গুমা, 27 মার্চ : BJP প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য করে পোস্টার দেওয়া হল গুমায়। BJP সমর্থকদের নাম করেই এই পোস্টার দেওয়া হয়। কিন্তু BJP কর্মী সমর্থকেরা বিরোধী রাজনৈতিক দল তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
জেলা সভাপতি প্রদীপ ব্যানার্জিকেই প্রার্থী হিসেবে দেখতে চাই। বারাসত লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ডাক্তার মৃণালকান্তি দেবনাথকে প্রার্থী হিসেবে চাই না। এমনই মন্তব্য করে পোস্টার দেওয়া হয়েছে গুমার স্টেশন চত্বরে।
এই বিষয়ে BJP-র যুব মোর্চার সাধারণ সম্পাদক জয়ন্ত সরকার বলেন, "তৃণমূল ভয় পেয়েছে। তাই আমাদের প্রার্থীর নামে বিতর্কিত মন্তব্য করে পোস্টার দিচ্ছে। আমরা চাই তৃণমূল সামনে এসে ভোটের ময়দানে লড়াই করুক। কিন্তু এইরকম নোংরামো মানুষ ভালো চোখে নেবে না। সাধারণ মানুষ আমাদের পাশে আছে।"
অভিযোগ অস্বীকার করে অশোকনগরের যুব তৃণমূল সভাপতি বিজন দাস বলেন, "এটা BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমরা আমাদের দলীয় প্রচার নিয়ে ব্যস্ত। আমাদের কর্মীরা এমন কাজ করেনি।"