ETV Bharat / state

রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে CPI(M)-এর - corona

লকডাউনের মাঝে আন্দোলনে নামলেও সামাজিক দূরত্ব বজায় রেখেছিলেন CPI(M) নেতা ও কর্মীরা।

CPI(M)
আন্দোলন
author img

By

Published : May 1, 2020, 1:19 AM IST

বারাসত, 30 এপ্রিল : রেশন নিয়ে রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল CPI(M)। বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখায় তারা । লকডাউনের মধ্যে আন্দোলনে নামলেও সামাজিক দূরত্ব বজায়ের দিকে অবশ্য খেয়াল রেখেছিলেন CPI(M)-এর নেতা ও কর্মীরা। রীতিমতো রাস্তার দু'পাশে সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে লাল ঝান্ডা হাতে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক স্লোগানে মুখর হতে দেখা যায় তাঁদের।

এমনকী কোরোনা ও রেশন নিয়ে বিভিন্ন পোস্টারও ঝোলানো ছিল আন্দোলনকারীদের গলায়।কখনও কোরোনার মোকাবিলায় পরিকাঠামার অভাব,পর্যাপ্ত কিট থাকা সত্ত্বেও পরীক্ষা না হওয়া, মৃত্যু নিয়ে তথ্য গোপনের অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

কয়েকদিন আগে কোরোনা ও রেশন নিয়ে বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডেই পোস্টারে ছয়লাপ করেছিল CPI(M)।যা নিয়ে শোরগোল পড়েছিল বারাসত শহরে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সেই একই ইস্যুতে রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন CPI(M) নেতা ও কর্মীরা।

বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন,"কোরোনা ও রেশন নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।মুখ্যমন্ত্রী নিজে সবকিছু তদারকি করছেন।আর CPI(M) এই বিপদের দিনেও নোংরা রাজনীতি করছে।ওদের বলব,রাস্তায় নেমে রাজনীতি না করে মানুষের পাশে গিয়ে দাঁড়াক।তাতে বরং ওদেরই ভালো হবে"। অন্যদিকে পৌরপ্রধানকে পালটা জবাব দিয়ে CPI(M) নেতা সুদীপ্ত দাস বলেন,"কোরোনা ও রেশন নিয়ে যে অব্যবস্থা চলছে,সেটা রাজ্যের মানুষ ভালোভাবেই দেখতে পাচ্ছে।সবকিছুতেই একটা গোপনের চেষ্টা চলছে।সেটাই আমরা রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে তুলে ধরেছি মাত্র। সত্য সামনে আনলেই রাগ হয় তৃণমূলের।"




বারাসত, 30 এপ্রিল : রেশন নিয়ে রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল CPI(M)। বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখায় তারা । লকডাউনের মধ্যে আন্দোলনে নামলেও সামাজিক দূরত্ব বজায়ের দিকে অবশ্য খেয়াল রেখেছিলেন CPI(M)-এর নেতা ও কর্মীরা। রীতিমতো রাস্তার দু'পাশে সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে লাল ঝান্ডা হাতে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক স্লোগানে মুখর হতে দেখা যায় তাঁদের।

এমনকী কোরোনা ও রেশন নিয়ে বিভিন্ন পোস্টারও ঝোলানো ছিল আন্দোলনকারীদের গলায়।কখনও কোরোনার মোকাবিলায় পরিকাঠামার অভাব,পর্যাপ্ত কিট থাকা সত্ত্বেও পরীক্ষা না হওয়া, মৃত্যু নিয়ে তথ্য গোপনের অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।

কয়েকদিন আগে কোরোনা ও রেশন নিয়ে বারাসত পৌরসভার 22 নম্বর ওয়ার্ডেই পোস্টারে ছয়লাপ করেছিল CPI(M)।যা নিয়ে শোরগোল পড়েছিল বারাসত শহরে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সেই একই ইস্যুতে রাস্তায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন CPI(M) নেতা ও কর্মীরা।

বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন,"কোরোনা ও রেশন নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।মুখ্যমন্ত্রী নিজে সবকিছু তদারকি করছেন।আর CPI(M) এই বিপদের দিনেও নোংরা রাজনীতি করছে।ওদের বলব,রাস্তায় নেমে রাজনীতি না করে মানুষের পাশে গিয়ে দাঁড়াক।তাতে বরং ওদেরই ভালো হবে"। অন্যদিকে পৌরপ্রধানকে পালটা জবাব দিয়ে CPI(M) নেতা সুদীপ্ত দাস বলেন,"কোরোনা ও রেশন নিয়ে যে অব্যবস্থা চলছে,সেটা রাজ্যের মানুষ ভালোভাবেই দেখতে পাচ্ছে।সবকিছুতেই একটা গোপনের চেষ্টা চলছে।সেটাই আমরা রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে তুলে ধরেছি মাত্র। সত্য সামনে আনলেই রাগ হয় তৃণমূলের।"




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.