ডায়মন্ড হারবার, 18 ডিসেম্বর : শুক্রবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ডায়মন্ডহারবার গুলিকাণ্ডে গতকাল তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ (Shoot out due to TMC inner clash )। ধৃতদের শনিবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হয় । অভিযুক্ত সৌরিশ দে, বুদ্ধদেব চিত্রকর ওরফে ডোঙা এবং রাজেশ পান্ডেকে আপাতত 10 দিনের পুলিশি হেফাজতে পাঠালেন বিচারক ৷
জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 341, 326 এবং 307 ধারা-সহ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে । ধৃতরা সকলেই ডায়মন্ডহারবার পৌরসভা এলাকার বাসিন্দা । পুলিশ সূত্রে খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও দু‘জনের খোঁজ মিলেছে ৷ শনিবার সকালেও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী । গতকাল রাতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি বন্দুক । অন্যদিকে আহত তৃণমূল কর্মীর অবস্থা আপাতত স্থিতিশীল ৷
আরও পড়ুন : ভাতারে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত যুবকের পুলিশ হেফাজত
খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদ এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে আজ ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করেছিল ডায়মন্ডহারবার থানার পুলিশ । তবে আপাতত, 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ প্রসঙ্গত, শুক্রবার রাতে ডায়মন্ডহারবার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে সন্ধ্যেবেলা এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় কয়েক জন দুষ্কৃতী । এই ঘটনায় প্রকাশ্যে চলে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিশাল খেয়ারী ৷ অন্যদিকে ধৃত সৌরিশ দে-ও তৃণমূলের সক্রিয় কর্মী বলেই জানা গিয়েছে । গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ।