ETV Bharat / state

Barasat Land Dispute: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশি-কাজে বাধার অভিযোগ, জমি পেলেন না প্রকৃত মালিক - Land Dispute

আজমিরা খাতুনের পৈতৃক জমি তাঁকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ সেই অনুযায়ী জমি জবরদখল মুক্ত করতে যায় পুলিশ ৷ এদিকে পুলিশকে এই কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৷

ETV Bharat
জমি জবরদখল মুক্ত করতে গিয়ে বিতর্ক বারাসতে
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 1:05 PM IST

বারাসাতে জমি জবরদখল মুক্ত করতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের বাধার মুখে পুলিশ

বারাসত, 17 অক্টোবর: আদালতের নির্দেশ, অবিলম্বে জমির মালিককে তাঁর জমি ফিরিয়ে দিতে হবে । তা পালন করতে গিয়ে শাসকদলের কাউন্সিলরের বাধার মুখে পড়তে হল পুলিশকে ৷ উত্তর 24 পরগনার সদর শহর বারাসতে এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর সমীর কুণ্ডুর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে ৷ জমি জবরদখল মুক্ত না-করেই ফিরতে হল পুলিশকে ৷ তবে কাউন্সিলরের পালটা দাবি, তিনি কোনও অন‍্যায় কাজ করেননি ৷ এনিয়ে শাসকদলকে বিঁধতে ছাড়েনি গেরুয়া শিবির ৷

সূত্রের খবর, বারাসত পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের হাসপাতাল সংলগ্ন যশোর রোডের ধারে জমি দখল করে রেখেছে কয়েকজন দোকানদার ৷ এই জমি আজমিরা খাতুনের পৈতৃক জমি ৷ এই জমি ফিরে পেতে তিনি আদালতের দ্বারস্থ হন ৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত তাঁর পক্ষে রায় দেয় ৷

এই প্রসঙ্গে আজমিরার বলেন, "এসডিইএম আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, প্রশাসনকে পৈতৃক জমি জবরদখল মুক্ত করতে হবে ৷" আদালতের নির্দেশের এই কপি বারাসত থানা, পৌরসভা, এমনকী বারাসত পুলিশ জেলার পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ এই অবস্থায় সোমবার দুপুরে আদালতের সেই নির্দেশে জমি জবরদখলমুক্ত করতে যায় বারাসত থানার পুলিশ ৷ তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় পৌরসভার এগজিকিউটিভ অফিসার-সহ প্রশাসনের অন‍্য আধিকারিকরাও ৷

আরও পড়ুন: জমি সংক্রান্ত বিবাদের জের, সন্তানদের সামনেই বাবাকে গলা কেটে খুন কাকার !

বুলডোজার দিয়ে জবরদখল মুক্ত করার কাজ শুরু করে প্রশাসন ৷ খবর পেয়ে তখনই সেখানে দলবল নিয়ে হাজির হন পাশের 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীর কুণ্ডু ৷ পুলিশের এক আধিকারিক তাঁকে আদালতের নির্দেশের কপি দেখালেও তিনি সে কথা শোনেননি বলে অভিযোগ ৷

কাউন্সিলর সমীর কুণ্ডু এই ঘটনায় পুজোর মুখে আইন-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্ন তুলেছেন ৷ তাঁর দাবি, এইভাবে কাউকে তোলা যাবে না ৷ শুধু তাই নয়, আদালতের নির্দেশের বিষয়টি কেন পৌরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, আইএনটিটিইউসি নেতৃত্বকে জানানো হয়নি, তা নিয়ে পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন তৃণমূল কাউন্সিলর ৷

এনিয়ে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ টানাপোড়েন চলার পর পুলিশকেই পিছু হঠতে হয় ৷ কাজ অসমাপ্ত রেখেই ফিরতে হয়েছে পুলিশ প্রশাসনকে ৷ আর এতেই শুরু হয়েছে বিতর্ক ৷ যা নিয়ে শাসকদলের কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জমির মালিক আজমিরা খাতুন ৷ এই বিষয়ে তিনি বলেন, "আমার বাবা বেঁচে থাকাকালীন জবরদখলকারীরা ওই জমি হাতিয়ে নিয়েছে ৷ সেই জমির প্রকৃত মালিক আমরাই ৷ আদালতের রায় আমাদের পক্ষে গিয়েছে ৷ তাও আমরা এদিন পৈতৃক জমি ফিরে পেলাম না ৷ পাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীর কুণ্ডু পুলিশের কাজে বাধা দিয়েছেন ৷ অসহায় এক পরিবারের পাশে না-দাঁড়িয়ে কাউন্সিলর যদি জবরদখলকারীদের হয়েই কথা বলেন, তাহলে আর কী বলব ? বিষয়টি আমরা আদালতকে জানাব ৷" অন‍্যদিকে, আদালতের নির্দেশ পালন করতে না দেওয়ায় তৃণমূল কাউন্সিলরকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন: নিজের জমি রক্ষা করতে গিয়ে দলেরই অপর গোষ্ঠীর হাতে খুন তৃণমূল কর্মী ! চাঞ্চল্য বসিরহাটে

বারাসাতে জমি জবরদখল মুক্ত করতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের বাধার মুখে পুলিশ

বারাসত, 17 অক্টোবর: আদালতের নির্দেশ, অবিলম্বে জমির মালিককে তাঁর জমি ফিরিয়ে দিতে হবে । তা পালন করতে গিয়ে শাসকদলের কাউন্সিলরের বাধার মুখে পড়তে হল পুলিশকে ৷ উত্তর 24 পরগনার সদর শহর বারাসতে এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর সমীর কুণ্ডুর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে ৷ জমি জবরদখল মুক্ত না-করেই ফিরতে হল পুলিশকে ৷ তবে কাউন্সিলরের পালটা দাবি, তিনি কোনও অন‍্যায় কাজ করেননি ৷ এনিয়ে শাসকদলকে বিঁধতে ছাড়েনি গেরুয়া শিবির ৷

সূত্রের খবর, বারাসত পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের হাসপাতাল সংলগ্ন যশোর রোডের ধারে জমি দখল করে রেখেছে কয়েকজন দোকানদার ৷ এই জমি আজমিরা খাতুনের পৈতৃক জমি ৷ এই জমি ফিরে পেতে তিনি আদালতের দ্বারস্থ হন ৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত তাঁর পক্ষে রায় দেয় ৷

এই প্রসঙ্গে আজমিরার বলেন, "এসডিইএম আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, প্রশাসনকে পৈতৃক জমি জবরদখল মুক্ত করতে হবে ৷" আদালতের নির্দেশের এই কপি বারাসত থানা, পৌরসভা, এমনকী বারাসত পুলিশ জেলার পুলিশ সুপারকেও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ এই অবস্থায় সোমবার দুপুরে আদালতের সেই নির্দেশে জমি জবরদখলমুক্ত করতে যায় বারাসত থানার পুলিশ ৷ তাঁদের সঙ্গে ছিলেন স্থানীয় পৌরসভার এগজিকিউটিভ অফিসার-সহ প্রশাসনের অন‍্য আধিকারিকরাও ৷

আরও পড়ুন: জমি সংক্রান্ত বিবাদের জের, সন্তানদের সামনেই বাবাকে গলা কেটে খুন কাকার !

বুলডোজার দিয়ে জবরদখল মুক্ত করার কাজ শুরু করে প্রশাসন ৷ খবর পেয়ে তখনই সেখানে দলবল নিয়ে হাজির হন পাশের 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীর কুণ্ডু ৷ পুলিশের এক আধিকারিক তাঁকে আদালতের নির্দেশের কপি দেখালেও তিনি সে কথা শোনেননি বলে অভিযোগ ৷

কাউন্সিলর সমীর কুণ্ডু এই ঘটনায় পুজোর মুখে আইন-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্ন তুলেছেন ৷ তাঁর দাবি, এইভাবে কাউকে তোলা যাবে না ৷ শুধু তাই নয়, আদালতের নির্দেশের বিষয়টি কেন পৌরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, আইএনটিটিইউসি নেতৃত্বকে জানানো হয়নি, তা নিয়ে পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন তৃণমূল কাউন্সিলর ৷

এনিয়ে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ টানাপোড়েন চলার পর পুলিশকেই পিছু হঠতে হয় ৷ কাজ অসমাপ্ত রেখেই ফিরতে হয়েছে পুলিশ প্রশাসনকে ৷ আর এতেই শুরু হয়েছে বিতর্ক ৷ যা নিয়ে শাসকদলের কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জমির মালিক আজমিরা খাতুন ৷ এই বিষয়ে তিনি বলেন, "আমার বাবা বেঁচে থাকাকালীন জবরদখলকারীরা ওই জমি হাতিয়ে নিয়েছে ৷ সেই জমির প্রকৃত মালিক আমরাই ৷ আদালতের রায় আমাদের পক্ষে গিয়েছে ৷ তাও আমরা এদিন পৈতৃক জমি ফিরে পেলাম না ৷ পাশের ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমীর কুণ্ডু পুলিশের কাজে বাধা দিয়েছেন ৷ অসহায় এক পরিবারের পাশে না-দাঁড়িয়ে কাউন্সিলর যদি জবরদখলকারীদের হয়েই কথা বলেন, তাহলে আর কী বলব ? বিষয়টি আমরা আদালতকে জানাব ৷" অন‍্যদিকে, আদালতের নির্দেশ পালন করতে না দেওয়ায় তৃণমূল কাউন্সিলরকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়েছেন বিজেপি নেতা প্রতীপ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন: নিজের জমি রক্ষা করতে গিয়ে দলেরই অপর গোষ্ঠীর হাতে খুন তৃণমূল কর্মী ! চাঞ্চল্য বসিরহাটে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.