কাউন্সিলরদের গান পয়েন্টে রেখে ভোট করিয়েছে তৃণমূল : অর্জুন সিং - Bhatpara Munucipality
হাইকোর্টে আস্থা ভোট খারিজ হওয়ার পর তৃণমূলকে আক্রমণ অর্জুন সিংয়ের । বললেন , কাউন্সিলরদের গান পয়েন্টে রেখে ভোট করানো হয়েছে । আইনের দ্বারস্থ হয়ে শেষমেশ জয় পাওয়া গেল ।
ভাটপাড়া, 3 জানুয়ারি : দিনভর নাটকের পর গতকালই ভাটপাড়া পৌরসভার আস্থা ভোট খারিজ করে কলকাতা হাইকোর্ট ৷ এনিয়ে তৃণমূল-BJP-র তরজা তুঙ্গে ৷ কলকাতা হাইকোর্টের রায়দানের পর আপাতত স্বস্তিতে গেরুয়া শিবির । তবে, এর মাঝেই আস্থা ভোট নিয়ে তৃণমূলকে কটাক্ষ BJP নেতা অর্জুন সিংয়ের ৷ তাঁর বক্তব্য, কাউন্সিলরদের বাধ্য করা হয়েছে । গান পয়েন্টে রেখে ভোট করানো হয়েছে । তাই শেষমেশ আইনের জয় হল।
গতকাল অর্জুন বলেন, "আদালতের রায়ের পর আমার আর কিছু বলার নেই ৷ আজ যে প্রক্রিয়ায় ভোট হয়েছে, তা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে আদালত ৷ প্রক্রিয়াটাই ভুল ৷" তাঁর দাবি, বুধবার রাতে 4 জন কাউন্সিলরকে গান পয়েন্ট রেখে ভোট দিতে বলা হয়েছিল ৷ এমনকি বাড়িতে গাঁজা রেখে তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই ধরনের রাজনীতি শুরু করেছেন ৷ আমাদের কাছে একমাত্র পথ ছিল আইনের দ্বারস্থ হওয়া ৷ শেষমেশ তার ফল পেয়েছি ৷
এই সংক্রান্ত পড়ুন : অগণতান্ত্রিকভাবে ভাটপাড়া দখলের চেষ্টা চলছে, অভিযোগ মুকুলের
অন্যদিকে, কলকাতা হাইকোর্টের রায় নিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা জানিয়েছেন উত্তর 24 পরগনার জেলা তৃণমূলের পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এই প্রসঙ্গে অর্জুন সিং জানান, জ্যোতিপ্রিয় মল্লিককে বুঝতে হল তো আইন আছে ৷ পুলিশ, মাফিয়াকে দিয়ে গুন্ডামি করে যদি ক্ষমতায় থাকতে চায়, তাহলে ভারতে তাদের কোনও জায়গা নেই ৷
ভাটপাড়া টাউন তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, "আমি এখনও রায় পড়ে দেখিনি ৷ তবে শুনেছি । দল যথাসময়ে সঠিক পদক্ষেপ নেবে ৷ প্রয়োজন হলে ডিভিশন বেঞ্চে যাওয়া হবে ৷" দেবজ্যোতির বক্তব্য, পৌরসভা ছিনিয়ে নেওয়ার কোনও গল্প নেই । 19 কাউন্সিলর আজ ভোটাভুটিতে অংশ নিয়েছিল ৷ আরও পাঁচজন কাউন্সিলর আমাদের সঙ্গে আছে ৷ 24 জন কাউন্সিলরের সমর্থন রয়েছে আমাদের সঙ্গে । আমরা আত্মবিশ্বাসী যে, পৌরসভা বোর্ড আমরা নিচ্ছি ৷ মানুষের সমর্থন আমাদের দিকে ৷ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে ৷ অর্জুন সিং বড় বড় কথা বলছে ৷ বিজপুর, হালিশহর, নৈহাটিতে যেমন পরাজয় মেনে নিয়েছে ঠিক তেমনি ভাটপাড়ার পরাজয়টাও খুব মেনে নিতে হবে ৷
