খড়দা, 1 অক্টোবর: স্ত্রীকে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী স্বামী। চাঞ্চল্য খড়দার পাতুলিয়ার রহড়া থানার অন্তর্গত বটতলা এলাকায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে দম্পতির দেহ উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷
রবিবার সকালে তাঁদের মেয়েরা (একজনের বয়স 8, অন্যের বয়স 3) মামার বাড়িতে থেকে এসে দেখে ঘরের দরজা বন্ধ রয়েছে ৷ ঘরে ঢোকার পর মেয়েরা দেখে বাবা গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। মায়ের গলা কাটা। মেয়েরা চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন ৷ খবর দেওয়া হয় ব়হড়া থানায়। পুলিশ এসে দু'টি মৃতদেহ উদ্ধার করে। মৃত দম্পতির নাম পাপ্পু সাউ (35) ও পূজা সাউ (26)। পাপ্পু পেশায় টোটোচালক ৷ স্থানীয়দের দাবি, প্রথমে স্ত্রী পূজার গলার নলি কেটে খুন করে তারপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী পাপ্পু সাউ।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, দম্পতির মধ্যে পারিবারিক বিবাদ লেগেই থাকত। নানা খুটিনাটি বিষয় নিয়ে নিত্যদিন গোলমাল চলত। এই বিবাদের জেরেই এমন ঘটনা ঘটেছে বলেই মনে করছেন তাঁরা। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী এমন সন্দেহ খতিয়ে দেখছে পুলিশ। ফরেন্সিক বিভাগ ঘটনাস্থল পরীক্ষা করবে। ঘটনাস্থলের পাশে থাকা এক জমি থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার হয়েছে। ঘর থেকে 3টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
এ নিয়ে পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য বলেন, "দরজা বাইরে থেকে ভেজানো ছিল অন্য কোনও কারণও থাকতে পারে। আগে বেঙ্গালুরুতে থাকত পাপ্পু, সেখানে কাজের জন্য গিয়েছিল ৷ কোনও কারণে কাজ চলে যাওয়ায় এখানে এসে টোটো চালাতে শুরু করে। মাঝেমধ্যে সাংসারিক অশান্তি হত, কিন্তু তার কারণে এমন ঘটনা ঘটল কি না, তা সঠিক জানা যায়নি। ওদের দু'টি সন্তান রয়েছে।" এই বিষয়ে মৃত পাপ্পুর জামাইবাবু সঞ্জয় সাউ বলেন, "কী হয়েছে, না হয়েছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। পুলিশ তদন্ত করুক সেটাই আমরা চাই ।"
এই ঘটনার রহস্যভেদ করতে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং ফরেনসিক মাধ্যমকেই হাতিয়ার করতে চাইছে তদন্তকারী অফিসাররা। তার ইঙ্গিতও মিলেছে ব্যারাকপুর কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল আশিস মৌর্যের কথাতে। তিনি বলেন, "ঘটনাস্থল থেকে কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সমস্ত দিকই আমরা খতিয়ে দেখছি। আশা করছি দ্রুত এর সত্যতা সামনে আসবে।"
আরও পড়ুন: দরজার বাইরে রক্ত দেখে পুলিশে খবর স্থানীয়দের, কৈখালিতে ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার নগ্ন দেহ