ETV Bharat / state

CPIM-TMC Clash: সুজনের সভা ঘিরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মধ্যমগ্রাম - পঞ্চায়েত ভোট

সুজন চক্রবর্তীর সভার আগেই সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মধ্যমগ্রামের কলুপাড়া (CPIM-TMC Clash at Madhaymgram) । সভাস্থলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সিপিএমের ।নতুন করে মঞ্চ বেঁধে সভা করলেন সুজন চক্রবর্তী ।

CPIM-TMC Clash
CPIM-TMC Clash
author img

By

Published : Feb 10, 2023, 6:47 PM IST

Updated : Feb 10, 2023, 8:26 PM IST

সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মধ্যমগ্রাম

মধ্যমগ্রাম (উত্তর 24 পরগনা), 10 ফেব্রুয়ারি: সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) সভার আগেই সিপিএম-তৃণমূল সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার কেমিয়া-খামারপাড়া পঞ্চায়েতের কলুপাড়া এলাকা । সিপিএম (CPIM) কর্মীদের মারধর, মঞ্চ ও সভার মাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী দলীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়াও হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সিপিএমের তরফ থেকে ৷ অভিযোগ, কয়েকটি বাইকেও রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে । ঘটনায় সিপিএমের 6 থেকে 7 জন কর্মী গুরুতর জখম হয়েছেন । তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগে এই রাজনৈতিক সংঘর্ষে কার্যত সরগরম হয়ে উঠেছে বারাসত 2 নম্বর ব্লকের কলুপাড়া এলাকা । যদিও, হামলার অভিযোগ উড়িয়ে পালটা সিপিএমের বিরুদ্ধেই এলাকায় গন্ডগোল পাকানোর অভিযোগ এনেছে তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব । তবে, অশান্তির পরও সভা করতে মরিয়া সিপিএম নেতৃত্ব । নতুন করে মঞ্চ বেঁধে যথাস্থানে এদিন বিকেলে সভা হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ।

CPIM-TMC Clash
উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে ভাঙচুর

দীর্ঘ 12 বছর পর 13 জানুয়ারি শাসনের খড়িবাড়ি এলাকায় রাজনৈতিক মিছিল করে সিপিএমের জেলা নেতৃত্ব । সেই মিছিলে হাজির ছিলেন দলের রাজ‍্য সম্পাদক মহম্মদ সেলিমও (Md Salim) । সামনে পঞ্চায়েত নির্বাচন । তার আগে বারাসত 2 নম্বর ব্লকে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে শুক্রবার দুপুরে জনসভার আয়োজন করে সিপিএম । মধ্যমগ্রামের কেমিয়া-খামারপাড়া পঞ্চায়েতের কলুপাড়ায় ছিল এদিনের এই জনসভা । জনসভার আগে কলুপাড়ার রাস্তার দু'ধারে দলীয় পতাকা, মঞ্চ বাঁধার কাজের তদারকি করছিলেন সিপিএমের স্থানীয় নেতা-কর্মীরা ।

অভিযোগ, তখনই লাঠি, রড নিয়ে হামলা চালায় তৃণমূলের বহিরাগত লোকজন । সিপিএম কর্মীদের মারধরের পাশাপাশি সভাস্থলে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে । পালটা সিপিএমও প্রতিরোধ গড়ে তোলে । তাতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে । সিপিএম নেতৃত্বের অভিযোগ, গন্ডগোলের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হয়েছিল তারা । তারপরও পুলিশের সামনেই শাসকদলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তাদের নেতা-কর্মীদের ওপর । যদিও সেই অভিযোগ মানতে চায়নি তৃণমূল নেতৃত্ব ।

CPIM-TMC Clash
উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে ভাঙচুর

এদিকে, হামলা, মারধরের ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে কলুপাড়া সংলগ্ন বাদু রোড অবরোধ করে বিক্ষোভ দেখান সিপিএমের কর্মীরা । রাস্তার মাঝখানে গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে সরব হন তাঁরা । ঘণ্টা খানেক অবরোধ চলার পর পুলিশ এসে আন্দোলনকারীদের হটিয়ে দেয় সেখান থেকে । এরপর, নতুনভাবে আবারও মঞ্চ বেঁধে কলুপাড়াতেই সভা হয় সিপিএমের । যেখানে বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য-সহ জেলা সিপিএমের প্রথম সারির নেতারা ।

সুজন চক্রবর্তী বলেন, "এত ভয় কিসের ? সিপিএম সভা করবে, তাতেও হামলা চালাতে হবে তৃণমূলকে । শাসনে সিপিএমের মিছিলে জনসমাগম দেখে ভয় পেয়েই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে কলুপাড়ায় । ঘটনার পরও দলীয় কর্মীদের বাহবা দেব । যেভাবে তাঁরা রুখে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদে আন্দোলন করেছেন । ওই জায়গাতেই আবারও সভা হবে আমাদের ৷"

CPIM-TMC Clash
সংঘর্ষে আহত রাজনৈতিক কর্মী

যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করে বারাসত 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শম্ভু ঘোষ বলেন, "সিপিএম সভা করবে ঠিক আছে । তাই বলে গোটা এলাকাজুড়ে লাল ঝাণ্ডায় মুড়ে ফেলতে হবে ! আসলে এসব করে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে সিপিএম নেতৃত্ব । মারধরের অভিযোগ ভিত্তিহীন । উলটে, আমাদের ছেলেদেরই মারধর করা হয়েছে । পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে, সেটাই চাইছি আমরা ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী-বিশ্বভারতীর উপাচার্য তরজা নিয়ে কটাক্ষ সেলিমের

সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মধ্যমগ্রাম

মধ্যমগ্রাম (উত্তর 24 পরগনা), 10 ফেব্রুয়ারি: সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) সভার আগেই সিপিএম-তৃণমূল সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার কেমিয়া-খামারপাড়া পঞ্চায়েতের কলুপাড়া এলাকা । সিপিএম (CPIM) কর্মীদের মারধর, মঞ্চ ও সভার মাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী দলীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়াও হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সিপিএমের তরফ থেকে ৷ অভিযোগ, কয়েকটি বাইকেও রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে । ঘটনায় সিপিএমের 6 থেকে 7 জন কর্মী গুরুতর জখম হয়েছেন । তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

পঞ্চায়েত ভোটের (Panchayat Elections 2023) আগে এই রাজনৈতিক সংঘর্ষে কার্যত সরগরম হয়ে উঠেছে বারাসত 2 নম্বর ব্লকের কলুপাড়া এলাকা । যদিও, হামলার অভিযোগ উড়িয়ে পালটা সিপিএমের বিরুদ্ধেই এলাকায় গন্ডগোল পাকানোর অভিযোগ এনেছে তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব । তবে, অশান্তির পরও সভা করতে মরিয়া সিপিএম নেতৃত্ব । নতুন করে মঞ্চ বেঁধে যথাস্থানে এদিন বিকেলে সভা হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ।

CPIM-TMC Clash
উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে ভাঙচুর

দীর্ঘ 12 বছর পর 13 জানুয়ারি শাসনের খড়িবাড়ি এলাকায় রাজনৈতিক মিছিল করে সিপিএমের জেলা নেতৃত্ব । সেই মিছিলে হাজির ছিলেন দলের রাজ‍্য সম্পাদক মহম্মদ সেলিমও (Md Salim) । সামনে পঞ্চায়েত নির্বাচন । তার আগে বারাসত 2 নম্বর ব্লকে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে শুক্রবার দুপুরে জনসভার আয়োজন করে সিপিএম । মধ্যমগ্রামের কেমিয়া-খামারপাড়া পঞ্চায়েতের কলুপাড়ায় ছিল এদিনের এই জনসভা । জনসভার আগে কলুপাড়ার রাস্তার দু'ধারে দলীয় পতাকা, মঞ্চ বাঁধার কাজের তদারকি করছিলেন সিপিএমের স্থানীয় নেতা-কর্মীরা ।

অভিযোগ, তখনই লাঠি, রড নিয়ে হামলা চালায় তৃণমূলের বহিরাগত লোকজন । সিপিএম কর্মীদের মারধরের পাশাপাশি সভাস্থলে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে । পালটা সিপিএমও প্রতিরোধ গড়ে তোলে । তাতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে । সিপিএম নেতৃত্বের অভিযোগ, গন্ডগোলের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হয়েছিল তারা । তারপরও পুলিশের সামনেই শাসকদলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তাদের নেতা-কর্মীদের ওপর । যদিও সেই অভিযোগ মানতে চায়নি তৃণমূল নেতৃত্ব ।

CPIM-TMC Clash
উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে ভাঙচুর

এদিকে, হামলা, মারধরের ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে কলুপাড়া সংলগ্ন বাদু রোড অবরোধ করে বিক্ষোভ দেখান সিপিএমের কর্মীরা । রাস্তার মাঝখানে গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে সরব হন তাঁরা । ঘণ্টা খানেক অবরোধ চলার পর পুলিশ এসে আন্দোলনকারীদের হটিয়ে দেয় সেখান থেকে । এরপর, নতুনভাবে আবারও মঞ্চ বেঁধে কলুপাড়াতেই সভা হয় সিপিএমের । যেখানে বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য-সহ জেলা সিপিএমের প্রথম সারির নেতারা ।

সুজন চক্রবর্তী বলেন, "এত ভয় কিসের ? সিপিএম সভা করবে, তাতেও হামলা চালাতে হবে তৃণমূলকে । শাসনে সিপিএমের মিছিলে জনসমাগম দেখে ভয় পেয়েই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে কলুপাড়ায় । ঘটনার পরও দলীয় কর্মীদের বাহবা দেব । যেভাবে তাঁরা রুখে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদে আন্দোলন করেছেন । ওই জায়গাতেই আবারও সভা হবে আমাদের ৷"

CPIM-TMC Clash
সংঘর্ষে আহত রাজনৈতিক কর্মী

যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করে বারাসত 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি শম্ভু ঘোষ বলেন, "সিপিএম সভা করবে ঠিক আছে । তাই বলে গোটা এলাকাজুড়ে লাল ঝাণ্ডায় মুড়ে ফেলতে হবে ! আসলে এসব করে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে সিপিএম নেতৃত্ব । মারধরের অভিযোগ ভিত্তিহীন । উলটে, আমাদের ছেলেদেরই মারধর করা হয়েছে । পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে, সেটাই চাইছি আমরা ৷"

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী-বিশ্বভারতীর উপাচার্য তরজা নিয়ে কটাক্ষ সেলিমের

Last Updated : Feb 10, 2023, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.