গতকাল প্রথমে জানা যায় ভাটপাড়া পৌরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল । পরে রাজ্য BJP-র তরফে আইনজীবী সপ্তাংশু বসু ভাটপাড়া পৌরসভার আস্থা ভোট অসাংবিধানিক বলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন ৷ বেলা 4টেয় শুরু হয় মামলার শুনানি ৷ দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অরিন্দম সিনহা বলেন, "30 ডিসেম্বর কয়েকজন কাউন্সিলর যে নোটিশ দিয়েছেন সেটা খারিজ করা হল । ফলে এই নোটিসের ভিত্তিতে যা কিছু করা হয়েছে সবটাই আইনের দৃষ্টিতে অবৈধ ।" এরপরই খানিকটা হলেও অক্সিজেন মিলল গেরুয়া শিবিরে ।
ভাটপাড়াঃ গান পয়েন্টে রেখে তৃণমূল আস্থাভোট করেছিল। দেশে আইন আছে। হাইকোর্ট সেটা আজ প্রমাণ করে দিয়েছে। আদালতে ভাটপাড়া পুরসভার আস্থাভোট খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। অন্য দিকে তৃণমূল এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার ইঙ্গিত দিল। ভাটপাড়া টাউন তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ বললেন, 'আমাদের দলের নেতৃত্ব ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে। পরাজয় নিশ্চিত জেনে যতটা দেরি করানো যায়, বিজেপি এখন সেই চেষ্টাই করছে।'
গত ৬ ডিসেম্বর তৃণমূল কাউন্সিলররা পুরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব জমা দেন। সেই প্রস্তাবের প্রেক্ষিতে ২০ ডিসেম্বর বৈঠকের কথা ঘোষণা করেন। কিন্তু দেরিতে আস্থাভোট করানোর অভিযোগ তুলে গত ৩০ ডিসেম্বর তৃণমূলের তিন কাউন্সিলর ২ জানুয়ারি আস্থাভোট করতে চেয়ে পুরসভায় চিঠি জমা দেন। সেই মতো বৃহস্পতিবার ১৯ জন তৃণমূল কাউন্সিলর এক তরফা আস্থাভোট করে নেন। তৃণমূল কর্মী-সমর্থকরা পুরবোর্ড দখল হয়ে গেল বলে উল্লাসও শুরু করেন। কিন্তু সেই উল্লাস দীর্ঘস্থায়ী হল না। বিকেল গড়াতেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আজকের আস্থাভোট বৈধ নয়। পুরপ্রধানের ঘোষণা করা ২০ জানুয়ারি তারিকেই আস্থাভোট করতে হবে।
হাইকোর্টের রায়ের পরে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, 'তৃণমূল নেতারা কাউন্সিলরদের গান পয়েন্টে রেখে আস্থাভোট করিয়েছে। রাতে কাউন্সিলরদের বাড়ি গিয়ে গাঁজা মামলা দেওয়ার ভয় দেখিয়েছে। আদালতে প্রমাণ হয়ে গেল, গায়ের জোরে সব হয় না। দেশে আইন আছে। সেই আইনে মানুষেরই জয় হয়।' অন্য দিকে ভাটপাড়ার তৃণমূল সভাপতি দেবজ্যোতি বলেছেন, 'আমাদের দলের নেতৃত্ব হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে। বিজেপি জানে পরাজয় নিশ্চিত। তাই সেই পরাজয় যতটা দেরি করে হয়, বিজেপি সেই চেষ্টা করছে।'
Body:হাইকোর্টের রায়ে বিজেপি-তৃণমূল তরজা
ভাটপাড়াঃ গান পয়েন্টে রেখে তৃণমূল আস্থাভোট করেছিল। দেশে আইন আছে। হাইকোর্ট সেটা আজ প্রমাণ করে দিয়েছে। আদালতে ভাটপাড়া পুরসভার আস্থাভোট খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। অন্য দিকে তৃণমূল এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার ইঙ্গিত দিল। ভাটপাড়া টাউন তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ বললেন, 'আমাদের দলের নেতৃত্ব ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে। পরাজয় নিশ্চিত জেনে যতটা দেরি করানো যায়, বিজেপি এখন সেই চেষ্টাই করছে।'
