ETV Bharat / state

সামাজিক দূরত্ব বজায় রাখায় ভিন্ন চিত্র পাশাপাশি দুই ব্যাঙ্কে - ব্যাঙ্কে নেই কোনও সামাজিক দূরত্ব

পাশাপাশি দুই ব্যাঙ্কে দুইরকম ছবি ৷ একটির সামনে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা ৷ অন্য ব্যাঙ্কে সামাজিক দূরত্বের কোনও চিহ্নই নেই ৷

ব্যাঙ্কের সামনে নেই সামাজিক দূরত্ব
ব্যাঙ্কের সামনে নেই সামাজিক দূরত্ব
author img

By

Published : Apr 6, 2020, 4:13 PM IST

বারাসত, 6 এপ্রিল : দুই ব্যাঙ্কের মধ্য দূরত্ব মাত্র কয়েক হাত ৷ এক ব্যাঙ্কে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে টাকা তুলছেন গ্রাহকরা ৷ তবে, পাশের ব্যাঙ্কে সামাজিক দূরত্বের কোনও বালাই নেই ৷ পাশাপাশি দাঁড়িয়ে চলেছে টাকা তোলার হিড়িক ৷ এখনও অনেকের মধ্যে সচেতনতা নেই দেখে প্রশ্ন তুলছেন অনেকেই ৷ তবে, সামাজিক দূরত্ব না মানার দায় গ্রাহকদের উপরই চাপাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

একটি ব্যাঙ্কের সামনে নেই সামাজিক দূরত্বের কোনও চিহ্ন
একটি ব্যাঙ্কের সামনে নেই সামাজিক দূরত্বের কোনও চিহ্ন

বারাসত কলোনি মোড় সংলগ্ন ফ্লাইওভারের ঠিক পাশে একটি ব্যাঙ্কের সামনে সকাল থেকেই টাকা তোলার জন্য ভিড় জমতে থাকে ৷ গ্রাহকদের একদম গায়ে গায়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ৷ কিন্তু, ওই ব্যাঙ্কের উলটো দিকে কয়েক হাত দূরে রয়েছে আরও একটি ব্যাঙ্ক ৷ সেখানে দেখা গেল একেবারে উলটো ছবি ৷ ওই ব্যাঙ্কে টাকা তুলতে আসা গ্রাহকরা সামাজিক দূরত্ব বজায় রাখলেন ৷

আর একটি ব্যাঙ্কে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা
আর একটি ব্যাঙ্কে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা

বারবার সামাজিক দূরত্ব মানার আবেদন জানানো হলেও অনেকেই শুনছেন না সে কথা ৷ কেন মানুষ সচেতন বা সতর্ক হচ্ছে না ? টাকা তুলতে আসা এক মহিলা গ্রাহক বললেন, "সবাইকেই সামাজিক দূরত্ব বজায় রেখে টাকা তোলার কথা বলা হচ্ছে ৷ যে যতটা পারছে সামাজিক দূরত্ব রাখার চেষ্টা করছে ৷ এবার যদি মানুষ নিজে না মানে, তাহলে আর কী করা যাবে ৷"

বারাসত, 6 এপ্রিল : দুই ব্যাঙ্কের মধ্য দূরত্ব মাত্র কয়েক হাত ৷ এক ব্যাঙ্কে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে টাকা তুলছেন গ্রাহকরা ৷ তবে, পাশের ব্যাঙ্কে সামাজিক দূরত্বের কোনও বালাই নেই ৷ পাশাপাশি দাঁড়িয়ে চলেছে টাকা তোলার হিড়িক ৷ এখনও অনেকের মধ্যে সচেতনতা নেই দেখে প্রশ্ন তুলছেন অনেকেই ৷ তবে, সামাজিক দূরত্ব না মানার দায় গ্রাহকদের উপরই চাপাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

একটি ব্যাঙ্কের সামনে নেই সামাজিক দূরত্বের কোনও চিহ্ন
একটি ব্যাঙ্কের সামনে নেই সামাজিক দূরত্বের কোনও চিহ্ন

বারাসত কলোনি মোড় সংলগ্ন ফ্লাইওভারের ঠিক পাশে একটি ব্যাঙ্কের সামনে সকাল থেকেই টাকা তোলার জন্য ভিড় জমতে থাকে ৷ গ্রাহকদের একদম গায়ে গায়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ৷ কিন্তু, ওই ব্যাঙ্কের উলটো দিকে কয়েক হাত দূরে রয়েছে আরও একটি ব্যাঙ্ক ৷ সেখানে দেখা গেল একেবারে উলটো ছবি ৷ ওই ব্যাঙ্কে টাকা তুলতে আসা গ্রাহকরা সামাজিক দূরত্ব বজায় রাখলেন ৷

আর একটি ব্যাঙ্কে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা
আর একটি ব্যাঙ্কে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা

বারবার সামাজিক দূরত্ব মানার আবেদন জানানো হলেও অনেকেই শুনছেন না সে কথা ৷ কেন মানুষ সচেতন বা সতর্ক হচ্ছে না ? টাকা তুলতে আসা এক মহিলা গ্রাহক বললেন, "সবাইকেই সামাজিক দূরত্ব বজায় রেখে টাকা তোলার কথা বলা হচ্ছে ৷ যে যতটা পারছে সামাজিক দূরত্ব রাখার চেষ্টা করছে ৷ এবার যদি মানুষ নিজে না মানে, তাহলে আর কী করা যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.