ETV Bharat / state

বেআইনি ঋণ দেওয়ার অভিযোগ , টানা 9 ঘণ্টা তল্লাশি ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কে

গতকাল বিকেল পাঁচটা থেকে রাত দু'টো পর্যন্ত তল্লাশি চলে । তল্লাশি শেষে কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করা হয় ।

Co-operative bank raid at Naihati
নৈহাটি সমবায় ব্যাঙ্কে চলছে তল্লাশি
author img

By

Published : Feb 12, 2020, 12:46 PM IST

নৈহাটি , 12 ফেব্রুয়ারি : বেআইনিভাবে ঋণ দেওয়ার অভিযোগে টানা 9 ঘণ্টা তল্লাশি চলল ভাঁটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কে । ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের অফিসাররা এই তল্লাশি চালান । অভিযোগ জানান , ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল আহ্বায়ক সোমনাথ শ্যাম ।

গতকাল বিকেল পাঁচটা থেকে তল্লাশি শুরু হয় । রাত দু'টো পর্যন্ত চলে । টানা নয় ঘণ্টা তল্লাশি চালানোর পর কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় । যদিও এই ব্যাপারে পুলিশ কোনও কথা বলতে চায়নি । পাশাপাশি তারা ছবি তুলতেও বাঁধা দেয় । অন্যদিকে , ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই তল্লাশির কাজে ক্ষুব্ধ । অভিযোগ , তাদের ব্যাঙ্ক RBI দ্বারা পরিচালিত । তাই গ্রাহকদের গোপনীয় নথিপত্র ঘাঁটা পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ে না । এর পিছনে সরকারি মদত আছে বলেও তারা অভিযোগ জানায় । অর্জুন সিং সভাপতি পদে থাকার কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন । পাশাপাশি গ্রাহকেরা যাতে চিন্তায় না পড়েন,তার জন্য তাদের কাছে আবেদন জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

এ প্রসঙ্গে মূল অভিযোগকারী সোমনাথ শ্যাম বলেন , " অর্জুন সিং ভাটপাড়া পৌরসভা ও সমবায় ব্যাঙ্কের সভাপতি পদে আসার পর থেকে প্রচুর টাকার দুর্নীতি হয়েছে । এই দুই জায়গা থেকে বেআইনিভাবে ঋণ দেওয়ার অভিযোগ জানিয়েছিলাম আমি । সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি হয়েছে কি না জানি না । তবে প্রচুর দুর্নীতি হয়েছে । অর্জুন সিং-ই এর পিছনে রয়েছেন । পুলিশ হয়তো তদন্ত করছে । "

নৈহাটি , 12 ফেব্রুয়ারি : বেআইনিভাবে ঋণ দেওয়ার অভিযোগে টানা 9 ঘণ্টা তল্লাশি চলল ভাঁটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কে । ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের অফিসাররা এই তল্লাশি চালান । অভিযোগ জানান , ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল আহ্বায়ক সোমনাথ শ্যাম ।

গতকাল বিকেল পাঁচটা থেকে তল্লাশি শুরু হয় । রাত দু'টো পর্যন্ত চলে । টানা নয় ঘণ্টা তল্লাশি চালানোর পর কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় । যদিও এই ব্যাপারে পুলিশ কোনও কথা বলতে চায়নি । পাশাপাশি তারা ছবি তুলতেও বাঁধা দেয় । অন্যদিকে , ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই তল্লাশির কাজে ক্ষুব্ধ । অভিযোগ , তাদের ব্যাঙ্ক RBI দ্বারা পরিচালিত । তাই গ্রাহকদের গোপনীয় নথিপত্র ঘাঁটা পুলিশের এক্তিয়ারের মধ্যে পড়ে না । এর পিছনে সরকারি মদত আছে বলেও তারা অভিযোগ জানায় । অর্জুন সিং সভাপতি পদে থাকার কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । প্রয়োজনে তারা আদালতের দ্বারস্থ হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন । পাশাপাশি গ্রাহকেরা যাতে চিন্তায় না পড়েন,তার জন্য তাদের কাছে আবেদন জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

এ প্রসঙ্গে মূল অভিযোগকারী সোমনাথ শ্যাম বলেন , " অর্জুন সিং ভাটপাড়া পৌরসভা ও সমবায় ব্যাঙ্কের সভাপতি পদে আসার পর থেকে প্রচুর টাকার দুর্নীতি হয়েছে । এই দুই জায়গা থেকে বেআইনিভাবে ঋণ দেওয়ার অভিযোগ জানিয়েছিলাম আমি । সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি হয়েছে কি না জানি না । তবে প্রচুর দুর্নীতি হয়েছে । অর্জুন সিং-ই এর পিছনে রয়েছেন । পুলিশ হয়তো তদন্ত করছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.