গত ৬ ডিসেম্বর তৃণমূল কাউন্সিলররা পুরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব জমা দেন। সেই প্রস্তাবের প্রেক্ষিতে ২০ ডিসেম্বর বৈঠকের কথা ঘোষণা করেন। কিন্তু দেরিতে আস্থাভোট করানোর অভিযোগ তুলে গত ৩০ ডিসেম্বর তৃণমূলের তিন কাউন্সিলর ২ জানুয়ারি আস্থাভোট করতে চেয়ে পুরসভায় চিঠি জমা দেন। সেই মতো বৃহস্পতিবার ১৯ জন তৃণমূল কাউন্সিলর এক তরফা আস্থাভোট করে নেন। তৃণমূল কর্মী-সমর্থকরা পুরবোর্ড দখল হয়ে গেল বলে উল্লাসও শুরু করেন। কিন্তু সেই উল্লাস দীর্ঘস্থায়ী হল না। বিকেল গড়াতেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আজকের আস্থাভোট বৈধ নয়। পুরপ্রধানের ঘোষণা করা ২০ জানুয়ারি তারিকেই আস্থাভোট করতে হবে।
হাইকোর্টের রায়ের পরে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, 'তৃণমূল নেতারা কাউন্সিলরদের গান পয়েন্টে রেখে আস্থাভোট করিয়েছে। রাতে কাউন্সিলরদের বাড়ি গিয়ে গাঁজা মামলা দেওয়ার ভয় দেখিয়েছে। আদালতে প্রমাণ হয়ে গেল, গায়ের জোরে সব হয় না। দেশে আইন আছে। সেই আইনে মানুষেরই জয় হয়।' অন্য দিকে ভাটপাড়ার তৃণমূল সভাপতি দেবজ্যোতি বলেছেন, 'আমাদের দলের নেতৃত্ব হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে। বিজেপি জানে পরাজয় নিশ্চিত। তাই সেই পরাজয় যতটা দেরি করে হয়, বিজেপি সেই চেষ্টা করছে।'
Conclusion:হাইকোর্টের রায়ে বিজেপি-তৃণমূল তরজা
ভাটপাড়াঃ গান পয়েন্টে রেখে তৃণমূল আস্থাভোট করেছিল। দেশে আইন আছে। হাইকোর্ট সেটা আজ প্রমাণ করে দিয়েছে। আদালতে ভাটপাড়া পুরসভার আস্থাভোট খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। অন্য দিকে তৃণমূল এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার ইঙ্গিত দিল। ভাটপাড়া টাউন তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ বললেন, 'আমাদের দলের নেতৃত্ব ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে। পরাজয় নিশ্চিত জেনে যতটা দেরি করানো যায়, বিজেপি এখন সেই চেষ্টাই করছে।'
গত ৬ ডিসেম্বর তৃণমূল কাউন্সিলররা পুরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব জমা দেন। সেই প্রস্তাবের প্রেক্ষিতে ২০ ডিসেম্বর বৈঠকের কথা ঘোষণা করেন। কিন্তু দেরিতে আস্থাভোট করানোর অভিযোগ তুলে গত ৩০ ডিসেম্বর তৃণমূলের তিন কাউন্সিলর ২ জানুয়ারি আস্থাভোট করতে চেয়ে পুরসভায় চিঠি জমা দেন। সেই মতো বৃহস্পতিবার ১৯ জন তৃণমূল কাউন্সিলর এক তরফা আস্থাভোট করে নেন। তৃণমূল কর্মী-সমর্থকরা পুরবোর্ড দখল হয়ে গেল বলে উল্লাসও শুরু করেন। কিন্তু সেই উল্লাস দীর্ঘস্থায়ী হল না। বিকেল গড়াতেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আজকের আস্থাভোট বৈধ নয়। পুরপ্রধানের ঘোষণা করা ২০ জানুয়ারি তারিকেই আস্থাভোট করতে হবে।
