ETV Bharat / state

ঘোজাডাঙা সীমান্তে আটক গমভরতি 175টি ট্রাক - সীমান্তে গম পাচার

গমের বস্তার গায়ে ফুড কর্পোরেশন হরিয়ানা লেখা ছিল বলে জানা গিয়েছে । লেখাগুলি আসল না নকল তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে ।

Customs department
Customs department
author img

By

Published : Oct 30, 2020, 9:49 PM IST

বসিরহাট, 30 অক্টোবর : গম পাচারের চেষ্টা রুখে দিল শুল্ক দপ্তর । বাংলাদেশে পাঠানোর আগে উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে গমভরতি 175টি ট্রাক আটক করা হয় । আটক হওয়া ওই গমের পরিমাণ 5000 টন ।

ওই গমের বস্তার গায়ে ফুড কর্পোরেশন হরিয়ানা লেখা ছিল বলে জানা গিয়েছে । লেখাগুলি আসল না নকল তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে । জানা গিয়েছে, ওই গম ব্যবসায়ীদের বাড়ি কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, হাবরা ও বারাসতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া গমের মালিক 14 জন ব্যবসায়ীকে সীমান্তে ডেকে পাঠানো হয়েছে । শুল্ক দপ্তর তাদের গম রপ্তানির বৈধ কাগজপত্র দেখতে চায় ।

জানা গিয়েছে, 20 অক্টোবর গমবোঝাই ওই ট্রাকগুলি ঘোজাডাঙা সীমান্তে এসে দাঁড়ায় । সেগুলি বাংলাদেশে যাওয়ার কথা ছিল । ট্রাকচালকদের কাছে প্যাকেট তৈরির তারিখের বৈধ কাগজপত্র ছিল না । 24 অক্টোবর শুল্ক দপ্তরের আধিকারিকরা বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । শুক্রবার ট্রাকগুলি বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে । তখনই শুল্ক দপ্তরের আধিকারিকরা সেই ট্রাকগুলি আটক করেন । খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ গমভরতি ওই গাড়িগুলোকে হেপাজতে নেয় ।

বসিরহাট, 30 অক্টোবর : গম পাচারের চেষ্টা রুখে দিল শুল্ক দপ্তর । বাংলাদেশে পাঠানোর আগে উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে গমভরতি 175টি ট্রাক আটক করা হয় । আটক হওয়া ওই গমের পরিমাণ 5000 টন ।

ওই গমের বস্তার গায়ে ফুড কর্পোরেশন হরিয়ানা লেখা ছিল বলে জানা গিয়েছে । লেখাগুলি আসল না নকল তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে । জানা গিয়েছে, ওই গম ব্যবসায়ীদের বাড়ি কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, হাবরা ও বারাসতে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া গমের মালিক 14 জন ব্যবসায়ীকে সীমান্তে ডেকে পাঠানো হয়েছে । শুল্ক দপ্তর তাদের গম রপ্তানির বৈধ কাগজপত্র দেখতে চায় ।

জানা গিয়েছে, 20 অক্টোবর গমবোঝাই ওই ট্রাকগুলি ঘোজাডাঙা সীমান্তে এসে দাঁড়ায় । সেগুলি বাংলাদেশে যাওয়ার কথা ছিল । ট্রাকচালকদের কাছে প্যাকেট তৈরির তারিখের বৈধ কাগজপত্র ছিল না । 24 অক্টোবর শুল্ক দপ্তরের আধিকারিকরা বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । শুক্রবার ট্রাকগুলি বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে । তখনই শুল্ক দপ্তরের আধিকারিকরা সেই ট্রাকগুলি আটক করেন । খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ গমভরতি ওই গাড়িগুলোকে হেপাজতে নেয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.