ETV Bharat / state

Medieval barbarism in Dattapukur : মধ্যযুগীয় বর্বরতা ! পরকীয়ার অভিযোগে মারধর, কেটে নেওয়া হল চুল - Medieval barbarism in Dattapukur

বিশ্বজিৎ সাহা নামে ওই ব‍্যক্তির সঙ্গে পাশের পাড়ারই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠেছিল । এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল এলাকায় । শেষপর্যন্ত মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতেই আপত্তিকর অবস্থায় ধরা হয় দু'জনকে । স্বামীর সঙ্গে ওই মহিলাকেও মারধর শুরু করে বিশ্বজিতের স্ত্রী, সঙ্গ দেন পাড়ার মহিলারা (Couple get beaten in allegation of Extramarital Affair) ।

Medieval barbarism
মধ্যযুগীয় বর্বরতা দত্তপুকুরে
author img

By

Published : Apr 20, 2022, 6:21 PM IST

Updated : Apr 20, 2022, 9:12 PM IST

দত্তপুকুর, 20 এপ্রিল : মধ্যযুগীয় বর্বরতা দত্তপুকুরে ৷ পরকীয়ার জেরে মহিলা ও এক ব‍্যক্তিকে মারধর করে, মাথার চুল কেটে দিচ্ছে স্থানীয়রা । সম্প্রতি এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । দেখা যাচ্ছে এক মহিলাকে রাস্তার পাশে বসিয়ে জোর করে তাঁর মাথার চুল কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে । বাধা দেওয়ার চেষ্টা করায় পরক্ষণেই মহিলার চুলের মুঠি ধরে অনবরত চলছে ঝাঁকুনি । বাদ পড়ছে না কিল, চড়, ঘুসিও । আশপাশে প্রচুর মানুষ ভিড় করেছে মজা দেখার জন্য ৷ এই দৃশ্য দেখে হাততালি দিয়ে নাচছে বাচ্চা ছেলে-মেয়েরাও (Couple get beaten in allegation of Extramarital Affair) ৷

জানা গিয়েছে, ঘটনাটি উত্তর 24 পরগনার দত্তপুকুরে। বিশ্বজিৎ সাহা নামে ওই ব‍্যক্তির সঙ্গে পাশের পাড়ারই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠেছিল । এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল এলাকায়। কিন্তু, তাঁদের হাতেনাতে কিছুতেই ধরতে পারছিলেন না বিশ্বজিতের স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা । শেষপর্যন্ত মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতেই আপত্তিকর অবস্থায় ধরা হয় দু'জনকে ।

এরপর চুলের মুঠি ধরে দু'জনকেই নিয়ে আসা হয় বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকায় । সেখানে বসিয়ে স্বামীর সঙ্গে ওই মহিলাকেও মারধর শুরু করে বিশ্বজিতের স্ত্রী, পাড়ার মহিলারা । মারধরের পর দু'জনেরই মাথার চুল কেটে নেওয়া হয় । দীর্ঘক্ষণ ধরে চলে এই অত্যাচার । আশপাশে লোকজন ভিড় করে থাকলেও ঘটনার প্রতিবাদে এগিয়ে আসা তো দূর, মজা দেখেছেন দাঁড়িয়ে থেকে । প্রায় ঘণ্টাখানেক পর দত্তপুকুর থানার পুলিশ এসে ওই দু'জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

মধ্যযুগীয় বর্বরতা দত্তপুকুরে

আরও পড়ুন : হাতেনাতে ধরা পড়ল স্বামীর পরকীয়া, প্রেমিকাকে মার স্ত্রী'র

প্রথমে অস্বীকার করলেও পরে প্রশ্নের মুখে পড়ে কার্যত ঘটনার কথা স্বীকার করে নেন বিশ্বজিৎ সাহার শাশুড়ি মঞ্জু পার্সে । যদিও তারপর কয়েক ঘণ্টা কেটে গেলেও কাউকেই গ্রেফতার করা হয়নি । ফলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে । যদিও আইন মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানিয়েছে দত্তপুকুর থানার পুলিশ ।

দত্তপুকুর, 20 এপ্রিল : মধ্যযুগীয় বর্বরতা দত্তপুকুরে ৷ পরকীয়ার জেরে মহিলা ও এক ব‍্যক্তিকে মারধর করে, মাথার চুল কেটে দিচ্ছে স্থানীয়রা । সম্প্রতি এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । দেখা যাচ্ছে এক মহিলাকে রাস্তার পাশে বসিয়ে জোর করে তাঁর মাথার চুল কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে । বাধা দেওয়ার চেষ্টা করায় পরক্ষণেই মহিলার চুলের মুঠি ধরে অনবরত চলছে ঝাঁকুনি । বাদ পড়ছে না কিল, চড়, ঘুসিও । আশপাশে প্রচুর মানুষ ভিড় করেছে মজা দেখার জন্য ৷ এই দৃশ্য দেখে হাততালি দিয়ে নাচছে বাচ্চা ছেলে-মেয়েরাও (Couple get beaten in allegation of Extramarital Affair) ৷

জানা গিয়েছে, ঘটনাটি উত্তর 24 পরগনার দত্তপুকুরে। বিশ্বজিৎ সাহা নামে ওই ব‍্যক্তির সঙ্গে পাশের পাড়ারই এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠেছিল । এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল এলাকায়। কিন্তু, তাঁদের হাতেনাতে কিছুতেই ধরতে পারছিলেন না বিশ্বজিতের স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেরা । শেষপর্যন্ত মঙ্গলবার রাতে ওই মহিলার বাড়িতেই আপত্তিকর অবস্থায় ধরা হয় দু'জনকে ।

এরপর চুলের মুঠি ধরে দু'জনকেই নিয়ে আসা হয় বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকায় । সেখানে বসিয়ে স্বামীর সঙ্গে ওই মহিলাকেও মারধর শুরু করে বিশ্বজিতের স্ত্রী, পাড়ার মহিলারা । মারধরের পর দু'জনেরই মাথার চুল কেটে নেওয়া হয় । দীর্ঘক্ষণ ধরে চলে এই অত্যাচার । আশপাশে লোকজন ভিড় করে থাকলেও ঘটনার প্রতিবাদে এগিয়ে আসা তো দূর, মজা দেখেছেন দাঁড়িয়ে থেকে । প্রায় ঘণ্টাখানেক পর দত্তপুকুর থানার পুলিশ এসে ওই দু'জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

মধ্যযুগীয় বর্বরতা দত্তপুকুরে

আরও পড়ুন : হাতেনাতে ধরা পড়ল স্বামীর পরকীয়া, প্রেমিকাকে মার স্ত্রী'র

প্রথমে অস্বীকার করলেও পরে প্রশ্নের মুখে পড়ে কার্যত ঘটনার কথা স্বীকার করে নেন বিশ্বজিৎ সাহার শাশুড়ি মঞ্জু পার্সে । যদিও তারপর কয়েক ঘণ্টা কেটে গেলেও কাউকেই গ্রেফতার করা হয়নি । ফলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে । যদিও আইন মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানিয়েছে দত্তপুকুর থানার পুলিশ ।

Last Updated : Apr 20, 2022, 9:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.