ETV Bharat / state

সংগীতের তালে উদ্দাম নৃত্য বারাসতের সেফহোমে - IMA-র সভাপতি চিকিৎসক শান্তনু সেন

বারাসতের সেফহোমে সংগীতের তালে উদ্দাম নাচ আবিসিকদের একাংশের । সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । যা নিয়ো চাপানউতোর শুরু হয়েছে BJP-তৃণমূলের মধ্যে ।

corona patients dance
উদ্দাম নৃত্য বারাসতের সেফহোমে
author img

By

Published : Aug 11, 2020, 3:28 AM IST

Updated : Aug 11, 2020, 8:27 AM IST

বারাসত, 11 অগাস্ট : সংগীত রোগের উপশম করে । মনের উপরে সুদূরপ্রসারী প্রভাব সংগীতের । গান ও বিনোদনের মাধ্যমে রোগীদের প্রফুল্ল রাখতে চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময় । বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে তো বটেই ইদানিং সেফহোমেও গান বাজনাসহ বিনোদনে অংশ নিতে দেখা গেছে আবাসিকদের । চিকিৎসকরা অবশ্য এর মধ্যে খারাপ কিছুই দেখছেন না । উলটে কোরোনার উদ্বিগ্ন মুহূর্ত থেকে মুক্তি দিতে সমর্থন করছেন সংগীত বিনোদনকে ।

IMA-র রাজ্য সভাপতি তথা তৃণমূলের সাংসদ শান্তনু সেন বারাসাতে এসে গত শনিবার জানিয়েছেন, রোগ নিরাময়ে মিউজ়িক থেরাপির কার্যকারিতা রয়েছে । এতদূর পর্যন্ত ঠিকই ছিল, গোলযোগ বেঁধেছে সোশাল নেটওয়ার্কে ভাইরাল হওয়া বারাসাত স্টেডিয়ামে সেফহোমের ভিডিয়ো ঘিরে । ভিডিয়োতে দেখা গেছে, চটুল সংগীতের সঙ্গে আবাসিকদের বিভিন্ন মুদ্রা সহযোগে নাচে অংশ নিতে । ওই আবাসিকরা কয়েকদিন আগে বারাসত সেফহোমে বিষাক্ত সাপের আনাগোনা নিয়ে সরব হয়েছিলেন । আর ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাপের ফনার অঙ্গভঙ্গি করে আবাসিকরা নাচছেন গানের সঙ্গে । আর তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে BJP-তৃণমূলের মধ্যে ।

তৃণমূল সাংসদ তথা IMA-র সভাপতি চিকিৎসক শান্তনু সেন অবশ্য সেফহোমের নাচগানে দোষের কিছু দেখছেন না । তিনি বলেন,"গান শুনলে মন ভালো থাকে । আর মন ভালো থাকলে রোগব্যাধি খুব একটা কাবু করতে পারে না ।" তবে সেফহোমের নাচগানের ধরন নিয়ে তিনি কিছু বলেননি ।

উদ্দাম নৃত্য বারাসতের সেফহোমে

অন্যদিকে, BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় সেফহোমের চটুল নাচগান নিয়ে সরব হয়েছেন । তিনি বলেন, "ভিডিয়োটা আমার কাছেও এসেছে । সেফহোম মানে সেখানে সুস্থ থাকার পরিবেশ করে দেওয়া । কিন্তু যে ধরনের চটুল নাচগান সেখানে দেখলাম, তাতে আমার সেফহোমের পরিবেশটা অন্য রকম মনে হল । আমি জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষযটা জানাব ।"

বারাসত, 11 অগাস্ট : সংগীত রোগের উপশম করে । মনের উপরে সুদূরপ্রসারী প্রভাব সংগীতের । গান ও বিনোদনের মাধ্যমে রোগীদের প্রফুল্ল রাখতে চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময় । বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে তো বটেই ইদানিং সেফহোমেও গান বাজনাসহ বিনোদনে অংশ নিতে দেখা গেছে আবাসিকদের । চিকিৎসকরা অবশ্য এর মধ্যে খারাপ কিছুই দেখছেন না । উলটে কোরোনার উদ্বিগ্ন মুহূর্ত থেকে মুক্তি দিতে সমর্থন করছেন সংগীত বিনোদনকে ।

IMA-র রাজ্য সভাপতি তথা তৃণমূলের সাংসদ শান্তনু সেন বারাসাতে এসে গত শনিবার জানিয়েছেন, রোগ নিরাময়ে মিউজ়িক থেরাপির কার্যকারিতা রয়েছে । এতদূর পর্যন্ত ঠিকই ছিল, গোলযোগ বেঁধেছে সোশাল নেটওয়ার্কে ভাইরাল হওয়া বারাসাত স্টেডিয়ামে সেফহোমের ভিডিয়ো ঘিরে । ভিডিয়োতে দেখা গেছে, চটুল সংগীতের সঙ্গে আবাসিকদের বিভিন্ন মুদ্রা সহযোগে নাচে অংশ নিতে । ওই আবাসিকরা কয়েকদিন আগে বারাসত সেফহোমে বিষাক্ত সাপের আনাগোনা নিয়ে সরব হয়েছিলেন । আর ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাপের ফনার অঙ্গভঙ্গি করে আবাসিকরা নাচছেন গানের সঙ্গে । আর তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে BJP-তৃণমূলের মধ্যে ।

তৃণমূল সাংসদ তথা IMA-র সভাপতি চিকিৎসক শান্তনু সেন অবশ্য সেফহোমের নাচগানে দোষের কিছু দেখছেন না । তিনি বলেন,"গান শুনলে মন ভালো থাকে । আর মন ভালো থাকলে রোগব্যাধি খুব একটা কাবু করতে পারে না ।" তবে সেফহোমের নাচগানের ধরন নিয়ে তিনি কিছু বলেননি ।

উদ্দাম নৃত্য বারাসতের সেফহোমে

অন্যদিকে, BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় সেফহোমের চটুল নাচগান নিয়ে সরব হয়েছেন । তিনি বলেন, "ভিডিয়োটা আমার কাছেও এসেছে । সেফহোম মানে সেখানে সুস্থ থাকার পরিবেশ করে দেওয়া । কিন্তু যে ধরনের চটুল নাচগান সেখানে দেখলাম, তাতে আমার সেফহোমের পরিবেশটা অন্য রকম মনে হল । আমি জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিষযটা জানাব ।"

Last Updated : Aug 11, 2020, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.