ETV Bharat / state

নৈহাটিতে কোরোনা সংক্রমণের সন্দেহ, আতঙ্ক বনগাঁ সীমান্তেও - Panic of Coronavirus in Petrapole Border

আজ সরকারি নির্দেশে নৈহাটি পৌরসভার পক্ষ থেকে কোরোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে খুঁজে বের করা হয় ৷ তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয় ৷ সেখানে আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ৷

coronavirus
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 3, 2020, 11:44 PM IST

নৈহাটি ও বনগাঁ, 3 ফেব্রুয়ারি : নৈহাটিতে কোরোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে এক ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে । অন্যদিকে এই খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে বনগাঁ সীমান্তে ৷

স্থানীয় সূত্রে খবর, নৈহাটির বাসিন্দা ওই ব্যক্তি ব্যবসার কাজে গতমাসের 3 তারিখ পাঁচ বন্ধুর সঙ্গে চিনে গেছিলেন ৷ 23 তারিখ দেশে ফেরেন ৷ কেরালার কোচি বিমানবন্দরে নেমেছিলেন তাঁরা ৷ সেখান থেকে নৈহাটি ফিরে আসেন ৷ কিন্তু তাঁর পাঁচ বন্ধুর মধ্যে কেরালার এক বাসিন্দা কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খবর পেয়ে আত্মগোপন করেছিলেন তিনি ৷ তিনিও কোরোনা ভাইরাসে আক্রান্ত এরকম খবর ছড়িয়ে পড়েছিল এলাকায় ৷ আজ সরকারি নির্দেশে নৈহাটি পৌরসভার পক্ষ থেকে তাঁকে খুঁজে বের করা হয় ৷ এবং কোরোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয় ৷

নৈহাটি কোরোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে ভরতি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে

এ বিষয়ে নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান পারিষদ সনৎ দে বলেন, "গতকাল স্বাস্থ্য দপ্তরের তরফে আমাদের কাছে খবর আসে নৈহাটিতে একজন কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ তারপর আমরা তাঁর বাড়ি যাই ৷ জানতে পারি তিনি আক্রান্ত নন ৷ কিন্তু যেহেতু তাঁর পাঁচ বন্ধুর একজন যিনি কেরালায় থাকেন তিনি এই ভাইরাসে আক্রান্ত তাই তাঁকে বেলেঘাটা আইডি হাসাপাতালে ভরতি করা হয় ৷ তাঁকে সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ " সেই সঙ্গে তিনি অনুরোধ করেন, "কেউ আতঙ্কিত হবে না ৷ গুজব ছড়াবেন না ৷ আমরা এই সংক্রান্ত একটি হেল্পলাইনও চালু করেছি ৷ "

অন্যদিকে এই খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে বনগাঁ সীমান্তে ৷ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, পেট্রাপোল বন্দরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনও টিম আসেনি ৷ স্থানীয় এক ব্যবসায়ী বাপ্পা ঘোষ বলেন, "বাংলাদেশ থেকে আসছেন যে সমস্ত যাত্রীরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষার কোনও ব্যবস্থা করা হয়নি ৷ স্বাস্থ্য বিভাগের তরফে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ ফলে এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে আছেন ৷ " এ বিষয়ে এক বাংলাদেশি নাগরিক অন্বেষা শিকদার বলেন, "তেমন কোনও চেকিং হয়নি ৷ শুধু মুখে মুখে জিজ্ঞাসা করা হয়েছে চিন, জাপান বা থাইল্যান্ডে গেছিলাম কি না ৷ কিন্তু যদি ডাক্তার থাকতেন তাহলে ভালো হত ৷ পরীক্ষা করতেন শরীরে কোনও জীবাণু রয়েছে কি না ৷ "

উল্লেখ্য, প্রতিদিন এই সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন৷ কয়েকশো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে ৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ এলেও কোনও স্বাস্থ্যকর্মীই নেই পেট্রাপোল সীমান্তে । যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে চিঠির সত্যতা স্বীকার করা হয়নি ৷

নৈহাটি ও বনগাঁ, 3 ফেব্রুয়ারি : নৈহাটিতে কোরোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে এক ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে । অন্যদিকে এই খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে বনগাঁ সীমান্তে ৷

স্থানীয় সূত্রে খবর, নৈহাটির বাসিন্দা ওই ব্যক্তি ব্যবসার কাজে গতমাসের 3 তারিখ পাঁচ বন্ধুর সঙ্গে চিনে গেছিলেন ৷ 23 তারিখ দেশে ফেরেন ৷ কেরালার কোচি বিমানবন্দরে নেমেছিলেন তাঁরা ৷ সেখান থেকে নৈহাটি ফিরে আসেন ৷ কিন্তু তাঁর পাঁচ বন্ধুর মধ্যে কেরালার এক বাসিন্দা কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খবর পেয়ে আত্মগোপন করেছিলেন তিনি ৷ তিনিও কোরোনা ভাইরাসে আক্রান্ত এরকম খবর ছড়িয়ে পড়েছিল এলাকায় ৷ আজ সরকারি নির্দেশে নৈহাটি পৌরসভার পক্ষ থেকে তাঁকে খুঁজে বের করা হয় ৷ এবং কোরোনা ভাইরাস সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয় ৷