হাইকোর্টের রায়ের পরে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, 'তৃণমূল নেতারা কাউন্সিলরদের গান পয়েন্টে রেখে আস্থাভোট করিয়েছে। রাতে কাউন্সিলরদের বাড়ি গিয়ে গাঁজা মামলা দেওয়ার ভয় দেখিয়েছে। আদালতে প্রমাণ হয়ে গেল, গায়ের জোরে সব হয় না। দেশে আইন আছে। সেই আইনে মানুষেরই জয় হয়।' অন্য দিকে ভাটপাড়ার তৃণমূল সভাপতি দেবজ্যোতি বলেছেন, 'আমাদের দলের নেতৃত্ব হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে। বিজেপি জানে পরাজয় নিশ্চিত। তাই সেই পরাজয় যতটা দেরি করে হয়, বিজেপি সেই চেষ্টা করছে।'
হাইকোর্টের রায়ে বিজেপি-তৃণমূল তরজা
ভাটপাড়াঃ গান পয়েন্টে রেখে তৃণমূল আস্থাভোট করেছিল। দেশে আইন আছে। হাইকোর্ট সেটা আজ প্রমাণ করে দিয়েছে। আদালতে ভাটপাড়া পুরসভার আস্থাভোট খারিজ হওয়ার পর প্রতিক্রিয়া বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। অন্য দিকে তৃণমূল এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার ইঙ্গিত দিল। ভাটপাড়া টাউন তৃণমূলের সভাপতি দেবজ্যোতি ঘোষ বললেন, 'আমাদের দলের নেতৃত্ব ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে। পরাজয় নিশ্চিত জেনে যতটা দেরি করানো যায়, বিজেপি এখন সেই চেষ্টাই করছে।'
গত ৬ ডিসেম্বর তৃণমূল কাউন্সিলররা পুরপ্রধান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থাপ্রস্তাব জমা দেন। সেই প্রস্তাবের প্রেক্ষিতে ২০ ডিসেম্বর বৈঠকের কথা ঘোষণা করেন। কিন্তু দেরিতে আস্থাভোট করানোর অভিযোগ তুলে গত ৩০ ডিসেম্বর তৃণমূলের তিন কাউন্সিলর ২ জানুয়ারি আস্থাভোট করতে চেয়ে পুরসভায় চিঠি জমা দেন। সেই মতো বৃহস্পতিবার ১৯ জন তৃণমূল কাউন্সিলর এক তরফা আস্থাভোট করে নেন। তৃণমূল কর্মী-সমর্থকরা পুরবোর্ড দখল হয়ে গেল বলে উল্লাসও শুরু করেন। কিন্তু সেই উল্লাস দীর্ঘস্থায়ী হল না। বিকেল গড়াতেই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আজকের আস্থাভোট বৈধ নয়। পুরপ্রধানের ঘোষণা করা ২০ জানুয়ারি তারিকেই আস্থাভোট করতে হবে।
হাইকোর্টের রায়ের পরে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, 'তৃণমূল নেতারা কাউন্সিলরদের গান পয়েন্টে রেখে আস্থাভোট করিয়েছে। রাতে কাউন্সিলরদের বাড়ি গিয়ে গাঁজা মামলা দেওয়ার ভয় দেখিয়েছে। আদালতে প্রমাণ হয়ে গেল, গায়ের জোরে সব হয় না। দেশে আইন আছে। সেই আইনে মানুষেরই জয় হয়।' অন্য দিকে ভাটপাড়ার তৃণমূল সভাপতি দেবজ্যোতি বলেছেন, 'আমাদের দলের নেতৃত্ব হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ভাবছে। বিজেপি জানে পরাজয় নিশ্চিত। তাই সেই পরাজয় যতটা দেরি করে হয়, বিজেপি সেই চেষ্টা করছে।'