ETV Bharat / state

বনগাঁয় তৃণমূল নেতা-কর্মীদের মাস্ক পরালেন BJP বিধায়ক - BJP

মুখে মাস্ক নেই তৃণমূল নেতা-কর্মীদের । রাস্তায় বেরিয়ে তাঁদের মাস্ক পরালেন বনগাঁর BJP বিধায়ক বিশ্বজিৎ দাস ।

mla
মাস্ক পরাচ্ছেন বিধায়ক
author img

By

Published : Apr 14, 2020, 3:34 PM IST

বনগাঁ, 14 এপ্রিল : কোরোনা সচেতনতায় বেরিয়ে এবার তৃণমূল নেতা-কর্মীদের মাস্ক পরালেন বনগাঁর BJP বিধায়ক বিশ্বজিৎ দাস । পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা সকলকে মাস্ক পরিয়ে দেন তিনি । কেউ অকারণে বেরিয়ে থাকলে তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন । কোরোনা রুখতে লকডাউন মেনে সবাইকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন বনগাঁর বিধায়ক ।

লকাডাউনের 21 নম্বর দিন । দেশে কোরোনা সংক্রমিতের সংখ্যা ন'হাজার ছুঁই ছুঁই । রাজ্যে 110 । দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যাটা । প্রশাসনের তরফে হাজারো চেষ্টা হলেও লকডাউন অমান্য করে নানা অজুহাতে বাড়ি থেকে বেরোচ্ছেন অনেকে । সামাজিক দূরত্ব না মেনেই দোকান-বাজারে চলছে কেনাকাটা । এই পরিস্থিতিতে রাস্তায় নেমে মানুষকে সচেতন করছে তৃণমূল থেকে CPI(M), কংগ্রেস থেকে BJP সব দল । রাজনৈতিক ভেদাভেদ ভুলেই চলছে মানুষের পাশে দাঁড়ানো । বনগাঁয় এমনই ছবি দেখা গেল গতকাল । রাস্তায় বেরিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মুখে মাস্ক পরিয়ে দিলেন BJP বিধায়ক ।

গতকাল স্থানীয় কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে বনগাঁর চাঁপাবেড়িয়া কালীবাড়ি বাজার ও পাড়ার মধ্যে ঘুরে ঘুরে মানুষকে কোরোনা সম্পর্কে সচেতন করেন বিশ্বজিৎবাবু । যাকেই মাস্ক ছাড়া দেখেছেন তাঁর মুখেই পরিয়ে দিয়েছেন মাস্ক । কালীবাড়ি বাজারের কাছে কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে মাস্ক ছাড়া দেখে তাঁদেরও মাস্ক পরিয়ে দেন তিনি ।

এবিষয়ে বিশ্বজিৎবাবু বলেন, "আমি বনগাঁর বিধায়ক । দলমত নির্বিশেষে সবাই আমার আপন । তাই সবাইকে সচেতন করার চেষ্টা করেছি । সবার কথা বিবেচনা করে আমার বিধায়ক তহবিল থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে ৪৪ লাখ টাকা দিয়েছি । তৃণমূল নেতা-কর্মীরাও যে কোনও প্রয়োজনে ফোন করতে পারেন ।"

বনগাঁ, 14 এপ্রিল : কোরোনা সচেতনতায় বেরিয়ে এবার তৃণমূল নেতা-কর্মীদের মাস্ক পরালেন বনগাঁর BJP বিধায়ক বিশ্বজিৎ দাস । পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা সকলকে মাস্ক পরিয়ে দেন তিনি । কেউ অকারণে বেরিয়ে থাকলে তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন । কোরোনা রুখতে লকডাউন মেনে সবাইকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন বনগাঁর বিধায়ক ।

লকাডাউনের 21 নম্বর দিন । দেশে কোরোনা সংক্রমিতের সংখ্যা ন'হাজার ছুঁই ছুঁই । রাজ্যে 110 । দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যাটা । প্রশাসনের তরফে হাজারো চেষ্টা হলেও লকডাউন অমান্য করে নানা অজুহাতে বাড়ি থেকে বেরোচ্ছেন অনেকে । সামাজিক দূরত্ব না মেনেই দোকান-বাজারে চলছে কেনাকাটা । এই পরিস্থিতিতে রাস্তায় নেমে মানুষকে সচেতন করছে তৃণমূল থেকে CPI(M), কংগ্রেস থেকে BJP সব দল । রাজনৈতিক ভেদাভেদ ভুলেই চলছে মানুষের পাশে দাঁড়ানো । বনগাঁয় এমনই ছবি দেখা গেল গতকাল । রাস্তায় বেরিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মুখে মাস্ক পরিয়ে দিলেন BJP বিধায়ক ।

গতকাল স্থানীয় কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে বনগাঁর চাঁপাবেড়িয়া কালীবাড়ি বাজার ও পাড়ার মধ্যে ঘুরে ঘুরে মানুষকে কোরোনা সম্পর্কে সচেতন করেন বিশ্বজিৎবাবু । যাকেই মাস্ক ছাড়া দেখেছেন তাঁর মুখেই পরিয়ে দিয়েছেন মাস্ক । কালীবাড়ি বাজারের কাছে কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে মাস্ক ছাড়া দেখে তাঁদেরও মাস্ক পরিয়ে দেন তিনি ।

এবিষয়ে বিশ্বজিৎবাবু বলেন, "আমি বনগাঁর বিধায়ক । দলমত নির্বিশেষে সবাই আমার আপন । তাই সবাইকে সচেতন করার চেষ্টা করেছি । সবার কথা বিবেচনা করে আমার বিধায়ক তহবিল থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে ৪৪ লাখ টাকা দিয়েছি । তৃণমূল নেতা-কর্মীরাও যে কোনও প্রয়োজনে ফোন করতে পারেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.