ETV Bharat / state

নৈহাটির কলেজে TMCP-ABVP সংঘর্ষ, চলল গুলি - নৈহাটি কলেজে TMCP-ABVP সংঘর্ষ

কমন রুমে ঢোকা নিয়ে TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষ ৷  নৈহাটি ঋষি বঙ্কিম চন্দ্র কলেজের ঘটনা ৷

ঋষি বঙ্কিম কলেজ
author img

By

Published : Aug 21, 2019, 2:34 PM IST

Updated : Aug 21, 2019, 3:32 PM IST

নৈহাটি, 21 অগাস্ট: কলেজের কমন রুম দখলকে কেন্দ্র করে TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষ ৷ নৈহাটির ঋষি বঙ্কিম চন্দ্র কলেজের ঘটনা ৷ TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষের জেরে কলেজের বাইরে চলে গুলি ৷ ঘটনাস্থানে নৈহাটি থানার পুলিশ ৷

আজ দুপুর 1টা নাগাদ কলেজের কমন রুমে ABVP-র কয়েকজন সদস্যকে মারধর করে বের করে দেয় TMCP-র সদস্যরা ৷ ABVP-র সদস্যরা এই ঘটনার প্রতিবাদ করলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ ABVP-র অভিযোগ, কলেজের বাইরে থাকা কার্যালয় দখল নেওয়ার চেষ্টা করে TMCP ৷ কয়েক রাউন্ড গুলিও চালায় ৷

আরও পড়ুন : TMCP-ABVP সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার কলেজ, জখম 7

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে TMCP ৷ তাদের পালটা দাবি, ABVP-র সদস্যরাই বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে ৷ ওরাই প্রথমে আমাদের লাঠিপেটা করে ৷ গালিগালাজ করে ৷ গুলি চালানোর ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ জড়িত নয় ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

ভিডিয়োয় শুনুন TMCP সদস্যের বক্তব্য

নৈহাটি, 21 অগাস্ট: কলেজের কমন রুম দখলকে কেন্দ্র করে TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষ ৷ নৈহাটির ঋষি বঙ্কিম চন্দ্র কলেজের ঘটনা ৷ TMCP ও ABVP-র মধ্যে সংঘর্ষের জেরে কলেজের বাইরে চলে গুলি ৷ ঘটনাস্থানে নৈহাটি থানার পুলিশ ৷

আজ দুপুর 1টা নাগাদ কলেজের কমন রুমে ABVP-র কয়েকজন সদস্যকে মারধর করে বের করে দেয় TMCP-র সদস্যরা ৷ ABVP-র সদস্যরা এই ঘটনার প্রতিবাদ করলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ ABVP-র অভিযোগ, কলেজের বাইরে থাকা কার্যালয় দখল নেওয়ার চেষ্টা করে TMCP ৷ কয়েক রাউন্ড গুলিও চালায় ৷

আরও পড়ুন : TMCP-ABVP সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার কলেজ, জখম 7

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে TMCP ৷ তাদের পালটা দাবি, ABVP-র সদস্যরাই বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে ৷ ওরাই প্রথমে আমাদের লাঠিপেটা করে ৷ গালিগালাজ করে ৷ গুলি চালানোর ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ জড়িত নয় ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

ভিডিয়োয় শুনুন TMCP সদস্যের বক্তব্য
Intro:নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে উত্তেজনা Body:নৈহাটি ঋষি বঙ্কিম চন্দ্র কলেজে TMCP ও ABVP ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে কমোন রুমে ঢোকা নিয়ে মারামারি। এই ঘটনায় কলেজের বাইরে চললো কয়েক রাউন্ড গুলি। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ।এলাকায় বিশাল উত্তেজনা।Conclusion:এছাড়াও কলেজের বাইরে ABVP দলীয় কার্যালয় TMCP দখল নেওয়ার অভিযোগ।
Last Updated : Aug 21, 2019, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.