বারাসত, 19 জুন : "BJP পয়সার খেলা খেলছে । জোর করে বিমানে তুলে নিয়ে গেছে । বলেছে তোমরা যোগদান করো তোমাদের হেল্প করব । " আজ বারাসতে 21 জুলাইয়ের প্রস্তুতি সভার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।
সম্প্রতি বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ও তাঁর সঙ্গে 12 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেন । এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয়র বক্তব্য, "নিজেদের স্বার্থ চরিতার্থ করা জন্য দিল্লি নিয়ে গেছেন। ফিরে এসে দেখবেন 6 জন কাউন্সিলরই তৃণমূলে যোগদান করবেন । " দলত্যাগী কাউন্সিলরদের তৃণমূলে কি আবার নেওয়া হবে ? এর উত্তরে তিনি বলেন, তাঁরা যদি ফিরে এসে তৃণমূলে যোগ দিতে চান যোগ দেবেন । তাতে তৃণমূলের কোনও আপত্তি নেই ।
ভাটপাড়ায় BJP কর্মী সুরাজ ব্রহ্মকে গুলি করা প্রসঙ্গে জ্যোতিপ্রিয়বাবু বলেন, "ভাটপাড়ায় তৃণমূলের কোনও নেতা নেই । কোনও কাউন্সিলরও নেই । ভাটপাড়াকে বলতে পারেন জনমানব শূন্য করে দিয়েছে ওরা । একচেটিয়া তাণ্ডব করছে । তাহলে মারবে কে ?" জ্যোতিপ্রিয়বাবুর কথা মত এখন BJP-র নিজেদের মধ্যে অশান্তি চলছে । ভাটপাড়া, হালিশহর, কাঁচরাপাড়ায় আদি BJP ও নব্য BJP-র মধ্যে মারপিট হচ্ছে । বলেন, " হালিশহর , নৈহাটিতে নব্য BJP, পুরোনো BJP-র মধ্যে লড়াই চলছে । আমাদের কোনও লোক ওখানে আছে বা তাঁরা মারতে পারে সেটা লোককে বললে লোকে হাসবে । "
আজ ভাটপাড়া, গারুলিয়া ও কাঁচরাপাড়া থেকে বেশ কিছু BJP কর্মী তৃণমূলে যোগ দেন। বারাসত রবীন্দ্রভবনে তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জ্যোতিপ্রিয়বাবু ।