বারাসত, 29 মে: বারাসতের দ্বিজহরি দাস কলোনির একটি ঘরে মিলল স্বামী-স্ত্রীর নিথর দেহ । পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করার পর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী। মৃত দম্পতির নাম দেবব্রত সরকার (32) ও বিষ্ণুপ্রিয়া সরকার (27) । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ ।
মৃত দেবব্রত সরকার গাড়িচালকের কাজ করতেন । দম্পতির পাঁচ বছরের একটি পুত্র সন্তান আছে । গরমের ছুটিতে সে বর্ধমানে রয়েছে । গতকাল সকালে এক প্রতিবেশী মহিলা বিষ্ণুপ্রিয়াকে ডাকতে যান । অনেক ডাকাডাকির পরও যখন ঘরের ভিতরের কেউ সাড়া দেয়নি তখন প্রতিবেশীরা দরজা ভেঙে ফেলার সিদ্বান্ত নেন । দরজা ভাঙার পর দেখা যায়, খাটের উপর পড়ে আছে বিষ্ণুপ্রিয়ার নিথর দেহ । ফাঁসে ঝুলছে দেবব্রতর দেহ । খবর পেয়ে বারাসত থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।
প্রতিবেশী এক মহিলা বলেন, স্বামী ও স্ত্রীর মধ্যে কোনও অশান্তি ছিল না। আগের দিন অনেক রাত পর্যন্ত তিনি জেগে ছিলেন । এবং সন্দেহজনক কিছু তিনি টের পাননি ।
বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য বলেন, "দেহ দুটি উদ্ধার করে আমরা বারাসত জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্টভাবে জানা যাবে ।"