ETV Bharat / state

নামগন্ধ নেই NRC-র, আতঙ্কেই মৃত্যু দু'জনের ! - NRC panic

NRC আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । অভিযোগ পরিবারের ৷ উত্তর ২৪ পরগনার শাসনের চক আমিনপুরের ঘটনা ৷ অন্যদিকে বসিরহাটের সোলা দানায় NRC আতঙ্কে কামাল হোসেন মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরিবারের ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Sep 23, 2019, 12:27 PM IST

Updated : Sep 23, 2019, 1:27 PM IST

বারাসত, 23 সেপ্টেম্বর : NRC আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । অভিযোগ পরিবারের ৷ উত্তর ২৪ পরগনার শাসনের চক আমিনপুরের ঘটনা ৷

মৃতের নাম আয়েপ আলি (55) ৷ তাঁর পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই তিনি NRC আতঙ্কে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন ৷ গতকাল BDO অফিস থেকে ফেরার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন ৷ রাতে বারাসত হাসপাতালে ভরতি করা হয় ৷ আজ ভোরে সেখানেই মৃত্যু হয় ৷ পরিবারের দাবি, নাগরিকপঞ্জির বিষয়টি শোনার পর থেকেই ভোটার কার্ড, আধার কার্ডে নিজের নামের বানান সংশোধনের জন্য কয়েকদিন ধরেই ছুটোছুটি করছিলেন ৷ এক‌ইসঙ্গে ১৯৭১ সালের আগের জমির দলিল না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ৷ যার জেরেই মৃত্যু হয়েছে ৷

এ বিষয়ে জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বলেন, "BJP নেতারা NRC নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে ৷ সেই আতঙ্কে অনেকেই মৃত্যুর পথ বেছে নিচ্ছে ৷ এর জন্য সরাসরি BJP-ই দায়ি ৷ তারা NRC নিয়ে যেভাবে প্রচার করে মানুষের মধ্যে ভীতি ছড়াচ্ছে তা কখন‌ই মেনে নেওয়া যায় না ৷ আমরা মানুষকে বলব, প্ররোচনায় পা দিয়ে আতঙ্কিত হবেন না ৷ এরাজ্যে NRC করতে দেওয়া হবে না, সেটা আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী আগেই বলেছেন ৷"

যদিও, অভিযোগ অস্বীকার করে পালটা এর জন্য তৃণমূলকেই দায়ি করেছেন BJP নেতা শংকর দাস ৷ তাঁর কথায়, "তৃণমূল‌ই NRC নিয়ে মানুষের মধ্যে মিথ্যা প্রচার করে আতঙ্কের পরিবেশ তৈরি করছে ৷ দলের তরফে আমরা পরিষ্কার বলেছি, এনিয়ে অযথা আতঙ্কিত হ‌ওয়ার কারণ নেই ৷"

অন্যদিকে বসিরহাটের সোলা দানায় NRC আতঙ্কে কামাল হোসেন মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরিবারের ৷ পরিবারের বক্তব্য, নাগরিকপঞ্জিকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন কামাল ৷ পরিবারের দাবি, সেই আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি ৷

NRC সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি এখনও এ রাজ্যে জারি হয়নি ৷ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যে NRC হবে না ৷ তাই অযথা আতঙ্কিত হতেও বারণ করা হয়েছে ৷ তবুও NRC নিয়ে আতঙ্কের কারণে মৃত্যুর অভিযোগ কেন ? প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞমহল ।

বারাসত, 23 সেপ্টেম্বর : NRC আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । অভিযোগ পরিবারের ৷ উত্তর ২৪ পরগনার শাসনের চক আমিনপুরের ঘটনা ৷

মৃতের নাম আয়েপ আলি (55) ৷ তাঁর পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই তিনি NRC আতঙ্কে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন ৷ গতকাল BDO অফিস থেকে ফেরার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন ৷ রাতে বারাসত হাসপাতালে ভরতি করা হয় ৷ আজ ভোরে সেখানেই মৃত্যু হয় ৷ পরিবারের দাবি, নাগরিকপঞ্জির বিষয়টি শোনার পর থেকেই ভোটার কার্ড, আধার কার্ডে নিজের নামের বানান সংশোধনের জন্য কয়েকদিন ধরেই ছুটোছুটি করছিলেন ৷ এক‌ইসঙ্গে ১৯৭১ সালের আগের জমির দলিল না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ৷ যার জেরেই মৃত্যু হয়েছে ৷

এ বিষয়ে জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বলেন, "BJP নেতারা NRC নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে ৷ সেই আতঙ্কে অনেকেই মৃত্যুর পথ বেছে নিচ্ছে ৷ এর জন্য সরাসরি BJP-ই দায়ি ৷ তারা NRC নিয়ে যেভাবে প্রচার করে মানুষের মধ্যে ভীতি ছড়াচ্ছে তা কখন‌ই মেনে নেওয়া যায় না ৷ আমরা মানুষকে বলব, প্ররোচনায় পা দিয়ে আতঙ্কিত হবেন না ৷ এরাজ্যে NRC করতে দেওয়া হবে না, সেটা আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী আগেই বলেছেন ৷"

