ETV Bharat / state

Manipur Landslide: গোপালনগরের বাড়িতে ফিরল মণিপুর ধসে নিহত জওয়ানের নিথর দেহ - মনিপুরের ধসে মৃত জওয়ান

রবিবার উত্তর 24 পরগনার গোপালনগর ব্যারাকপুরের বাড়িতে এল মনিপুরের ধসে মৃত জওয়ান সন্তু বন্দ্যোপাধ্যায়ের দেহ ৷ শোকস্তব্ধ গোটা ব্যারাকপুর এলাকা (Deadbody of barrackpore army in Manipur landslide returns to Gopalnagar) । ছ’মাস আগে মণিপুরের টুপুলে পোষ্টিং হয়েছিল তাঁর ৷

Manipur Landslide
জুলাইয়ে ঘরে ফিরল সন্তুর নিথর দেহ
author img

By

Published : Jul 3, 2022, 10:55 PM IST

ব্যারাকপুর, 3 জুলাই: তিন মাস আগেই ছুটিতে বাড়ি এসেছিলেন ঘরের ছেলে ৷ তখনই সন্তু কথা দিয়েছিলেন জুলাইয়ে বাড়ি ফিরবেন ৷ রবিবার 3 জুলাই উত্তর 24 পরগনার গোপালনগর ব্যারাকপুরের বাড়িতে ফিরলেন সন্তু বন্দ্যোপাধ্যায়, তবে কফিনবন্দি হয়ে (Deadbody of barrackpore army in Manipur landslide returns to Gopalnagar) ৷ শোকস্তব্ধ বন্দ্যোপাধ্যায় পরিবার ৷ সন্তানশোকে কান্না থামছে না বাবা-মায়ের ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন দেহ পৌঁছতে ব্যারাকপুরের বাড়িতে নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানায় গ্রামবাসী ও পরিবারের লেকজন । এরপরেই গোপালনগর টালিখোলাতে গোপালনগর থানার পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় । সবশেষে বনগাঁ মহাশ্মশানে গান স্যেলুটের মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় আর্মিদের পক্ষ থেকে। সেখানেই তাঁর শেষ শেষকৃত্য সম্পন্ন হবে ।

পরিবার সূত্রে খবর, ছোট থেকে সন্তুর দেশ সেবা করার আগ্রহ ছিল । নিজেকে সেই ভাবে গড়ে তুলেছিলেন তিনি । দেশ সেবা করতে 15 বছর আগে টেরিটোরিয়াল আর্মিতে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন সন্তু । ছ’মাস আগে মণিপুরের টুপুলে পোষ্টিং হয় তাঁর । সেখানে কর্মরত অবস্থায় ধসের মুখে পড়ে 107 নাম্বার ব্যাটালিয়ন । বাকি জওয়ানদের সঙ্গে ধসের কবলে পরেন সন্তুও (Manipur Landslide)।

জুলাইয়ে ঘরে ফিরল সন্তুর নিথর দেহ

আরও পড়ুন: মণিপুরের ধসে মৃত বসিরহাটের জওয়ান, দেহ ফিরবে রবিবার

স্ত্রী জয়া বন্দ্যোপাধ্যায় বলেন, "বুধবার রাতে শেষ বার সন্তুর সঙ্গে ফোনে কথা হয়েছিল । তার পরেই তাঁরা খবর পান সন্তু ধসের কবলে পরেছে । শুক্রবার সকালে জওয়ানের মৃত্যুর খবর পেয়েছিলেন তাঁরা ৷’’ ছেলকে হারিয়ে সন্তুর বাবা গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, "ছেলের দেশ সেবার করার ইচ্ছা ছিল । ছেলে যেদিন আর্মিতে যোগদান করেছে সেদিন থেকেই দেশের হয়ে গিয়েছে । দেশ মাতার সন্তান সন্তু ৷"

ব্যারাকপুর, 3 জুলাই: তিন মাস আগেই ছুটিতে বাড়ি এসেছিলেন ঘরের ছেলে ৷ তখনই সন্তু কথা দিয়েছিলেন জুলাইয়ে বাড়ি ফিরবেন ৷ রবিবার 3 জুলাই উত্তর 24 পরগনার গোপালনগর ব্যারাকপুরের বাড়িতে ফিরলেন সন্তু বন্দ্যোপাধ্যায়, তবে কফিনবন্দি হয়ে (Deadbody of barrackpore army in Manipur landslide returns to Gopalnagar) ৷ শোকস্তব্ধ বন্দ্যোপাধ্যায় পরিবার ৷ সন্তানশোকে কান্না থামছে না বাবা-মায়ের ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন দেহ পৌঁছতে ব্যারাকপুরের বাড়িতে নিহত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানায় গ্রামবাসী ও পরিবারের লেকজন । এরপরেই গোপালনগর টালিখোলাতে গোপালনগর থানার পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় । সবশেষে বনগাঁ মহাশ্মশানে গান স্যেলুটের মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় আর্মিদের পক্ষ থেকে। সেখানেই তাঁর শেষ শেষকৃত্য সম্পন্ন হবে ।

পরিবার সূত্রে খবর, ছোট থেকে সন্তুর দেশ সেবা করার আগ্রহ ছিল । নিজেকে সেই ভাবে গড়ে তুলেছিলেন তিনি । দেশ সেবা করতে 15 বছর আগে টেরিটোরিয়াল আর্মিতে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন সন্তু । ছ’মাস আগে মণিপুরের টুপুলে পোষ্টিং হয় তাঁর । সেখানে কর্মরত অবস্থায় ধসের মুখে পড়ে 107 নাম্বার ব্যাটালিয়ন । বাকি জওয়ানদের সঙ্গে ধসের কবলে পরেন সন্তুও (Manipur Landslide)।

জুলাইয়ে ঘরে ফিরল সন্তুর নিথর দেহ

আরও পড়ুন: মণিপুরের ধসে মৃত বসিরহাটের জওয়ান, দেহ ফিরবে রবিবার

স্ত্রী জয়া বন্দ্যোপাধ্যায় বলেন, "বুধবার রাতে শেষ বার সন্তুর সঙ্গে ফোনে কথা হয়েছিল । তার পরেই তাঁরা খবর পান সন্তু ধসের কবলে পরেছে । শুক্রবার সকালে জওয়ানের মৃত্যুর খবর পেয়েছিলেন তাঁরা ৷’’ ছেলকে হারিয়ে সন্তুর বাবা গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন, "ছেলের দেশ সেবার করার ইচ্ছা ছিল । ছেলে যেদিন আর্মিতে যোগদান করেছে সেদিন থেকেই দেশের হয়ে গিয়েছে । দেশ মাতার সন্তান সন্তু ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.