ETV Bharat / state

চারদিন ধরে ছেলের মৃতদেহ আঁকড়ে পক্ষাঘাতগ্রস্ত মহিলা - baranagar

বরানগরে ছেলের চারদিনের মৃতদেহ আঁকড়ে পড়ে রইলেন পক্ষাঘাতগ্রস্ত মহিলা । আজ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । মৃতের নাম পার্থ ঘোষ(46) ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 26, 2019, 10:10 AM IST

Updated : Apr 26, 2019, 10:30 AM IST

বরানগর, 26 এপ্রিল : রবীনসন স্ট্রিটের ছায়া এবার বরানগরে । ছেলের চারদিনের মৃতদেহ আঁকড়ে পড়ে রইলেন পক্ষাঘাতগ্রস্ত মা । আজ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । মৃতের নাম পার্থ ঘোষ(46) । মা গৌরী ঘোষকে (71) হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাটি বরানগরের 33/এ শশীভূষণ গার্ডেন লেনের ।

আজ সকালে দুর্গন্ধ পেয়ে ওই বাড়িতে যান স্থানীয়রা । কারোর সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয় । পরে পুলিশ এসে দরজা ভেঙে দেখে ছেলের মৃতদেহ আঁকড়ে বসে রয়েছেন মা । পার্থর পচাগলা দেহ উদ্ধার করে । গৌরী জানান, ছেলের চারদিন আগে মৃত্যু হয়েছে ।

পুলিশ পক্ষাঘাতগ্রস্ত গৌরি ঘোষকে বরানগর স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

বরানগর, 26 এপ্রিল : রবীনসন স্ট্রিটের ছায়া এবার বরানগরে । ছেলের চারদিনের মৃতদেহ আঁকড়ে পড়ে রইলেন পক্ষাঘাতগ্রস্ত মা । আজ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । মৃতের নাম পার্থ ঘোষ(46) । মা গৌরী ঘোষকে (71) হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাটি বরানগরের 33/এ শশীভূষণ গার্ডেন লেনের ।

আজ সকালে দুর্গন্ধ পেয়ে ওই বাড়িতে যান স্থানীয়রা । কারোর সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয় । পরে পুলিশ এসে দরজা ভেঙে দেখে ছেলের মৃতদেহ আঁকড়ে বসে রয়েছেন মা । পার্থর পচাগলা দেহ উদ্ধার করে । গৌরী জানান, ছেলের চারদিন আগে মৃত্যু হয়েছে ।

পুলিশ পক্ষাঘাতগ্রস্ত গৌরি ঘোষকে বরানগর স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

sample description
Last Updated : Apr 26, 2019, 10:30 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.