ETV Bharat / state

Mamata Banerjee: লোভে পা দেবেন না, মাথা উঁচু করে বাঁচুন ; টাকির স্কুলে নিজের উদাহরণ টেনে বোঝালেন মমতা

author img

By

Published : Nov 30, 2022, 11:06 PM IST

উত্তর 24 পরগনা জেলা সফরে গিয়ে বুধবার টাকি গার্লস হাইস্কুলে সারাপ্রাইজ ভিজিটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)৷ নিজের সাধারণ জীবনদর্শনের মধ্যে দিয়ে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা সবাইকে বোঝালেন সাধারণভাবে বাঁচার কথা, সৎভাবে বাঁচার কথা ৷

Etv Bharat
টাকি গার্লস হাইস্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

টাকি, 30 নভেম্বর: নিজের উদাহরণ টেনে 'স্ট্রিট ফাইটার'-এর মতো স্কুল পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার দুপুরে আচমকাই টাকি গার্লস হাইস্কুলে সারপ্রাইজ ভিজিটে আসেন রাজ্যের প্রশাসনিক প্রধান(CM Mamata Banerjee Visits Taki Girls High School)। সটান চলে যান স্কুলের টিচার্স রুমে । তা দেখে কিছুটা হলেও ভ‍্যাবাচাকা খেয়ে যান উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা । সেখানেই একটি কাঠের চেয়ারে বসে তাঁদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে । পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, পড়ুয়ারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন রাজ্যের প্রশাসনিক প্রধান । এদিন বেশ কিছু পড়ুয়ার হাতে গিফটও তুলে দেন তিনি ।

এরপরই পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি বলেন,"জীবনে সবসময় মাথা উঁচু করে সৎভাবে বাঁচবেন । বীরের মতো বাঁচবেন । কোনও প্রলোভনে পা দেবেন না । লোভ করবেন না । লোভ মানেই মৃত্যু । কোটি কোটি টাকা উপার্জন করে কী হবে ? না হিরে কিনে খেতে পারবেন, না সোনা এবং মুক্ত কিনে খেতে পারবেন । জীবনে বাঁচার জন্য যেটুকু দরকার সেটুকুই সবসময় চাইবেন । ভাত, ডাল, মাছ খেতে আর কত টাকা দরকার ? তাই লোভের কাছে মাথা নত করবেন না ৷"

আরও পড়ুন : ইছামতীতে লঞ্চের স্টিয়ারিং হাতে মুখ্যমন্ত্রী

নিজের উদাহরণ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন,"আমি ছোটবেলা থেকে রাজনীতি করছি । এখনও আমার একটাই ঘর । সেই ঘরই আমার কাছে বেডরুম, ডাইনিং রুম । আলাদা করে তার জন্য কোনও ঘর নেই । আমি ঘরে শুয়ে ভাবি আমার মাথার উপর একটা ছাদ আছে । ঘরে কিছু বইপত্র রয়েছে । আমি যখন মরে যাব, তখন আমার সঙ্গে এগুলোই যাবে । কী হবে বেশি লোভ করে ?"

পড়ুয়াদের উপদেশ দেওয়ার পাশাপাশি এদিন কন্যাশ্রী প্রকল্প নিয়েও বার্তা দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । তিনি বলেন,"স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তোমরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পা দেবে তখন আর্টস নিয়ে পড়লে দু'হাজার টাকা এবং সায়েন্স নিয়ে পড়লে আড়াই হাজার টাকা করে স্কলারশিপ পাবে ।"

উত্তর 24 পরগনা জেলা সফরের দ্বিতীয় দিনে দিনভর টাকির বিভিন্ন প্রান্ত চষে বেড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কখনও ঢুঁ মারলেন রাস্তার ধারের চায়ের দোকানে । তো আবার কখনও চপ ভেজে প্রশংসা কুড়োলেন আমজনতার । প্রান্তিক মানুষের কাছে গিয়ে জনসংযোগ করে রিয়েল 'হিরো' হয়ে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : সুন্দরবনের গ্রামে সাধারণের মাঝে মিশে গেলেন জননেত্রী

টাকি, 30 নভেম্বর: নিজের উদাহরণ টেনে 'স্ট্রিট ফাইটার'-এর মতো স্কুল পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার দুপুরে আচমকাই টাকি গার্লস হাইস্কুলে সারপ্রাইজ ভিজিটে আসেন রাজ্যের প্রশাসনিক প্রধান(CM Mamata Banerjee Visits Taki Girls High School)। সটান চলে যান স্কুলের টিচার্স রুমে । তা দেখে কিছুটা হলেও ভ‍্যাবাচাকা খেয়ে যান উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা । সেখানেই একটি কাঠের চেয়ারে বসে তাঁদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে । পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, পড়ুয়ারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন রাজ্যের প্রশাসনিক প্রধান । এদিন বেশ কিছু পড়ুয়ার হাতে গিফটও তুলে দেন তিনি ।

এরপরই পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি বলেন,"জীবনে সবসময় মাথা উঁচু করে সৎভাবে বাঁচবেন । বীরের মতো বাঁচবেন । কোনও প্রলোভনে পা দেবেন না । লোভ করবেন না । লোভ মানেই মৃত্যু । কোটি কোটি টাকা উপার্জন করে কী হবে ? না হিরে কিনে খেতে পারবেন, না সোনা এবং মুক্ত কিনে খেতে পারবেন । জীবনে বাঁচার জন্য যেটুকু দরকার সেটুকুই সবসময় চাইবেন । ভাত, ডাল, মাছ খেতে আর কত টাকা দরকার ? তাই লোভের কাছে মাথা নত করবেন না ৷"

আরও পড়ুন : ইছামতীতে লঞ্চের স্টিয়ারিং হাতে মুখ্যমন্ত্রী

নিজের উদাহরণ টেনে এদিন মুখ্যমন্ত্রী বলেন,"আমি ছোটবেলা থেকে রাজনীতি করছি । এখনও আমার একটাই ঘর । সেই ঘরই আমার কাছে বেডরুম, ডাইনিং রুম । আলাদা করে তার জন্য কোনও ঘর নেই । আমি ঘরে শুয়ে ভাবি আমার মাথার উপর একটা ছাদ আছে । ঘরে কিছু বইপত্র রয়েছে । আমি যখন মরে যাব, তখন আমার সঙ্গে এগুলোই যাবে । কী হবে বেশি লোভ করে ?"

পড়ুয়াদের উপদেশ দেওয়ার পাশাপাশি এদিন কন্যাশ্রী প্রকল্প নিয়েও বার্তা দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । তিনি বলেন,"স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তোমরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পা দেবে তখন আর্টস নিয়ে পড়লে দু'হাজার টাকা এবং সায়েন্স নিয়ে পড়লে আড়াই হাজার টাকা করে স্কলারশিপ পাবে ।"

উত্তর 24 পরগনা জেলা সফরের দ্বিতীয় দিনে দিনভর টাকির বিভিন্ন প্রান্ত চষে বেড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কখনও ঢুঁ মারলেন রাস্তার ধারের চায়ের দোকানে । তো আবার কখনও চপ ভেজে প্রশংসা কুড়োলেন আমজনতার । প্রান্তিক মানুষের কাছে গিয়ে জনসংযোগ করে রিয়েল 'হিরো' হয়ে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : সুন্দরবনের গ্রামে সাধারণের মাঝে মিশে গেলেন জননেত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.