ETV Bharat / state

কোরোনা আক্রান্ত 78 বছরের বৃদ্ধার মৃত্যু বেলেঘাটা ID -তে - 78 বছরের বৃদ্ধার মৃত্যু

মধ্যমগ্রামের বাসিন্দা 78 বছরের এক বৃদ্ধার মৃত্যু হল বেলেঘাটা ID হাসপাতালে । কোরোনায় আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ।

ছবি
ছবি
author img

By

Published : May 15, 2020, 1:30 PM IST

Updated : May 15, 2020, 1:57 PM IST

মধ্যমগ্রাম, 15 মে : কোরোনায় আক্রান্ত মধ্যমগ্রামের সেই বৃদ্ধার মৃত্যু হল বেলেঘাটা ID হাসপাতালে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে 78 বছরের ওই বৃদ্ধা কোরোনা আক্রান্ত হয়েই মারা গেছেন । ঘটনায় পর যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় । এর আগে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আক্রান্ত 4 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও সেই লড়াইয়ের কাছে হার মানলেন ওই বৃদ্ধা । ফলে, সুস্থ হয়ে আর বাড়ি ফেরা সম্ভব হলনা তাঁর । মৃত্যু হল হাসপাতালেই ।


মধ্যমগ্রাম পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ।কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার জন্য তাঁকে বাগুইআটির এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । সেখানে অবস্থার অবনতি হলে ওই বৃদ্ধাকে VIP রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে পরিবারের লোকজন । সেখানে তাঁকে দেখে চিকিৎসকরা কোরোনা সন্দেহ করেন ।এরপর, ওই হাসপাতাল থেকে তাঁর লালারসের নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সোমবার রাতে সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তারপরই ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা ID হাসপাতালে।সেখানেই এতদিন চিকিৎসা চলছিল । শেষে গতকাল ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর । ইতিমধ্যে আক্রান্ত ওই বৃদ্ধার পরিবারের লোকজনকে বারাসতের একটি কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে পর্যবেক্ষণের জন্য ।আক্রান্তের বাড়ির এলাকা সিল করা থেকে শুরু করে স্যানিটাইজ় করা সবকিছুই সম্পন্ন হয়েছে পৌরসভার তরফে । এছাড়া, একাধিক পদক্ষেপও করা হয়েছে ।

এদিকে, ওই বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় । উদ্বিগ্ন জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ । তবে, এনিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পৌরসভার পৌর প্রধান ও বিধায়ক রথীন ঘোষ । তিনি বলেন, " কোরোনা আক্রান্ত ওই বৃদ্ধার গতকাল মৃত্যু হয়েছে বেলেঘাটা ID হাসপাতালে । উনি আক্রান্ত হওয়ার পরই প্রশাসন রবীন্দ্র পল্লি এলাকাকে কনটেইনমেন্ট জো়ন হিসেবে ঘোষণা করেছে । পৌরসভার তরফে আমরাও যাবতীয় পদক্ষেপ করেছি । তাই,সাধারণ মানুষকে বলব, আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশিত লকডাউনের নিয়মবিধি মেনে চলুন । তাহলেই কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে পারব আমরা ।" অপরদিকে, কোয়ারানটিনে থাকা মৃত বৃদ্ধার পরিবারের লোকজনের সোয়াব টেস্টের নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে ।

মধ্যমগ্রাম, 15 মে : কোরোনায় আক্রান্ত মধ্যমগ্রামের সেই বৃদ্ধার মৃত্যু হল বেলেঘাটা ID হাসপাতালে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে 78 বছরের ওই বৃদ্ধা কোরোনা আক্রান্ত হয়েই মারা গেছেন । ঘটনায় পর যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় । এর আগে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আক্রান্ত 4 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও সেই লড়াইয়ের কাছে হার মানলেন ওই বৃদ্ধা । ফলে, সুস্থ হয়ে আর বাড়ি ফেরা সম্ভব হলনা তাঁর । মৃত্যু হল হাসপাতালেই ।


মধ্যমগ্রাম পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ।কয়েকদিন আগে শারীরিক অসুস্থতার জন্য তাঁকে বাগুইআটির এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । সেখানে অবস্থার অবনতি হলে ওই বৃদ্ধাকে VIP রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে পরিবারের লোকজন । সেখানে তাঁকে দেখে চিকিৎসকরা কোরোনা সন্দেহ করেন ।এরপর, ওই হাসপাতাল থেকে তাঁর লালারসের নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সোমবার রাতে সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তারপরই ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা ID হাসপাতালে।সেখানেই এতদিন চিকিৎসা চলছিল । শেষে গতকাল ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর । ইতিমধ্যে আক্রান্ত ওই বৃদ্ধার পরিবারের লোকজনকে বারাসতের একটি কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে পর্যবেক্ষণের জন্য ।আক্রান্তের বাড়ির এলাকা সিল করা থেকে শুরু করে স্যানিটাইজ় করা সবকিছুই সম্পন্ন হয়েছে পৌরসভার তরফে । এছাড়া, একাধিক পদক্ষেপও করা হয়েছে ।

এদিকে, ওই বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় । উদ্বিগ্ন জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ । তবে, এনিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পৌরসভার পৌর প্রধান ও বিধায়ক রথীন ঘোষ । তিনি বলেন, " কোরোনা আক্রান্ত ওই বৃদ্ধার গতকাল মৃত্যু হয়েছে বেলেঘাটা ID হাসপাতালে । উনি আক্রান্ত হওয়ার পরই প্রশাসন রবীন্দ্র পল্লি এলাকাকে কনটেইনমেন্ট জো়ন হিসেবে ঘোষণা করেছে । পৌরসভার তরফে আমরাও যাবতীয় পদক্ষেপ করেছি । তাই,সাধারণ মানুষকে বলব, আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশিত লকডাউনের নিয়মবিধি মেনে চলুন । তাহলেই কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে পারব আমরা ।" অপরদিকে, কোয়ারানটিনে থাকা মৃত বৃদ্ধার পরিবারের লোকজনের সোয়াব টেস্টের নমুনা কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে ।

Last Updated : May 15, 2020, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.