ব্যারাকপুর, 27 জুন : অটোর রুট পারমিট করিয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন । বিক্ষোভের মুখে পড়ে স্বীকার করলেন ব্যারাকপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল পরিচালিত কাউগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতনম্বর পার্টের সদস্য বুলা শিকদার । বললেন, "হ্যাঁ 20 হাজার টাকা নিয়েছিলাম । তবে নিজের জন্য নয় । কাউগাছি দু'নম্বর পঞ্চায়েতের উপপ্রধান চঞ্চল টাকা নিয়েছে । সেই অটোর রুট পারমিট করে দেওয়ার নামে টাকা চেয়েছিল ।"
কয়েকদিন ধরেই কাটমানি ইশুতে উত্তাল রাজ্য রাজনীতি । কাটমানি খাওয়ার অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়েছেন একাধিক তৃণমূল নেতা-কর্মী । সেই আঁচ আজ লাগে ব্যারাকপুরে । আজ সকালে কাউগাছি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতনম্বর পার্টের সদস্য বুলা শিকদারের বাড়ির বাইরে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী সমর্থকরা । তাঁদের অভিযোগ, বুলা শিকদার ইন্দিরা আবাস যোজনা থেকে শুরু করে অটো, টোটোর রুট পারমিট করিয়ে দেওয়ার নামে অনেকের কাছেই টাকা নিয়েছেন । কয়েকজনের কাজ করলেও বেশিরভাগ জনের টাকাই আত্মসাৎ করেছেন ।
এলাকার বাসিন্দা শম্পা চ্যাটার্জির যেমন অভিযোগ, তাঁদের কাছ থেকে 20 হাজার টাকা নিয়েছেন বুলা । বলেছিলেন, টাকা দিলে তবেই অটোর রুট পারমিট করিয়ে দেবেন । সেইমতো টাকা দেন তাঁরা । কিন্তু, রুট পারমিট করিয়ে দেননি । আবার টাকা দিতেও অস্বীকার করেন বুলা । শম্পাদাবীর কথায়, "অনেকবার অনুরোধ করে সাতহাজার টাকা ফেরত দিয়েছেন বুলা । বাকি 13000 টাকা দেননি । বারবার চেয়েও পাওয়া যায়নি ।"
এবিষয়ে অভিযুক্ত বুলা শিকদার বলেন, "টাকা আমি নিয়েছিলাম । তবে তা কাউগাছি দু'নম্বর পঞ্চায়েতের উপপ্রধান চঞ্চলকে দেওয়ার জন্য । ও এখন টাকা ফেরত দিচ্ছে না । সেকারণে আমি নিজেই টাকা ফেরত দিচ্ছি । কিছু টাকা ফেরত দিয়েছি । বাকিও মিটিয়ে দেব ।"