ETV Bharat / state

টিকাকরণে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির - টিকা

টিকাকরণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ ৷ বারাসতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ বিজেপির কর্মী ও সমর্থকদের ৷

corruption in vaccination, BJP agitation at CMOH office at Barasat
টিকাকরণে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির
author img

By

Published : Jun 7, 2021, 8:20 PM IST

বারাসত, 7 জুন : করোনার টিকাকরণ নিয়ে দুর্নীতি ও দলবাজি চলছে ৷ এই অভিযোগ তুলে সোমবার বারাসতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ প্ল্য়াকার্ড হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ ৷ পরে, বিজেপির জেলা নেতা অনুপ দাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এ বিষয়ে স্মারকলিপি জমা দেয় ৷ যদিও বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায় ৷

করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ ৷ ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও ৷ অথচ, এই টিকাকরণ নিয়েই উঠেছে বিস্তর অভিযোগ ৷ কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ, আবার কোথাও টিকার প্রথম ডোজ মিললেও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠেছে ৷ ফলে টিকাকরণ নিয়ে দুর্ভোগ, হয়রানির শেষ নেই আমজনতার ৷ যদিও এই নিয়ে রাজ্য সরকার বারবার কেন্দ্রীয় সরকারের কোর্টেই বল ঠেলেছে ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যাপ্ত টিকা না পাঠানোর অভিযোগ তুলে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷

এসবের মধ্যেই এবার টিকাকরণ নিয়ে দুর্নীতি এবং দলবাজির অভিযোগ তুলে পথে নামলেন গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা ৷ এই ইস্যুতে এদিন দুপুরে বারাসতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷ চলে স্লোগানও ৷

এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার আহ্বায়ক অনুপ দাস বলেন, ‘‘টিকাকরণ নিয়ে দলবাজি চলছে বিভিন্ন জায়গায় ৷ পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে ৷ শাসকদলের লোকেরাই কেবলমাত্র টিকা পাচ্ছেন ৷ বিজেপির কোনও কর্মী টিকা নিতে গেলেই বলে দেওয়া হচ্ছে পঞ্চায়েত কিংবা পৌরসভার জনপ্রতিনিধির লিখিত শংসাপত্র নিয়ে আসতে হবে ৷ তারপরই তাঁদের টিকা দেওয়া হবে ৷ ভ্যাকসিনের কুপনও বণ্টন করছেন শাসকদলের নেতারা ৷ আমরা চাই, স্বচ্ছতা বজায় রেখে স্বাস্থ্যকেন্দ্র কিংবা সরকারি হাসপাতাল থেকেই টিকা দেওয়া হোক ৷ আর তার দেখভাল করুন সরকারি আধিকারিকরাই ৷’’

বিষয়টি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এরকম অভিযোগের কথা আমার জানা নেই ৷ তাই নিদির্ষ্টভাবে কিছু বলতে পারব না ৷’’

আরও পড়ুন : টিকাকরণ নিয়ে আন্দোলনে নামতে বৈঠক, জেলা সভাপতিদের ক্ষোভের মুখে অধীর

অন্যদিকে, বারাসত নবপল্লির সুভাষ ইনস্টিটিউট হল সংলগ্ন একটি সেন্টার থেকে এদিন প্রায় 40 জনকে করোনার টিকা দেওয়া হয় ৷ যার উদ্যোক্তা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা ৷ সহায়তায় ছিল লোকেশ্বারানন্দ আই ফাউন্ডেশন এবং উত্তর 24 পরগনা মিডিয়া পার্সন ওয়েলফেয়ার অর্গানাইজেশন ৷ এই ধরনের টিকাকরণ প্রক্রিয়া আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷

বারাসত, 7 জুন : করোনার টিকাকরণ নিয়ে দুর্নীতি ও দলবাজি চলছে ৷ এই অভিযোগ তুলে সোমবার বারাসতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ প্ল্য়াকার্ড হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ ৷ পরে, বিজেপির জেলা নেতা অনুপ দাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে এ বিষয়ে স্মারকলিপি জমা দেয় ৷ যদিও বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায় ৷

করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ ৷ ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও ৷ অথচ, এই টিকাকরণ নিয়েই উঠেছে বিস্তর অভিযোগ ৷ কোথাও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়ার অভিযোগ, আবার কোথাও টিকার প্রথম ডোজ মিললেও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠেছে ৷ ফলে টিকাকরণ নিয়ে দুর্ভোগ, হয়রানির শেষ নেই আমজনতার ৷ যদিও এই নিয়ে রাজ্য সরকার বারবার কেন্দ্রীয় সরকারের কোর্টেই বল ঠেলেছে ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যাপ্ত টিকা না পাঠানোর অভিযোগ তুলে সরব হয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷

এসবের মধ্যেই এবার টিকাকরণ নিয়ে দুর্নীতি এবং দলবাজির অভিযোগ তুলে পথে নামলেন গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা ৷ এই ইস্যুতে এদিন দুপুরে বারাসতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷ চলে স্লোগানও ৷

এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার আহ্বায়ক অনুপ দাস বলেন, ‘‘টিকাকরণ নিয়ে দলবাজি চলছে বিভিন্ন জায়গায় ৷ পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে ৷ শাসকদলের লোকেরাই কেবলমাত্র টিকা পাচ্ছেন ৷ বিজেপির কোনও কর্মী টিকা নিতে গেলেই বলে দেওয়া হচ্ছে পঞ্চায়েত কিংবা পৌরসভার জনপ্রতিনিধির লিখিত শংসাপত্র নিয়ে আসতে হবে ৷ তারপরই তাঁদের টিকা দেওয়া হবে ৷ ভ্যাকসিনের কুপনও বণ্টন করছেন শাসকদলের নেতারা ৷ আমরা চাই, স্বচ্ছতা বজায় রেখে স্বাস্থ্যকেন্দ্র কিংবা সরকারি হাসপাতাল থেকেই টিকা দেওয়া হোক ৷ আর তার দেখভাল করুন সরকারি আধিকারিকরাই ৷’’

বিষয়টি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এরকম অভিযোগের কথা আমার জানা নেই ৷ তাই নিদির্ষ্টভাবে কিছু বলতে পারব না ৷’’

আরও পড়ুন : টিকাকরণ নিয়ে আন্দোলনে নামতে বৈঠক, জেলা সভাপতিদের ক্ষোভের মুখে অধীর

অন্যদিকে, বারাসত নবপল্লির সুভাষ ইনস্টিটিউট হল সংলগ্ন একটি সেন্টার থেকে এদিন প্রায় 40 জনকে করোনার টিকা দেওয়া হয় ৷ যার উদ্যোক্তা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা ৷ সহায়তায় ছিল লোকেশ্বারানন্দ আই ফাউন্ডেশন এবং উত্তর 24 পরগনা মিডিয়া পার্সন ওয়েলফেয়ার অর্গানাইজেশন ৷ এই ধরনের টিকাকরণ প্রক্রিয়া আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.