যদিও, অভিযোগ অস্বীকার করে পালটা এর জন্য তৃণমূলকেই দায়ি করেছেন BJP নেতা শংকর দাস ৷ তাঁর কথায়, "তৃণমূল‌ই NRC নিয়ে মানুষের মধ্যে মিথ্যা প্রচার করে আতঙ্কের পরিবেশ তৈরি করছে ৷ দলের তরফে আমরা পরিষ্কার বলেছি, এনিয়ে অযথা আতঙ্কিত হ‌ওয়ার কারণ নেই ৷"

অন্যদিকে বসিরহাটের সোলা দানায় NRC আতঙ্কে কামাল হোসেন মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরিবারের ৷ পরিবারের বক্তব্য, নাগরিকপঞ্জিকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন কামাল ৷ পরিবারের দাবি, সেই আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি ৷

NRC সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি এখনও এ রাজ্যে জারি হয়নি ৷ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যে NRC হবে না ৷ তাই অযথা আতঙ্কিত হতেও বারণ করা হয়েছে ৷ তবুও NRC নিয়ে আতঙ্কের কারণে মৃত্যুর অভিযোগ কেন ? প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞমহল ।

Intro:এবার NRC আতঙ্কে শাসনে মৃত্যু হল এক বৃদ্ধের! মৃতের নাম আয়েপ আলি (৫৫)! ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে শাসনের চক আমিনপুরে! পরিবারের দাবি,NRC আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তাঁর!Body:রাজু বিশ্বাস,বারাসত:-এবার NRC আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের! মৃতের নাম আয়েপ আলি(৫৫)! ঘটনাটি উত্তর ২৪ পরগনার শাসনের চক আমিনপুরের!পরিবার সূত্রে জানা গেছে,,NRC আতঙ্কে কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়াদাওয়া করছিলেন না আয়েপ!গতকাল বিডিও অফিস থেকে আসার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি!রাতেই তাকে নিয়ে যাওয়া হয় বারাসত জেলা হাসপাতালে!আজ ভোরে সেখানেই মৃত্যু হয় ওই বৃদ্ধের!আজ দুপুরে চক আমিনপুরের বাড়িতে আয়েপের দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার!শোকের ছায়া নেমে আসে এলাকাতেও!মৃতের পরিবারের দাবি,নাগরিক পঞ্জিকরনের বিষয়টি শোনার পর থেকেই ভোটার কার্ড,ও আধার কার্ডে নিজের নামের বানান সংশোধনের জন্য কয়েকদিন ধরেই তিনি ছুটোছুটি করছিলেন!এক‌ইসঙ্গে ১৯৭১ সালের আগের জমির দলিল না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ওই বৃদ্ধা! সপরিবারে দেশ ছাড়ার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল তাকে!তার জেরেই মৃত্যু হয়েছে আয়েপের!এবিষয়ে জেলা পরিষদের বনভূমি কর্মাধ‍্যক্ষ এ কে এম ফারহাদ ও স্থানীয় তৃনমূল নেতা বলেন,"বিজেপি নেতারা NRC নিয়ে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে!সেই আতঙ্কে অনেকেই মৃত্যুর পথ বেছে নিচ্ছেন! এরজন্য সরাসরি বিজেপি দল‌ই দায়ী!তাঁরা NRC নিয়ে যেভাবে প্রচার করে মানুষের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করছে,তা কখন‌ই মেনে নেওয়া যায়না!আমরা মানুষকে বলব,ওদের প্ররোচনায় পা দিয়ে আতঙ্কিত হবেন না!এরাজ্যে NRC করতে দেওয়া হবেনা,সেটা আমাদের নেত্রী ও মুখ্যমন্ত্রী আগেই বলেছে"! যদিও, অভিযোগ অস্বীকার করে পাল্টা এরজন্য তৃনমূলকেই দায়ী করেছেন বিজেপির জেলা নেতা শঙ্কর দাস! তাঁর কথায়,"তৃনমূল‌ই NRC নিয়ে মানুষের মধ্যে মিথ্যা প্রচার করে আতঙ্কের পরিবেশ তৈরি করছে!দলের তরফে আমরা পরিষ্কার বলেছি, এনিয়ে অযথা আতঙ্কিত হ‌ওয়ার কারন নেই"!অন‍্যদিকে,বসিরহাটের সোলা দানায় NRC আতঙ্কে কামাল হোসেন মন্ডল(৩৫) নামে এক যুবক আত্মঘাতী হয়েছেন!আজ সকালে বাড়ির পাশের একটি আমবাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ!পরিবারের দাবি, নাগরিক পঞ্জিকরনের জন‍্য প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন কামাল!সেই আতঙ্কেই আত্মঘাতী হয়েছে সে! Conclusion:অন‍্যদিকে,NRC আতঙ্কে বসিরহাটের সোলা দানায় কামাল হোসেন মন্ডল (৩৫) নামে এক যুবক আত্মঘাতী হয়েছেন!পেশায় ইটভাটার শ্রমিক কামাল কয়েকদিন ধরেই নাগরিক পঞ্জিকরনের প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করার চেষ্টা করছিলেন! কিন্তু,সেই কাগজপত্র জোগাড় না হ‌ওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি!তার জেরেই সে আত্মঘাতী হয়েছে বলে পরিবারের দাবি!গত দু-দিনে NRC আতঙ্কে শুধু উত্তর ২৪ পরগনা জেলাতেই ৪ জনের মৃত্যু হল!
Last Updated : Sep 23, 2019, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.