ETV Bharat / state

ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজ ছাত্রদের রাস্তা অবরোধ অশোকনগরে - college students

কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামলেন একদল কলেজ পড়ুয়া ৷ ফোন-ইন্টারনেট-কাগজ-কলম সবই যখন তাঁদের নিজস্ব তারপরও পরীক্ষা বা কলেজের ফি দেওয়ার যৌক্তিকতা নেই বলে প্রতিবাদের পথ হিসাবে রাস্তা অবরোধের পথ বেছে নিয়েছেন তাঁরা ৷ সোমবার অশোকনগরের কল্যাণগড় মোড়ে এই যুক্তিতেই পথ অবরোধ করেন অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় কলেজের পড়ুয়ারা ৷ অবরোধের জেরে যানজট বেড়ে গেলে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে ৷

অশোকনগরে কলেজ পড়ুয়াদের অবরোধ ৷
অশোকনগরে কলেজ পড়ুয়াদের অবরোধ ৷
author img

By

Published : Apr 19, 2021, 8:43 PM IST

অশোকনগর, 19 এপ্রিল : ফোন-ইন্টারনেট-কাগজ-কলম সবই তাঁদের ৷ তারপরও পরীক্ষার ফি কেন দিতে হবে ? তারই প্রতিবাদে রাস্তায় নামলেন একদল কলেজ পড়ুয়া ৷ কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে কল্যাণগড় মোড় অবরোধ করে প্রতিবাদ জানালেন অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় কলেজের পড়ুয়ারা ৷ সোমবার ছাত্রছাত্রীদের এই অবরোধের ফলে বিশাল যানজট তৈরি হয় এলাকায় ৷ ঘটনাস্থলে আসে পুলিশ ৷ কল্যাণগড় মোড় থেকে অবরোধকারী পড়ুয়াদের সরিয়ে দিলে তাঁরা কলেজের গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷

ফি বৃদ্ধির প্রতিবাদে অশোকনগরে কলেজ পড়ুয়াদের অবরোধ ৷

আন্দোলনকারীদের দাবি, কলেজের ফি বৃদ্ধি করা হয়েছে এবং অত্যাধিক ইলেকট্রিক বিল তাঁদের কাছে নেওয়া হচ্ছে ৷ তাই এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন ৷ তাঁদের দাবি, শিক্ষাঙ্গণে নাকি ব্যবসা চলছে ৷ তা অবিলম্বে বন্ধ করতে হবে ৷ আন্দোলনকারীদেব বক্তব্য, ইন্টারনেট-ফোন-কাগজ-কলম সবই তাঁদের ৷ তাও পরীক্ষার ফি দেওয়ার কোনও যৌক্তিকতা নেই ৷ তাই পরীক্ষার ফি দেওয়ার কোনও মানেই হয় না ৷ পরীক্ষার এই ফি দেওয়া বন্ধ করতে হবে ৷ শিক্ষাঙ্গণে ব্যবসা বন্ধ করতে হবে ৷ তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, তাঁদের এই আন্দোলন চলবে ৷

আরও পড়ুন : ডানকুনির স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের

এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

অশোকনগর, 19 এপ্রিল : ফোন-ইন্টারনেট-কাগজ-কলম সবই তাঁদের ৷ তারপরও পরীক্ষার ফি কেন দিতে হবে ? তারই প্রতিবাদে রাস্তায় নামলেন একদল কলেজ পড়ুয়া ৷ কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে কল্যাণগড় মোড় অবরোধ করে প্রতিবাদ জানালেন অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় কলেজের পড়ুয়ারা ৷ সোমবার ছাত্রছাত্রীদের এই অবরোধের ফলে বিশাল যানজট তৈরি হয় এলাকায় ৷ ঘটনাস্থলে আসে পুলিশ ৷ কল্যাণগড় মোড় থেকে অবরোধকারী পড়ুয়াদের সরিয়ে দিলে তাঁরা কলেজের গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷

ফি বৃদ্ধির প্রতিবাদে অশোকনগরে কলেজ পড়ুয়াদের অবরোধ ৷

আন্দোলনকারীদের দাবি, কলেজের ফি বৃদ্ধি করা হয়েছে এবং অত্যাধিক ইলেকট্রিক বিল তাঁদের কাছে নেওয়া হচ্ছে ৷ তাই এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন ৷ তাঁদের দাবি, শিক্ষাঙ্গণে নাকি ব্যবসা চলছে ৷ তা অবিলম্বে বন্ধ করতে হবে ৷ আন্দোলনকারীদেব বক্তব্য, ইন্টারনেট-ফোন-কাগজ-কলম সবই তাঁদের ৷ তাও পরীক্ষার ফি দেওয়ার কোনও যৌক্তিকতা নেই ৷ তাই পরীক্ষার ফি দেওয়ার কোনও মানেই হয় না ৷ পরীক্ষার এই ফি দেওয়া বন্ধ করতে হবে ৷ শিক্ষাঙ্গণে ব্যবসা বন্ধ করতে হবে ৷ তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, তাঁদের এই আন্দোলন চলবে ৷

আরও পড়ুন : ডানকুনির স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের

এই নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.