ETV Bharat / state

রাজারহাটে ভ্যাকসিন নিয়ে পঞ্চায়েতের বিরুদ্ধে সরব স্থানীয়রা

রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ করছে বলে অভিযোগ । প্রশাসন বা বিডিও-র মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কাজ পরিচালনা করার দাবি ৷

covid-vaccine-corruption-allegation-against-a-panchayat-at-rajarhat
রাজারহাটে ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণে অভিযুক্ত পঞ্চায়েত
author img

By

Published : Jun 30, 2021, 9:22 PM IST

রাজারহাট, 30 জুন : ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে । দীর্ঘদিন ধরে লাইন দিয়ে দিয়েও মিলছে না ভ্যাকসিন । অথচ লাইন না দিয়েই কেউ কেউ পেয়ে যাচ্ছেন ভ্যাকসিন । ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ হচ্ছে বলে অভিযোগ । স্থানীয়দের দাবি, প্রশাসন অথবা বিডিওর মাধ্যমে দিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ করা হোক ।

এলাকাবাসীর অভিযোগ, রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে দীর্ঘদিন ধরে লাইন দিয়েও মিলছে না ভ্যাকসিন । অথচ বাইরে এলাকার লোকজন লাইনে না দাঁড়িয়ে ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন । আরও অভিযোগ যে পঞ্চায়েত কর্তৃপক্ষ নিজেদের আত্মীয়-স্বজনদের আগে ভ্যাকসিন পাইয়ে দিচ্ছে ।

আরও পড়ুন : টিকাকরণে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ, বারাসতে বিক্ষোভ সিপিএমের

রাজারহাট এলাকার সব ধরনের মানুষের বসবাস ৷ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অনেকেই আছেন যাঁরা বিভিন্ন আবাসন এবং বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালান ৷ কিন্তু ভ্যাকসিন না নিলে তাঁদের ঢুকতে দিচ্ছে না বিভিন্ন আবাসন কর্তৃপক্ষ, বাড়ির মালিক ৷ ফলে ভ্যাকসিন না পাওয়ার কারণে অনেকের কাজ যেতে বসেছে । স্থানীয়দের দাবি, সুষ্ঠুভাবে প্রশাসন অথবা বিডিওর মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ যাতে সবাই ভ্যাকসিন পায় ।

রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর পঞ্চায়েত প্রধান সাজেদা বিবির বক্তব্য

রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর পঞ্চায়েত প্রধান সাজেদা বিবি জানিয়েছেন, খুবই কম সংখ্যক ভ্যাকসিন তাঁদের হাতে আসছে ৷ সে ক্ষেত্রে যারা আগে লাইনে দাঁড়াচ্ছেন, তাঁরা ভ্যাকসিন পাচ্ছেন । তাঁদের হাতে যে কম সংখ্যক ভ্যাকসিন আসছে তা নিয়ে বিডিও-সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিককে জানানোর পরেও কোন সুরাহা হয়নি বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান সাজেদা বিবি ৷

আরও পড়ুন : কনটেনমেন্ট জোনে টিকাকরণে বাড়তি জোর উত্তর 24 পরগনা প্রশাসনের

রাজারহাট, 30 জুন : ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে । দীর্ঘদিন ধরে লাইন দিয়ে দিয়েও মিলছে না ভ্যাকসিন । অথচ লাইন না দিয়েই কেউ কেউ পেয়ে যাচ্ছেন ভ্যাকসিন । ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ হচ্ছে বলে অভিযোগ । স্থানীয়দের দাবি, প্রশাসন অথবা বিডিওর মাধ্যমে দিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ করা হোক ।

এলাকাবাসীর অভিযোগ, রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে দীর্ঘদিন ধরে লাইন দিয়েও মিলছে না ভ্যাকসিন । অথচ বাইরে এলাকার লোকজন লাইনে না দাঁড়িয়ে ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন । আরও অভিযোগ যে পঞ্চায়েত কর্তৃপক্ষ নিজেদের আত্মীয়-স্বজনদের আগে ভ্যাকসিন পাইয়ে দিচ্ছে ।

আরও পড়ুন : টিকাকরণে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ, বারাসতে বিক্ষোভ সিপিএমের

রাজারহাট এলাকার সব ধরনের মানুষের বসবাস ৷ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত অনেকেই আছেন যাঁরা বিভিন্ন আবাসন এবং বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালান ৷ কিন্তু ভ্যাকসিন না নিলে তাঁদের ঢুকতে দিচ্ছে না বিভিন্ন আবাসন কর্তৃপক্ষ, বাড়ির মালিক ৷ ফলে ভ্যাকসিন না পাওয়ার কারণে অনেকের কাজ যেতে বসেছে । স্থানীয়দের দাবি, সুষ্ঠুভাবে প্রশাসন অথবা বিডিওর মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ যাতে সবাই ভ্যাকসিন পায় ।

রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর পঞ্চায়েত প্রধান সাজেদা বিবির বক্তব্য

রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর পঞ্চায়েত প্রধান সাজেদা বিবি জানিয়েছেন, খুবই কম সংখ্যক ভ্যাকসিন তাঁদের হাতে আসছে ৷ সে ক্ষেত্রে যারা আগে লাইনে দাঁড়াচ্ছেন, তাঁরা ভ্যাকসিন পাচ্ছেন । তাঁদের হাতে যে কম সংখ্যক ভ্যাকসিন আসছে তা নিয়ে বিডিও-সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিককে জানানোর পরেও কোন সুরাহা হয়নি বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান সাজেদা বিবি ৷

আরও পড়ুন : কনটেনমেন্ট জোনে টিকাকরণে বাড়তি জোর উত্তর 24 পরগনা প্রশাসনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.