ETV Bharat / state

আমডাঙায় বাস ও লরির সংঘর্ষ, আহত কমপক্ষে ৪০ - police

বাস ও লরির সংঘর্ষে আহত হল কমপক্ষে ৪০ জন। এর মধ্যে গুরুতর আহত ১০-১২ জন। দুর্ঘটনাটি আমডাঙার বেতপুকুর কাচিয়ারা মোড়ের।

বাস দুর্ঘটনা
author img

By

Published : Feb 6, 2019, 7:03 AM IST

বারাসত, ৬ ফেব্রুয়ারি: বাস ও লরির সংঘর্ষে আহত হল কমপক্ষে ৪০ জন। এর মধ্যে গুরুতর আহত ১০-১২ জন। দুর্ঘটনাটি ঘটেছে আমডাঙার বেতপুকুর কাচিয়ারা মোড়ে। ৮৭ নম্বর রুটের একটি বাস বারাসত থেকে জাগুলিয়ার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে একটি পণ্যবোঝাই দশ চাকার লরি বারাসতের দিকে আসছিল। রাত আটটা নাগাদ ৩৪ নম্বর কাচিয়ারা মোড়ের কাছে জাতীয় সড়কে লরিটি সামনের একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাসটিকে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে আমডাঙা ও বারাসত হাসপাতালে ভরতি করা হয়।

এই দুর্ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে আমডাঙা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেনের সাহায্যে সরিয়ে নিয়ে যায়। স্বাভাবিক হয় যানচলাচল। ভোলানাথ মণ্ডল নামে এক আহত যাত্রী বলেন, "ওই বাসে করেই আমডাঙার দিকে যাচ্ছিলাম। হঠাৎই একটি দশ চাকার লরি বাসটিকে ধাক্কা মারল। এরপর আর কিছু মনে নেই।"

দুর্ঘটনায় আহত সুমিত দাসের ভাই অজিত দাস বলেন, "রাত নটার পর ৩৪ নম্বর জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ির সংখ্যা বাড়তে থাকে। কে কার জায়গা নেবে তা নিয়ে রেষারেষি চলে।"

দুর্ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক লরিটি। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।

undefined

বারাসত, ৬ ফেব্রুয়ারি: বাস ও লরির সংঘর্ষে আহত হল কমপক্ষে ৪০ জন। এর মধ্যে গুরুতর আহত ১০-১২ জন। দুর্ঘটনাটি ঘটেছে আমডাঙার বেতপুকুর কাচিয়ারা মোড়ে। ৮৭ নম্বর রুটের একটি বাস বারাসত থেকে জাগুলিয়ার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে একটি পণ্যবোঝাই দশ চাকার লরি বারাসতের দিকে আসছিল। রাত আটটা নাগাদ ৩৪ নম্বর কাচিয়ারা মোড়ের কাছে জাতীয় সড়কে লরিটি সামনের একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাসটিকে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে আমডাঙা ও বারাসত হাসপাতালে ভরতি করা হয়।

এই দুর্ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে আমডাঙা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেনের সাহায্যে সরিয়ে নিয়ে যায়। স্বাভাবিক হয় যানচলাচল। ভোলানাথ মণ্ডল নামে এক আহত যাত্রী বলেন, "ওই বাসে করেই আমডাঙার দিকে যাচ্ছিলাম। হঠাৎই একটি দশ চাকার লরি বাসটিকে ধাক্কা মারল। এরপর আর কিছু মনে নেই।"

দুর্ঘটনায় আহত সুমিত দাসের ভাই অজিত দাস বলেন, "রাত নটার পর ৩৪ নম্বর জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ির সংখ্যা বাড়তে থাকে। কে কার জায়গা নেবে তা নিয়ে রেষারেষি চলে।"

দুর্ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক লরিটি। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।

undefined

Suttur Mutt (Karnataka), Feb 05 (ANI): Balloons caught fire at Suttur Mutt in Karnataka's Mysuru. Three people sustained minor injuries in this incident. Shivarathri Deshikendra Mahaswamiji had a narrow escape in this fire incident. Tragedy was averted when a bunch of gas balloons filled with helium exploded in Suttur Mutt in Mysuru where inaugural function of wrestling tournament was taking place. Shivarathri Deshikendra Mahaswamiji head pontiff of Suttur Mutt was the chief guest of this function .When swamiji was inaugurating the tournament, balloons put up on top for decorations suddenly blasted. The Suttur Mutt Seer and MLC Marithibbe Gowda are among the four injured in the incident.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.