ETV Bharat / state

আর্থিক অনটন নিয়ে বিবাদ, আত্মঘাতী দম্পতি - SUICIDE

আর্থিক অনটন নিয়ে বিবাদের জেরে রাতের অন্ধকারে একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী।

আত্মঘাতী দম্পতি
author img

By

Published : Mar 6, 2019, 3:27 PM IST

নদীয়া, ৬ মার্চ : আর্থিক অনটন নিয়ে বিবাদের জেরে রাতের অন্ধকারে একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী। মৃত দম্পতির নাম মলয় সেন (৩০) ও সুপ্রিয়া সেন (২৫)।
ঘটনাটি নদীয়ার রানাঘাট থানার হবিবপুর এলাকার।

মলয় সেন পেশায় দিনমজুর। ৫ বছর আগে সুপ্রিয়া সেনকে তিনি বিয়ে করেন। তাদের ৪ বছরের একটি কন্যাসন্তান আছে। মলয় ও সুপ্রিয়ার মধ্যে পরিবারে আর্থিক অনটনের জন্য প্রায়ই অশান্তি হত। আর এই অশান্তির জেরেই দম্পতি আত্মঘাতী হয়েছে বলে মনে করছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। তারপরই আজ সকালে ঘরের ভিতর দম্পতির ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় মানুষজন।

ঘটনাস্থানে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ।

নদীয়া, ৬ মার্চ : আর্থিক অনটন নিয়ে বিবাদের জেরে রাতের অন্ধকারে একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী। মৃত দম্পতির নাম মলয় সেন (৩০) ও সুপ্রিয়া সেন (২৫)।
ঘটনাটি নদীয়ার রানাঘাট থানার হবিবপুর এলাকার।

মলয় সেন পেশায় দিনমজুর। ৫ বছর আগে সুপ্রিয়া সেনকে তিনি বিয়ে করেন। তাদের ৪ বছরের একটি কন্যাসন্তান আছে। মলয় ও সুপ্রিয়ার মধ্যে পরিবারে আর্থিক অনটনের জন্য প্রায়ই অশান্তি হত। আর এই অশান্তির জেরেই দম্পতি আত্মঘাতী হয়েছে বলে মনে করছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। তারপরই আজ সকালে ঘরের ভিতর দম্পতির ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় মানুষজন।

ঘটনাস্থানে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে রানাঘাট থানার পুলিশ।

Intro:আবারো মোবাইল বাস্ট করার ঘটনা ঘটলো নদীয়া শান্তিপুর থানার সর্ব নন্দীপাড়া এলাকায়। পেশায় কাপড় ব্যবসায়ী সোমরাজ দে 3 মাস আগে এমআই কোম্পানির একটি এন্ড্রয়েড ফোন কেনেন।
সোমরাজ দের অভিযোগ গতকাল রাতে তিনি ফোনটা মাথার কাছে নিয়ে ঘুমোচ্ছিলেন। ঠিক রাত দুটো নাগাদ হঠাৎ বিকট আওয়াজ হয়। আচমকা আওয়াজের শব্দ শুনে হুড়মুড়িয়ে উঠে পড়েন সমরেশ দে। এবং পাশে বিছানাতে দাও দাও করে আগুন জ্বলতে দেখে হতচকিত খেয়ে যান তিনি। এরপর তড়িঘড়ি করে সেখানে জল ঢালার পর আগুন নিভে যায়। তারপর দেখেন মোবাইলটি বাস্ট করেছে এবং অধিকাংশ পুড়ে গেছে। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে শান্তিপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ড এর এই দে পরিবার। ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রেতা সুরক্ষা দপ্তর অভিযোগ করছে করেছেন সোমরাজ দে।


Body:MOBILE BUST SANTIPUR


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.