বাগদা, 27 জুন : স্কুলের শৌচালয়ের বাইরে দাঁড়িয়ে ছাত্রীদের কুরুচিকর মন্তব্য ও যৌনাঙ্গ দেখানোর অভিযোগে গ্রেপ্তার হল এক সিভিক ভলান্টিয়ারকে । ঘটনাটি উত্তর 24 পরগনার বাগদা এলাকার । পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিকাশ সরদার । মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকাশের বাড়ির পাশে একটি প্রাথমিক স্কুল রয়েছে । অভিযোগ, বিকাশ প্রায়ই স্কুলের মেয়েদের শৌচালয়ের পাশে দাঁড়িয়ে থাকত । ছাত্রীরা যখন শৌচালয়ে যেত তখন বিকাশ তাদের পুরুষাঙ্গ দেখাত বলে অভিযোগ । কিন্তু ছাত্রীরা ভয়ে কাউকে কিছু জানায়নি । মঙ্গলবার ফের দুই ছাত্রীকে যৌনাঙ্গ দেখায় বিকাশ । ওই দুই ছাত্রী শিক্ষিকাদের তা জানায় ।
শিক্ষিকরা সঙ্গে সঙ্গে শৌচালয়ের কাছে যেতেই বিকাশকে দেখতে পান । তারপরই স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি বাগদা থানায় অভিযোগ জানায় । মঙ্গলবার রাতে পুলিশ বিকাশকে গ্রেপ্তার করে । ধৃত বিকাশ বাগদা থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করে । পুলিশ POCSO আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে ।