ETV Bharat / state

Mamata Banerjee: সুন্দরবনে বনবিবির পুজো দিলেন মুখ্যমন্ত্রী, করলেন বৃক্ষরোপণ - মমতা বন্দ্যোপাধ্যায়

সুন্দরবনের দেবী বনবিবির পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Offers Puja at Banabibi Temple in Sundarbans) ৷ প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তিনি ৷ পুজো দেন দক্ষিণরায়ের থানেও ৷

CM Mamata Banerjee Offers Puja at Banabibi Temple in Sundarbans
CM Mamata Banerjee Offers Puja at Banabibi Temple in Sundarbans
author img

By

Published : Nov 29, 2022, 7:16 PM IST

কলকাতা ও সুন্দরবন, 29 নভেম্বর: সুন্দরবনের জলে-জঙ্গলে কথিত আছে, ‘রাখে বনবিবি, মারে কে’ ৷ খাঁড়ি, বাদাবন আর মউলি-মেছুয়ার জঙ্গলে এই বনবিবি একমাত্র রক্ষাকর্তা ৷ তাই সুন্দরবনের মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম ৷ মঙ্গলবার এই বনবিবির পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Offers Puja at Banabibi Temple in Sundarbans) ৷ মূলত মাঘ মাসের 1 তারিখ বনবিবির পুজো হয় ৷ তবে, মঙ্গলবার যেন অকালবোধন হল ৷

মুখ্যমন্ত্রীর সফরের জন্য বনবিবির থান গোবর জল দিয়ে নিকিয়ে, মন্দির সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছিল ৷ সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রথমে বনবিবির থানে শাড়ি ও মালা দিয়ে পুজো দেন ৷ পরে প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তিনি ৷ এর পর দক্ষিণরায়ের থানেও পুজো দেন মুখ্যমন্ত্রী ৷ পরে মন্দির চত্বরে থাকা ক্যাওড়া গাছে মালা ও কাপড় দিয়ে পুজো করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

cm-mamata-banerjee-offers-puja-at-banabibi-temple-in-sundarbans
বনবিবির মন্দির চত্বরে ক্যাওড়া গাছে পুজো মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কথিতত আছে, বনবিবির থান হল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ৷ হিন্দু-মুসলমান ধর্ম নির্বিশেষে মানুষ এখানে পুজো দিতে পারেন এবং দেন ৷ এখানকার পুরোহিতদের পোশাকও তাই অন্যরকম ৷ এদিন মুখ্যমন্ত্রী যখন পুজো দিতে যান, তখন থানের পুরোহিতদের পরনে ছিল নীল রঙের লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি ৷ আর প্রত্যেকের গলায় লাল গামছা ৷ এদিন মুখ্যমন্ত্রী তাঁদের নতুন পোশাক উপহার দেন ৷ মুখ্যমন্ত্রীকেও তাঁরা সুন্দরবনের লাল গামছা দিয়ে স্বাগত জানিয়েছেন। এদিনের পুজো দেওয়ার পর সুন্দরবনে বৃক্ষরোপণ করেছেন মুখ্যমন্ত্রী ৷

কলকাতা ও সুন্দরবন, 29 নভেম্বর: সুন্দরবনের জলে-জঙ্গলে কথিত আছে, ‘রাখে বনবিবি, মারে কে’ ৷ খাঁড়ি, বাদাবন আর মউলি-মেছুয়ার জঙ্গলে এই বনবিবি একমাত্র রক্ষাকর্তা ৷ তাই সুন্দরবনের মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম ৷ মঙ্গলবার এই বনবিবির পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Offers Puja at Banabibi Temple in Sundarbans) ৷ মূলত মাঘ মাসের 1 তারিখ বনবিবির পুজো হয় ৷ তবে, মঙ্গলবার যেন অকালবোধন হল ৷

মুখ্যমন্ত্রীর সফরের জন্য বনবিবির থান গোবর জল দিয়ে নিকিয়ে, মন্দির সাজিয়ে-গুছিয়ে রাখা হয়েছিল ৷ সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রথমে বনবিবির থানে শাড়ি ও মালা দিয়ে পুজো দেন ৷ পরে প্রদীপ জ্বালিয়ে আরতি করেন তিনি ৷ এর পর দক্ষিণরায়ের থানেও পুজো দেন মুখ্যমন্ত্রী ৷ পরে মন্দির চত্বরে থাকা ক্যাওড়া গাছে মালা ও কাপড় দিয়ে পুজো করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

cm-mamata-banerjee-offers-puja-at-banabibi-temple-in-sundarbans
বনবিবির মন্দির চত্বরে ক্যাওড়া গাছে পুজো মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন: নতুন জেলা হচ্ছে সুন্দরবন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কথিতত আছে, বনবিবির থান হল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ৷ হিন্দু-মুসলমান ধর্ম নির্বিশেষে মানুষ এখানে পুজো দিতে পারেন এবং দেন ৷ এখানকার পুরোহিতদের পোশাকও তাই অন্যরকম ৷ এদিন মুখ্যমন্ত্রী যখন পুজো দিতে যান, তখন থানের পুরোহিতদের পরনে ছিল নীল রঙের লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি ৷ আর প্রত্যেকের গলায় লাল গামছা ৷ এদিন মুখ্যমন্ত্রী তাঁদের নতুন পোশাক উপহার দেন ৷ মুখ্যমন্ত্রীকেও তাঁরা সুন্দরবনের লাল গামছা দিয়ে স্বাগত জানিয়েছেন। এদিনের পুজো দেওয়ার পর সুন্দরবনে বৃক্ষরোপণ করেছেন মুখ্যমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.