ETV Bharat / state

ছাত্রীদের যৌনাঙ্গ দেখিয়ে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার - genitals

স্কুলের শৌচালয়ের বাইরে দাঁড়িয়ে ছাত্রীদের যৌনাঙ্গ দেখানোর অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলান্টিয়ার ।

ধৃত বিকাশ সরদার
author img

By

Published : Jun 27, 2019, 4:36 AM IST

Updated : Jun 27, 2019, 5:19 AM IST

বাগদা, 27 জুন : স্কুলের শৌচালয়ের বাইরে দাঁড়িয়ে ছাত্রীদের কুরুচিকর মন্তব্য ও যৌনাঙ্গ দেখানোর অভিযোগে গ্রেপ্তার হল এক সিভিক ভলান্টিয়ারকে । ঘটনাটি উত্তর 24 পরগনার বাগদা এলাকার । পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিকাশ সরদার । মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকাশের বাড়ির পাশে একটি প্রাথমিক স্কুল রয়েছে । অভিযোগ, বিকাশ প্রায়ই স্কুলের মেয়েদের শৌচালয়ের পাশে দাঁড়িয়ে থাকত । ছাত্রীরা যখন শৌচালয়ে যেত তখন বিকাশ তাদের পুরুষাঙ্গ দেখাত বলে অভিযোগ । কিন্তু ছাত্রীরা ভয়ে কাউকে কিছু জানায়নি । মঙ্গলবার ফের দুই ছাত্রীকে যৌনাঙ্গ দেখায় বিকাশ । ওই দুই ছাত্রী শিক্ষিকাদের তা জানায় ।

শিক্ষিকরা সঙ্গে সঙ্গে শৌচালয়ের কাছে যেতেই বিকাশকে দেখতে পান । তারপরই স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি বাগদা থানায় অভিযোগ জানায় । মঙ্গলবার রাতে পুলিশ বিকাশকে গ্রেপ্তার করে । ধৃত বিকাশ বাগদা থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করে । পুলিশ POCSO আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে ।

বাগদা, 27 জুন : স্কুলের শৌচালয়ের বাইরে দাঁড়িয়ে ছাত্রীদের কুরুচিকর মন্তব্য ও যৌনাঙ্গ দেখানোর অভিযোগে গ্রেপ্তার হল এক সিভিক ভলান্টিয়ারকে । ঘটনাটি উত্তর 24 পরগনার বাগদা এলাকার । পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিকাশ সরদার । মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকাশের বাড়ির পাশে একটি প্রাথমিক স্কুল রয়েছে । অভিযোগ, বিকাশ প্রায়ই স্কুলের মেয়েদের শৌচালয়ের পাশে দাঁড়িয়ে থাকত । ছাত্রীরা যখন শৌচালয়ে যেত তখন বিকাশ তাদের পুরুষাঙ্গ দেখাত বলে অভিযোগ । কিন্তু ছাত্রীরা ভয়ে কাউকে কিছু জানায়নি । মঙ্গলবার ফের দুই ছাত্রীকে যৌনাঙ্গ দেখায় বিকাশ । ওই দুই ছাত্রী শিক্ষিকাদের তা জানায় ।

শিক্ষিকরা সঙ্গে সঙ্গে শৌচালয়ের কাছে যেতেই বিকাশকে দেখতে পান । তারপরই স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি বাগদা থানায় অভিযোগ জানায় । মঙ্গলবার রাতে পুলিশ বিকাশকে গ্রেপ্তার করে । ধৃত বিকাশ বাগদা থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করে । পুলিশ POCSO আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে ।

স্কুলের ছাত্রীদের যৌনাঙ্গ দেখিয়ে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার বাগদাঃ স্কুলের শৌচালয়ের বাইরে দাঁড়িয়ে ছাত্রীদের কুরুচিকর মন্তব্য ও যৌনাঙ্গ দেখানোর অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলান্টিয়ার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিকাশ সরদার। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকাশের বাড়ির পাশে একটি প্রাথমিক স্কুল রয়েছে। অভিযোগ, বিকাশ প্রায়ই স্কুলের শৌচালয়ের পাশে দাঁড়িয়ে থাকে। ছাত্রীরা শৌচালয়ে যাওয়ার সময় বিকাশ তাদের পুরুষাঙ্গ দেখায়। এতদিন ছাত্রীরা কাউকে কিছু জানায়নি। মঙ্গলবার দুই ছাত্রী শৌচালয়ে যাওয়ার সময় বিকাশ তাদের ফের পুরুষাঙ্গ দেখায়। ওই দুই ছাত্রী শিক্ষিকাদের তা জানায়। শিক্ষিকরা সঙ্গে সঙ্গে শৌচালয়ের কাছে যেতেই বিকাশকে দেখতে পান। তারপরই স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি বাগদা থানায় অভিযোগ জানায়। মঙ্গলবার রাতে পুলিশ বিকাশকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিকাশ বাগদা থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করে। পুলিশ পকসো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে।
Last Updated : Jun 27, 2019, 5:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.