বসিরহাট, 8 অক্টোবর: বিবাহ বহির্ভূত সম্পর্কে পথের কাঁটা স্বামী ৷ তাই বাপের বাড়িতে ডেকে স্বামীকে খুন করল স্ত্রী ৷ হরিদেবপুরে (Haridevpur) যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যের মধ্যেই বসিরহাটে শ্বশুরবাড়ি থেকে রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা (Dead body of a mason recovered) ৷ মৃতের নাম পবিত্র সরকার। অভিযোগ, স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সদস্যরাই তাঁকে খুন করে ঝুলিয়ে দেয় সিলিংয়ে। খুনের পর তারা দেহ লোপাটের চেষ্টা করতে গিয়েই স্থানীয় বাসিন্দাদের নজরে চলে আসে তারা ৷ মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট এলেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে তারা ৷
জানা গিয়েছে, বছর পঁচিশের পবিত্র সরকারের বাড়ি মাটিয়া থানার সাদিকনগর গ্রামে। পেশায় রাজমিস্ত্রি পবিত্র কাজের সুবিধার জন্য 5-6 মাস ধরে স্ত্রী কাজল এবং তিন বছরের পুত্র সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকা শুরু করেন ৷ শ্বশুরবাড়ি বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের ভ্যাবলা দাস পাড়ায়। অভিযোগ, বিজয়া দশমী উপলক্ষ্যে শুক্রবার রাতে কয়েকজন বন্ধুকে সেখানে নিমন্ত্রণ করেছিলেন পবিত্রর স্ত্রী কাজল। সেখানে মদ্যপানের আসর বসেছিল বলেও খবর ৷ মদ্যপান করে সেই আসরে বন্ধুদের সঙ্গে উদ্যাম নাচানাচি করেন কাজল। সঙ্গ দিয়েছিলেন পবিত্রও।
খাওয়া-দাওয়ার আয়োজন শেষ হওয়ার পর গভীর রাতে স্থানীয় কয়েকজন খেয়াল করেন, কাজল এবং তার পরিবারের সদস্যরা প্লাস্টিকে কিছু মুড়ে তা সরিয়ে ফেলার চেষ্টা করছে ৷ জোরাল সন্দেহ হয় তাদের ৷ স্থানীয়রা এসে প্লাস্টিক খুলতেই সব পরিষ্কার হয়ে যায় । খবর দেওয়া হয় পুলিশে। বসিরহাট থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে, পরে তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃতের স্ত্রী কাজল ও তার পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, পবিত্র গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু পবিত্র যদি আত্মহত্যাই করে, তাহলে তাঁর দেহ কেন প্লাস্টিকে মুড়ে ফেলা হচ্ছিল?দ্বিতীয়ত, কী এমন ঘটল যে পবিত্রকে আত্মহত্যার পথ বেছে নিতে হল? এমনই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা।
আরও পড়ুন: 'আমি সন্তান-সম্ভবা', অয়নের নিখোঁজ হওয়ার দিন তাঁর মা'কে জানায় বান্ধবী
আর আসল ঘটনার হদিশ পেতে মৃতের স্ত্রী, শ্বশুর-সহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বসিরহাট থানার পুলিশ ৷ এদিকে মৃত পবিত্রর পরিবারের দাবি, "কাজল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পথের কাঁটা সরাতেই পবিত্রকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।" মৃতের পরিবারের দাবিও খতিয়ে দেখছে তদন্তকারী অফিসারেরা।