ব্যারাকপুর, ১৫ মার্চ :ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করলেন যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট তপাদার।
সদ্য BJP-তে যোগ দিয়েছেন অর্জুন সিং। গতকাল দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে অর্জুন বলেন, "মা মাটি মানুষ এখন মানি মানি মানি ছাড়া আর কিছুই নয়।" এবিষয়ে সম্রাট তপাদার বলেন, "অর্জুন সিং একথা বলে রাজ্য সরকার ও সাধারণ মানুষকে অপমানিত করেছেন।" তাই তাঁর বিরুদ্ধে আজ টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন।
এছাড়াও অভিযোগের একটি কপি ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে জমা দেন সম্রাট তপাদার। রাজ্য সরকার ও সাধারণ মানুষকে অপমানিত করার জন্য তাঁর উপযুক্ত শাস্তির দাবি জানান। তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দেওয়ায় প্রতিহিংসা নিতেই এই পদক্ষেপ বলে অভিযোগ BJP-র।