সন্দেশখালি, 13 জানুয়ারি: ইডি-র উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে জিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে ৷ তিনি উত্তর 24 পরগনার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ বলেই পরিচিত ৷ এছাড়া জিয়াসউদ্দিন সরবেড়িয়া-আগারহাটি পঞ্চায়েতের তৃণমূল প্রধান ৷ এদিকে সূত্রের খবর, তিনি এখনও একটি বাইকে এলাকায় দিব্য দাপিয়ে বেড়াচ্ছেন ৷ তবে বাইকে কোনও নম্বরপ্লেট নেই ৷
5 জানুয়ারি দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি তল্লাশি চালাতে যায় ৷ সেই সময় জিয়াসউদ্দিন মোল্লা সেখানে ছিলেন ৷ ইডির আধিকারিকদের উপর হামলা চালানোর ঘটনায় তিনিই নেতৃত্ব দিয়েছিলেন বলে খবর ৷ সেদিন তাঁর ছবিও দেখা গিয়েছে ৷
স্থানীয় সূত্রে খবর, শাহজাহান-ঘনিষ্ঠ জিয়াসউদ্দিনকে কখনও বাইকে, কখনও বা গাড়িতে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ৷ তারপরেও পুলিশ তাঁর ধারেকাছে পৌঁছতে পারেনি বলে অভিযোগ ৷ আর নম্বরহীন বাইকে করেই তিনি এলাকায় চষে বেড়াচ্ছেন ৷ শোনা গিয়েছে, দিনের বেলায় প্রকাশ্যে তাঁকে দেখা না গেলেও, রাতে গোপন ডেরায় ফিরছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ৷ সেখান থেকে তিনি পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ রাখছেন ৷
বাসন্তী হাইওয়ে ধরে এগোলেই একটি গেস্ট হাউসে রাতে থাকছেন তৃণমূল নেতা জিয়াসউদ্দিন থাকছেন । ওই গেস্ট হাউসের ভিতরে একটি বড় জলকরও রয়েছে ৷ তার পাশে আছে ছোট্ট আলাঘর ৷ সেখানেই প্রতিদিন রাতে এসে নিরাপদে থাকেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন ৷ রাতে সেখানে বহু মানুষের আনাগোনা হয় ৷ চলে ভূরিভোজ ৷ তখন গেস্ট হাউসের সামনে পাহারা দেয় 'অনুগামী'রা ৷ কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে ব্যস্ততম এলাকাতেই থাকছেন প্রধান ৷ এদিকে দিনে বাড়ির আশেপাশে কোনও আত্মীয়ের বাড়িতে জিয়াসউদ্দিন থাকছেন বলে দাবি স্থানীয়দের ৷
তবে স্থানীয়রা জিয়াসউদ্দিনকে নিয়ে মুখ খুলতে নারাজ ৷ এমনকী পুলিশও নাকি সব জানে ! পুলিশের বিরুদ্ধে অভিযোগ, সব জানা সত্ত্বেও ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াসউদ্দিন মোল্লাকে গ্রেফতার করার সাহস দেখায়নি ৷ এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷
ইতিমধ্যে ইডির তরফে ইমেল মারফত বসিরহাট জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে ৷ সেইমতো ন্যাজাট থানার পুলিশ সরকারি কাজে বাধা দেওয়া, ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে শেখ শাহজাহান, জিয়াসউদ্দিন মোল্লা-সহ বহু সহযোগীর বিরুদ্ধে ৷
শুক্রবার ইডির উপর হামলা চালানোর অভিযোগে মেহবুর মোল্লা ও সুকমল সর্দারকে গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ ৷ তবে তৃণমূল নেতা জিয়াসউদ্দিন মোল্লা গ্রেফতার হননি ৷ 5 তারিখের পর আটদিন পেরিয়ে গিয়েছে ৷ এখনও খোঁজ নেই সন্দেশখালি কাণ্ডের 'ফেরার বাহুবলী' তৃণমূল নেতা শেখ শাহজাহানের ৷ আর তাঁর সহযোগী জিয়াসউদ্দিনেরও ৷
আরও পড়ুন: