ETV Bharat / state

Covid Vaccine For Teenagers : বারাসত গালর্স স্কুলে শুরু হল 15-18 বছরের পড়ুয়াদের করোনার টিকাকরণ - covid vaccination at barasat girls high school

দেশের অন্যান্য অংশের সঙ্গে উত্তর 24 পরগনার বারাসত গার্লস হাইস্কুলে 15-18 বছর বয়সিদের টিকাকরণ হল (covid vaccination for teenage students at barasat girls high school) । ওই স্কুলের 200 জন পড়ুয়াকে কো-ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে এদিন ।

covid vaccination for teenage students at barasat girls high school
Covid Vaccine For Teenagers : বারাসত গালর্স স্কুলে শুরু হল 15-18 বছরের পড়ুয়াদের করোনার টিকাকরণ
author img

By

Published : Jan 3, 2022, 7:01 PM IST

বারাসত, 3 জানুয়ারি : ওমিক্রন আতঙ্কের মধ্যেই আজ থেকে গোটা দেশজুড়ে শুরু হয়েছে 15-18 বছর বয়সিদের টিকাকরণ। ব্যাতিক্রম নয় পশ্চিমবঙ্গও। সকাল থেকেই এই রাজ্যেও বিভিন্ন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু হয়েছে টিকাকরণের প্রক্রিয়া। কোভিডবিধি মেনে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতেও আজ থেকে শুরু হয়েছে পড়ুয়াদের টিকাকরণ (covid vaccination for teenage students at barasat girls high school)।

সোমবার বারাসত গার্লস স্কুলে সম্পূর্ণ কোভিডবিধি এবং সরকারি নিয়মকানুন মেনে ভ্যাকসিন দেওয়া হয় ৷ বিধিনিষেধ মেনে প্রথমে টিকা নিতে আসা পড়ুয়াদের একটি ঘরে বসানো হয়। এরপর শরীরের তাপমাত্রা যন্ত্র দিয়ে পরীক্ষা করে, হাতে স্যানিটাইজার দেওয়ার পরই পড়ুয়াদের এক এক করে প্রবেশ করানো হয় ভ্যাকসিন সেন্টারে। সেখানে নাম নথিভুক্ত এবং রেজিস্টার করে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন দেন পড়ুয়াদের। তারপর কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় তাদের।

এদিন মূলত ওই স্কুলের 200 জন পড়ুয়াকে কো-ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। প্রথমে বারাসতের আরও একটি স্কুলে ভ্যাকসিন সেন্টার করার কথা থাকলেও পরে সেটি বাতিল করে এই স্কুলেই একটিমাত্র সেন্টার করা হয়েছে প্রশাসনের তরফে।

এখান থেকেই এক একটি স্কুল ধরে অন্য পড়ুয়াদেরও আগামী দিনে টিকাকরণের প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে। গোটা ব্যবস্থাপনায় খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা। নাফিসা খাতুন নামে এক দশম শ্রেণির পড়ুয়া বলে, "ভ্যাকসিন নিতে পারায় খুবই ভাল লাগছে। এখন অনেকটাই আতঙ্ক কেটেছে। আতঙ্ক মুক্ত হয়ে নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করতে পারব।’’

অনুরাধা পাল নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, ‘‘15-18 বছর বয়সি পড়ুয়ারা যাতে সুস্থ ও সবল থাকতে পারে, তার জন্যই এমন উদ্যোগ। এখানে পড়ুয়াদের জন্য কো-ভ্যাকসিনই বরাদ্দ করা হয়েছে। সম্পূর্ণ কোভিডবিধি মনে সেই প্রক্রিয়া চলেছে।’’

এদিকে, ভ্যাকসিন সেন্টারের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এদিন ওই স্কুলে আসেন বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়াটা খুবই জরুরি ছিল। যতক্ষণ না হচ্ছিল, ততক্ষণ তাদের পরিবারের মধ্যেও একটা আতঙ্ক কাজ করছিল। এবার সেই আতঙ্ক কাটিয়ে পড়ুয়ারা পঠনপাঠন শুরু করতে পারবে বলেই আশা রয়েছে। প্রতিদিন 200 জন পড়ুয়াকে আমরা এখান থেকে ভ্যাকসিন দেব বলে ঠিক করেছি।’’

Covid Vaccine For Teenagers : বারাসত গালর্স স্কুলে শুরু হল 15-18 বছরের পড়ুয়াদের করোনার টিকাকরণ

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বারাসত স্বাস্থ্য জেলায় মোট 57টি স্কুল থেকে এদিন টিকাকরণ শুরু হয়েছে। প্রতিটি ব্লক ও পৌরসভায় আপাতত একটি করে ভ্যাক্সিনেশন সেন্টার করা হয়েছে। পরে তা বাড়ানো হতে পারে। বসিরহাট স্বাস্থ্য জেলার ক্ষেত্রে মোট 23টি টিকাকরণ সেন্টার থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে 15-18 বছর বয়সি পড়ুয়াদের। এর মধ্যে 13টি স্কুল রয়েছে।

আরও পড়ুন : Covid Vaccination for children begins: স্কুলে ফেরার আশায় টিকাকেন্দ্রে 15-18, বাংলা-সহ সারা দেশে শুরু অভিযান