নৈহাটি কোরোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে ভরতি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে

এ বিষয়ে নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান পারিষদ সনৎ দে বলেন, "গতকাল স্বাস্থ্য দপ্তরের তরফে আমাদের কাছে খবর আসে নৈহাটিতে একজন কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ তারপর আমরা তাঁর বাড়ি যাই ৷ জানতে পারি তিনি আক্রান্ত নন ৷ কিন্তু যেহেতু তাঁর পাঁচ বন্ধুর একজন যিনি কেরালায় থাকেন তিনি এই ভাইরাসে আক্রান্ত তাই তাঁকে বেলেঘাটা আইডি হাসাপাতালে ভরতি করা হয় ৷ তাঁকে সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ " সেই সঙ্গে তিনি অনুরোধ করেন, "কেউ আতঙ্কিত হবে না ৷ গুজব ছড়াবেন না ৷ আমরা এই সংক্রান্ত একটি হেল্পলাইনও চালু করেছি ৷ "

অন্যদিকে এই খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে বনগাঁ সীমান্তে ৷ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, পেট্রাপোল বন্দরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনও টিম আসেনি ৷ স্থানীয় এক ব্যবসায়ী বাপ্পা ঘোষ বলেন, "বাংলাদেশ থেকে আসছেন যে সমস্ত যাত্রীরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষার কোনও ব্যবস্থা করা হয়নি ৷ স্বাস্থ্য বিভাগের তরফে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ ফলে এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে আছেন ৷ " এ বিষয়ে এক বাংলাদেশি নাগরিক অন্বেষা শিকদার বলেন, "তেমন কোনও চেকিং হয়নি ৷ শুধু মুখে মুখে জিজ্ঞাসা করা হয়েছে চিন, জাপান বা থাইল্যান্ডে গেছিলাম কি না ৷ কিন্তু যদি ডাক্তার থাকতেন তাহলে ভালো হত ৷ পরীক্ষা করতেন শরীরে কোনও জীবাণু রয়েছে কি না ৷ "

উল্লেখ্য, প্রতিদিন এই সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন৷ কয়েকশো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে ৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ এলেও কোনও স্বাস্থ্যকর্মীই নেই পেট্রাপোল সীমান্তে । যদিও রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে চিঠির সত্যতা স্বীকার করা হয়নি ৷

Intro:নৈহাটিতে করোনা ভাইরাস সংক্রমন সন্দেহে হাসপাতালে এক, আতঙ্ক বনগাঁ সীমান্তেও

উত্তর ২৪ পরগনাঃ নৈহাটিতে করোনা ভাইরাস সংক্রমন সন্দেহে এক ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। গত ২৩ জানুয়ারি চিন দেশ থেকে কেরলের কোচি বিমানবন্দরে নামেন। তারপর থেকে তাঁর কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। সোমবার নৈহাটি পৌরসভার পক্ষ থেকে সরকারি নির্দেশে তাঁকে খুঁজে বের করে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আতঙ্কিত পরিবার কোনও ভাবেই সংবাদমাধ্যের সামনে আসতেই চাইছে না। একইভাবে আতঙ্ক ছড়িয়েছে বনগাঁ সীমান্তেও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৈহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ড মনসাতলা এলাকায় এক বাসিন্দা গত 3 জানুয়ারি ব্যবসার কাজে পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে চিনে গিয়েছিলেন। 23 জানুয়ারি চিন থেকে ভারতে ফিরে আসেন। তাঁদের পাঁচ বন্ধুর মধ্যে কেরলের এক বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাই নৈহাটির বাসিন্দাকেও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বেলেঘাটা হাসপাতলে ভর্তি করা হয়েছে। নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যানপারিষদ সনৎ দে বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ব্যক্তিকে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দিকে করোনা ভাইরাস আতঙ্কিত গোটা দেশ | করোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্য স্বাস্থ্য দপ্তরও৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত সীমান্তবর্তী নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই কেরেলের এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস মিলেছে | রাজ্যের সমস্ত সীমান্তে স্বাস্থ্য দপ্তর নজরদারি চালালেও ভারত-বাংলাদেশ প্রেট্টাপোল সীমান্তে সেভাবে কোনও নজরদারি নেই স্বাস্থ্যদপ্তরের ৷ প্রতিদিন এই সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন৷ কয়েক শো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এই সীমান্ত দিয়ে ৷ সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ এলেও কোন স্বাস্থ্যকর্মীই নেই পেট্রাপোল সীমান্তে । যদিও দপ্তর সূত্রে চিঠির সত্যতা স্বীকার করা হয়নি
Body:নৈহাটিতে করোনা ভাইরাস সংক্রমন সন্দেহে হাসপাতালে এক, আতঙ্ক বনগাঁ সীমান্তেও

