নৈহাটি, 8 এপ্রিল : নির্বাচনী প্রচারের দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে ঝামেলা বাধে শনিবার। ঘটনাটি নৈহাটির পাওয়ার হাউজ় মোড়ের। এই ঘটনার জেরে গতকাল সুব্রত দাস নামে BJP-র নৈহাটি মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে BJP-র কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
BJP-র তরফ থেকে অভিযোগ করা হয়, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি ফাল্গুনী পাত্র ঘটনাস্থানে পৌঁছালে তাঁর গাড়ি ভাঙচুর করে তৃণমূল। ফাল্গুনী পাত্র বলেন, "আমাদের কর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা করছে তৃণমূল। আমাদের দেওয়াল লিখন যেখানেই হচ্ছে সেখানেই তৃণমূল গন্ডগোল করছে। তৃণমূলের তরফ থেকে আমাদের খুন করার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। পুলিশের সামনেই মারধর করেছে তৃণমূল।" শেষে ঘটনা সামাল দিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং নৈহাটি থানার পুলিশ আধিকারিকের সাথে কথা বলেন।
অন্যদিকে, নৈহাটির তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, "নৈহাটি রাজেন্দ্রপুর এলাকায় রাস্তার ধারে বেআইনিভাবে BJP দলীয় কার্যালয় তৈরি করছিল। তারই প্রতিবাদ করেছিল আমাদের কিছু কর্মী। সেজন্য আমাদের দু'জন কর্মীকে মারধর করে BJP-র কর্মীরা। BJP-র কোন গাড়ি ভাঙচুর হয়নি। ইচ্ছাকৃত ভাবে উত্তেজনা সৃষ্টি করছে BJP।"
এরপর একদল BJP কর্মী সমর্থক এলাকায় কয়েকটি তৃণমূল পার্টি অফিস ভাঙচুর চালায় বলে অভিযোগ। তার জেরে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থানে নৈহাটি থানার পুলিশ ও র্যাফ পৌঁছে লাঠিচার্জ করে। পুলিশের লাঠির আঘাতে একজন গুরুতর জখম হন। আহত ব্যক্তিকে নৈহাটি স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।