প্রসঙ্গত, স্কুল পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। করোনা ভাইরাস থেকে পড়ুয়াদের রক্ষা করতে সম্প্রতি প্রধানমন্ত্রী 15-18 বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। বলা হয়েছিল নববর্ষের 3 জানুয়ারি থেকে গোটা দেশেই শুরু হবে এই ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর ঘোষণা মতো আজ থেকেই দেশজুড়ে শুরু হল 15-18 বছর বয়সিদের টিকাকরণ।

বারাসত, 3 জানুয়ারি : ওমিক্রন আতঙ্কের মধ্যেই আজ থেকে গোটা দেশজুড়ে শুরু হয়েছে 15-18 বছর বয়সিদের টিকাকরণ। ব্যাতিক্রম নয় পশ্চিমবঙ্গও। সকাল থেকেই এই রাজ্যেও বিভিন্ন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু হয়েছে টিকাকরণের প্রক্রিয়া। কোভিডবিধি মেনে উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতেও আজ থেকে শুরু হয়েছে পড়ুয়াদের টিকাকরণ (covid vaccination for teenage students at barasat girls high school)।

সোমবার বারাসত গার্লস স্কুলে সম্পূর্ণ কোভিডবিধি এবং সরকারি নিয়মকানুন মেনে ভ্যাকসিন দেওয়া হয় ৷ বিধিনিষেধ মেনে প্রথমে টিকা নিতে আসা পড়ুয়াদের একটি ঘরে বসানো হয়। এরপর শরীরের তাপমাত্রা যন্ত্র দিয়ে পরীক্ষা করে, হাতে স্যানিটাইজার দেওয়ার পরই পড়ুয়াদের এক এক করে প্রবেশ করানো হয় ভ্যাকসিন সেন্টারে। সেখানে নাম নথিভুক্ত এবং রেজিস্টার করে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন দেন পড়ুয়াদের। তারপর কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় তাদের।

এদিন মূলত ওই স্কুলের 200 জন পড়ুয়াকে কো-ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। প্রথমে বারাসতের আরও একটি স্কুলে ভ্যাকসিন সেন্টার করার কথা থাকলেও পরে সেটি বাতিল করে এই স্কুলেই একটিমাত্র সেন্টার করা হয়েছে প্রশাসনের তরফে।

এখান থেকেই এক একটি স্কুল ধরে অন্য পড়ুয়াদেরও আগামী দিনে টিকাকরণের প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে। গোটা ব্যবস্থাপনায় খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা। নাফিসা খাতুন নামে এক দশম শ্রেণির পড়ুয়া বলে, "ভ্যাকসিন নিতে পারায় খুবই ভাল লাগছে। এখন অনেকটাই আতঙ্ক কেটেছে। আতঙ্ক মুক্ত হয়ে নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করতে পারব।’’

অনুরাধা পাল নামে এক স্বাস্থ্যকর্মী বলেন, ‘‘15-18 বছর বয়সি পড়ুয়ারা যাতে সুস্থ ও সবল থাকতে পারে, তার জন্যই এমন উদ্যোগ। এখানে পড়ুয়াদের জন্য কো-ভ্যাকসিনই বরাদ্দ করা হয়েছে। সম্পূর্ণ কোভিডবিধি মনে সেই প্রক্রিয়া চলেছে।’’

এদিকে, ভ্যাকসিন সেন্টারের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এদিন ওই স্কুলে আসেন বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়াটা খুবই জরুরি ছিল। যতক্ষণ না হচ্ছিল, ততক্ষণ তাদের পরিবারের মধ্যেও একটা আতঙ্ক কাজ করছিল। এবার সেই আতঙ্ক কাটিয়ে পড়ুয়ারা পঠনপাঠন শুরু করতে পারবে বলেই আশা রয়েছে। প্রতিদিন 200 জন পড়ুয়াকে আমরা এখান থেকে ভ্যাকসিন দেব বলে ঠিক করেছি।’’

Covid Vaccine For Teenagers : বারাসত গালর্স স্কুলে শুরু হল 15-18 বছরের পড়ুয়াদের করোনার টিকাকরণ

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বারাসত স্বাস্থ্য জেলায় মোট 57টি স্কুল থেকে এদিন টিকাকরণ শুরু হয়েছে। প্রতিটি ব্লক ও পৌরসভায় আপাতত একটি করে ভ্যাক্সিনেশন সেন্টার করা হয়েছে। পরে তা বাড়ানো হতে পারে। বসিরহাট স্বাস্থ্য জেলার ক্ষেত্রে মোট 23টি টিকাকরণ সেন্টার থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে 15-18 বছর বয়সি পড়ুয়াদের। এর মধ্যে 13টি স্কুল রয়েছে।

আরও পড়ুন : Covid Vaccination for children begins: স্কুলে ফেরার আশায় টিকাকেন্দ্রে 15-18, বাংলা-সহ সারা দেশে শুরু অভিযান

প্রসঙ্গত, স্কুল পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। করোনা ভাইরাস থেকে পড়ুয়াদের রক্ষা করতে সম্প্রতি প্রধানমন্ত্রী 15-18 বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। বলা হয়েছিল নববর্ষের 3 জানুয়ারি থেকে গোটা দেশেই শুরু হবে এই ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর ঘোষণা মতো আজ থেকেই দেশজুড়ে শুরু হল 15-18 বছর বয়সিদের টিকাকরণ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.