জগদ্দল, ৭ এপ্রিল: ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত সিবিআই-এর হুলিয়া জারি করা মূল অভিযুক্ত গুড্ডু যাদবকে আগ্নেয়াস্ত্র-সহ আজ গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ (Criminal Arrest At Jagatdal) ৷ ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের হুলিয়া জারি করা মূল অভিযুক্ত গুড্ডু যাদবকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়।
ধৃত গুড্ডু যাদব ও তার দলবল আকাশ যাদবকে খুন করে বলে অভিযোগ ওঠে । ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয় তাকে । আদালত আজ তার ৪ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে ।
আরও পড়ুন: দেগঙ্গায় নাবালক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগে আটক প্রধান শিক্ষক
আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ ভাটপাড়া ষ্টেট জেনারেল হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করা হয় তাকে । আকাশ যাদব খুনের তদন্ত সিবিআই হাতে নেয় ১৮ অগস্ট । বেশ কয়েকবার তল্লাশি চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছিল সিবিআইয়ের গোয়েন্দারা । গুড্ডু যাদবকে না পেয়ে অবশেষ হুলিয়া জারি করে এবং ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন সিবিআই-এর আধিকারিকরা। তখন তাকে ধরতে পারেনি সিবিআই ৷ তার নামে হুলিয়া জারি করা হয় ।