উত্তর ২৪ পরগনাঃ নৈহাটিতে করোনা ভাইরাস সংক্রমন সন্দেহে এক ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। গত ২৩ জানুয়ারি চিন দেশ থেকে কেরলের কোচি বিমানবন্দরে নামেন। তারপর থেকে তাঁর কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। সোমবার নৈহাটি পৌরসভার পক্ষ থেকে সরকারি নির্দেশে তাঁকে খুঁজে বের করে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আতঙ্কিত পরিবার কোনও ভাবেই সংবাদমাধ্যের সামনে আসতেই চাইছে না। একইভাবে আতঙ্ক ছড়িয়েছে বনগাঁ সীমান্তেও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৈহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ড মনসাতলা এলাকায় এক বাসিন্দা গত 3 জানুয়ারি ব্যবসার কাজে পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে চিনে গিয়েছিলেন। 23 জানুয়ারি চিন থেকে ভারতে ফিরে আসেন। তাঁদের পাঁচ বন্ধুর মধ্যে কেরলের এক বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাই নৈহাটির বাসিন্দাকেও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বেলেঘাটা হাসপাতলে ভর্তি করা হয়েছে। নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যানপারিষদ সনৎ দে বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ব্যক্তিকে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দিকে করোনা ভাইরাস আতঙ্কিত গোটা দেশ | করোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্য স্বাস্থ্য দপ্তরও৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত সীমান্তবর্তী নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই কেরেলের এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস মিলেছে | রাজ্যের সমস্ত সীমান্তে স্বাস্থ্য দপ্তর নজরদারি চালালেও ভারত-বাংলাদেশ প্রেট্টাপোল সীমান্তে সেভাবে কোনও নজরদারি নেই স্বাস্থ্যদপ্তরের ৷ প্রতিদিন এই সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন৷ কয়েক শো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এই সীমান্ত দিয়ে ৷ সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ এলেও কোন স্বাস্থ্যকর্মীই নেই পেট্রাপোল সীমান্তে । যদিও দপ্তর সূত্রে চিঠির সত্যতা স্বীকার করা হয়নি
Conclusion:নৈহাটিতে করোনা ভাইরাস সংক্রমন সন্দেহে হাসপাতালে এক, আতঙ্ক বনগাঁ সীমান্তেও

উত্তর ২৪ পরগনাঃ নৈহাটিতে করোনা ভাইরাস সংক্রমন সন্দেহে এক ব্যক্তিকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। গত ২৩ জানুয়ারি চিন দেশ থেকে কেরলের কোচি বিমানবন্দরে নামেন। তারপর থেকে তাঁর কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। সোমবার নৈহাটি পৌরসভার পক্ষ থেকে সরকারি নির্দেশে তাঁকে খুঁজে বের করে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আতঙ্কিত পরিবার কোনও ভাবেই সংবাদমাধ্যের সামনে আসতেই চাইছে না। একইভাবে আতঙ্ক ছড়িয়েছে বনগাঁ সীমান্তেও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৈহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ড মনসাতলা এলাকায় এক বাসিন্দা গত 3 জানুয়ারি ব্যবসার কাজে পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে চিনে গিয়েছিলেন। 23 জানুয়ারি চিন থেকে ভারতে ফিরে আসেন। তাঁদের পাঁচ বন্ধুর মধ্যে কেরলের এক বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাই নৈহাটির বাসিন্দাকেও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বেলেঘাটা হাসপাতলে ভর্তি করা হয়েছে। নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যানপারিষদ সনৎ দে বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ব্যক্তিকে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দিকে করোনা ভাইরাস আতঙ্কিত গোটা দেশ | করোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্য স্বাস্থ্য দপ্তরও৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত সীমান্তবর্তী নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই কেরেলের এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস মিলেছে | রাজ্যের সমস্ত সীমান্তে স্বাস্থ্য দপ্তর নজরদারি চালালেও ভারত-বাংলাদেশ প্রেট্টাপোল সীমান্তে সেভাবে কোনও নজরদারি নেই স্বাস্থ্যদপ্তরের ৷ প্রতিদিন এই সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন৷ কয়েক শো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এই সীমান্ত দিয়ে ৷ সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ এলেও কোন স্বাস্থ্যকর্মীই নেই পেট্রাপোল সীমান্তে । যদিও দপ্তর সূত্রে চিঠির সত্যতা স্বীকার করা হয়নি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.