুতুরদাহ পঞ্চায়েতের গোয়ালদাহ গ্রামে বাড়ি রহমানের । পরিবারে স্ত্রী ছাড়াও ছোট তিন ছেলেমেয়ে রয়েছে তার । এক মেয়ে তাঁর বিশেষভাবে সক্ষম । পরিবারে স্বচ্ছলতা ফেরাতে 2008 সালে আসানসোলে পাথর ভাঙার কারখানায় কাজে যোগ দেন তিনি । শারীরিক সমস্যা দেখা দেওয়ায় 2012 সালে সেখান থেকে বাড়ি ফিরে আসেন রহমান । শারীরিক সমস্যার চিকিৎসা চললেও ক্রমেই তাঁর অবস্থার অবনতি হচ্ছিল । পরে রোগ নির্ণয় করতে গিয়ে জানা যায় তিনি সিলিকোসিসে আক্রান্ত । শারীরিক অবস্থার অবনতি হলে মাঝেমধ্যেই রহমানকে ভর্তি করতে হত হাসপাতালে । সুস্থ হয়ে আবার বাড়িতেও ফিরে আসতেন তিনি । কিন্তু এবার আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না তাঁর । সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েই হাসপাতালেই মৃত্যু হল রহমান গাজির ৷

আরও পড়ুন : HS Student Suicide: মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

স্থানীয় সূত্রে খবর, মাস তিনেক আগে এই গ্রামেই সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে নাসিরউদ্দিন মোল্লা নামে বছর আঠাশের এক যুবকের মৃত্যু হয়েছিল । 2013 সালের পর থেকে সন্দেশখালির দু‘টি ব্লক এবং মিনাখাঁ ব্লক মিলিয়ে অন্তত 55 জনের মৃত্যু হয়েছে সিলিকোসিসে আক্রান্ত হয়ে । এরমধ্যে শুধু মিনাখাঁ ব্লকেই গত কয়েক বছরে মৃত্যু হয়েছে প্রায় 32 জনের ।

মিনাখাঁ ব্লকের (Minakhan Block) ধুতুরদাহ, গোয়ালদাহ, দেবিতলা ও খড়িবাড়ি এই চারটি গ্রামে এখনও অনেকে সিলিকোসিসে আক্রান্ত বলে খবর প্রশাসন সূত্রে । এই রোগের আক্রান্তদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে এগিয়ে এসেছে বিজ্ঞান মঞ্চ এবং সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটি । অক্সিজেন ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের তরফে ।

আরও পড়ুন : Police Restricts Adhir in Bolpur : বগটুয়ে যেতে অধীরকে বাধা পুলিশের

বিষয়টি নিয়ে মিনাখাঁর বিডিও (Block Development Officer) শেখ কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সিলিকোসিস আক্রান্ত রোগীর পরিবারের পাশে প্রশাসন সবসময় রয়েছে । এই রোগে আক্রান্ত হয়ে কারওর মৃত্যু হলে সাধারণত সেই পরিবার সরকারি সাহায্য পেয়ে থাকে । রহমানের পরিবারও যাতে দ্রুত সরকারি সাহায্য পায়, তার ব্যবস্থা করা হচ্ছে । এছাড়া সরকারি অন‍্যান‍্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে মৃতের পরিবারকে ।"

পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অথৈ জলে পড়েছে মৃতের পরিবার । সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন পরিবারের লোকেরা । পরিবার যাতে দ্রুত সরকারি সহায়তা পায়, তার আশ্বাস মিলেছে স্থানীয় প্রশাসনের তরফে । সেদিকেই এখন তাকিয়ে নিহতের পরিবার ।

মিনাখাঁ, 24 মার্চ : সিলিকোসিসে আক্রান্ত হয়ে উত্তর 24 পরগনার মিনাখাঁয় মৃত্যু হল আরও একজন ব্যক্তির । মৃতের নাম রহমান গাজি, বয়স 39 বছর । মঙ্গলবার রাতে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি (Death in Silicosis disease in Minakhan) ।

জানা গিয়েছে, মিনাখাঁর ধুতুরদাহ পঞ্চায়েতের গোয়ালদাহ গ্রামে বাড়ি রহমানের । পরিবারে স্ত্রী ছাড়াও ছোট তিন ছেলেমেয়ে রয়েছে তার । এক মেয়ে তাঁর বিশেষভাবে সক্ষম । পরিবারে স্বচ্ছলতা ফেরাতে 2008 সালে আসানসোলে পাথর ভাঙার কারখানায় কাজে যোগ দেন তিনি । শারীরিক সমস্যা দেখা দেওয়ায় 2012 সালে সেখান থেকে বাড়ি ফিরে আসেন রহমান । শারীরিক সমস্যার চিকিৎসা চললেও ক্রমেই তাঁর অবস্থার অবনতি হচ্ছিল । পরে রোগ নির্ণয় করতে গিয়ে জানা যায় তিনি সিলিকোসিসে আক্রান্ত । শারীরিক অবস্থার অবনতি হলে মাঝেমধ্যেই রহমানকে ভর্তি করতে হত হাসপাতালে । সুস্থ হয়ে আবার বাড়িতেও ফিরে আসতেন তিনি । কিন্তু এবার আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না তাঁর । সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েই হাসপাতালেই মৃত্যু হল রহমান গাজির ৷

আরও পড়ুন : HS Student Suicide: মায়ের বকুনি, অভিমানে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

স্থানীয় সূত্রে খবর, মাস তিনেক আগে এই গ্রামেই সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে নাসিরউদ্দিন মোল্লা নামে বছর আঠাশের এক যুবকের মৃত্যু হয়েছিল । 2013 সালের পর থেকে সন্দেশখালির দু‘টি ব্লক এবং মিনাখাঁ ব্লক মিলিয়ে অন্তত 55 জনের মৃত্যু হয়েছে সিলিকোসিসে আক্রান্ত হয়ে । এরমধ্যে শুধু মিনাখাঁ ব্লকেই গত কয়েক বছরে মৃত্যু হয়েছে প্রায় 32 জনের ।

মিনাখাঁ ব্লকের (Minakhan Block) ধুতুরদাহ, গোয়ালদাহ, দেবিতলা ও খড়িবাড়ি এই চারটি গ্রামে এখনও অনেকে সিলিকোসিসে আক্রান্ত বলে খবর প্রশাসন সূত্রে । এই রোগের আক্রান্তদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে এগিয়ে এসেছে বিজ্ঞান মঞ্চ এবং সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটি । অক্সিজেন ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের তরফে ।

আরও পড়ুন : Police Restricts Adhir in Bolpur : বগটুয়ে যেতে অধীরকে বাধা পুলিশের

বিষয়টি নিয়ে মিনাখাঁর বিডিও (Block Development Officer) শেখ কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সিলিকোসিস আক্রান্ত রোগীর পরিবারের পাশে প্রশাসন সবসময় রয়েছে । এই রোগে আক্রান্ত হয়ে কারওর মৃত্যু হলে সাধারণত সেই পরিবার সরকারি সাহায্য পেয়ে থাকে । রহমানের পরিবারও যাতে দ্রুত সরকারি সাহায্য পায়, তার ব্যবস্থা করা হচ্ছে । এছাড়া সরকারি অন‍্যান‍্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে মৃতের পরিবারকে ।"

পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে অথৈ জলে পড়েছে মৃতের পরিবার । সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন পরিবারের লোকেরা । পরিবার যাতে দ্রুত সরকারি সহায়তা পায়, তার আশ্বাস মিলেছে স্থানীয় প্রশাসনের তরফে । সেদিকেই এখন তাকিয়ে নিহতের পরিবার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.