ETV Bharat / state

নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনায় CID তদন্ত শুরু - tmc leader

নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্ত শুরু করল CID। গতকাল সকালে নির্মল কুণ্ডুর বাড়িতে যায় CID আধিকারিকদের একটি দল । মৃত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করে CID ।

তদন্তে CID আধিকারিক
author img

By

Published : Jun 8, 2019, 5:36 PM IST

Updated : Jun 8, 2019, 5:45 PM IST

ব্যারাকপুর, 8 জুন : নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্ত শুরু করল CID। গতকাল CID আধিকারিকদের একটি দল তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর বাড়িতে যায় । নিমতা থানার তদন্তকারী আধিকারিকরা CID-র হাতে ঘটনাস্থান থেকে পাওয়া তথ্য-প্রমাণ তুলে দেন ।

গতকাল সকালে নির্মল কুণ্ডুর বাড়িতে যায় CID আধিকারিকদের একটি দল । মৃত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করে । স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথাও বলে CID । আধিকারিকরা প্রত্যক্ষদর্শীদের সহায়তায় গোটা ঘটনার পুনর্নিমার্ণ করেন । নিমতা থানার তদন্তকারী অফিসাররা ঘটনাস্থান থেকে পাওয়া তথ্য-প্রমাণ CID আধিকারিকদের হাতে তুলে দেন । যদিও CID সূত্রে খবর, আপাতত নিমতা থানার সঙ্গে সামঞ্জস্য রেখে তদন্ত চালানো হবে । ইতিমধ্যে নির্মল কুণ্ডুকে খুনের ঘটনায় পুলিশ বাইক চালক সঞ্জয়কে গোবরডাঙা থেকে গ্রেপ্তার করে ।

এই সংক্রান্ত আর খবর : নির্মল খুনে এবার গ্রেপ্তার বাইক চালক সঞ্জয়

পুলিশ সূত্রের খবর, ধৃত সঞ্জয় দাস ও সুজয় দাসকে খুনের বরাত দিয়েছিল স্থানীয় BJP কর্মী সুমন কুণ্ডু । পুলিশের অনুমান, এই খুনের মাস্টার মাইন্ড সুমনই । যদিও সুমন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে । আগামী 13 জুন ফের সঞ্জয় দাসকে ব্যারাকপুর আদালতে তোলা হবে । তৃণমূল নেতাকে খুনের ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে এই সন্দেহে ধৃত সঞ্জয়, সুজয় ও সুমনকে মুখোমুখি বসিয়ে জেরা করবে পুলিশ ।

দেখুন ভিডিয়ো

ব্যারাকপুর, 8 জুন : নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্ত শুরু করল CID। গতকাল CID আধিকারিকদের একটি দল তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর বাড়িতে যায় । নিমতা থানার তদন্তকারী আধিকারিকরা CID-র হাতে ঘটনাস্থান থেকে পাওয়া তথ্য-প্রমাণ তুলে দেন ।

গতকাল সকালে নির্মল কুণ্ডুর বাড়িতে যায় CID আধিকারিকদের একটি দল । মৃত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করে । স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথাও বলে CID । আধিকারিকরা প্রত্যক্ষদর্শীদের সহায়তায় গোটা ঘটনার পুনর্নিমার্ণ করেন । নিমতা থানার তদন্তকারী অফিসাররা ঘটনাস্থান থেকে পাওয়া তথ্য-প্রমাণ CID আধিকারিকদের হাতে তুলে দেন । যদিও CID সূত্রে খবর, আপাতত নিমতা থানার সঙ্গে সামঞ্জস্য রেখে তদন্ত চালানো হবে । ইতিমধ্যে নির্মল কুণ্ডুকে খুনের ঘটনায় পুলিশ বাইক চালক সঞ্জয়কে গোবরডাঙা থেকে গ্রেপ্তার করে ।

এই সংক্রান্ত আর খবর : নির্মল খুনে এবার গ্রেপ্তার বাইক চালক সঞ্জয়

পুলিশ সূত্রের খবর, ধৃত সঞ্জয় দাস ও সুজয় দাসকে খুনের বরাত দিয়েছিল স্থানীয় BJP কর্মী সুমন কুণ্ডু । পুলিশের অনুমান, এই খুনের মাস্টার মাইন্ড সুমনই । যদিও সুমন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে । আগামী 13 জুন ফের সঞ্জয় দাসকে ব্যারাকপুর আদালতে তোলা হবে । তৃণমূল নেতাকে খুনের ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে এই সন্দেহে ধৃত সঞ্জয়, সুজয় ও সুমনকে মুখোমুখি বসিয়ে জেরা করবে পুলিশ ।

দেখুন ভিডিয়ো
Intro:


ব্যারাকপুর, ৭ জুন: উত্তর ২৪ পরগনার নিমতায় তৃণমূল নেতা নির্মল কুন্ডু খুনের ঘটনায় সিআইডি আধিকারিকদের একটি দল মৃত নির্মলের পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের বয়ান রেকর্ড করে। পাশাপাশি নিমতা থানার তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলে সিআইডি আধিকারিকরা নিমতা থানা আধিকারিকদের পাওয়া তথ্য সিআইডি আধিকারিকরা নিজেদের হেফাজতে নেয়।



 Body:এদিন সিআইডি আধিকারিকরা নির্মল কুন্ডুর পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে। কিভাবে নির্মল খুন হয় তা অভিনয় করে দেখান স্থানীয়রা। তা থেকে ঘটনার ক্রাইম সিন বোঝার চেষ্টা করেন সিআইডি আধিরিকরা। নিমতা থানার পুলিশ এদিন সমস্ত প্রমান সিআইডির হাতে তুলে দেয়। যদিও সিআইডি সূত্রের খবর তারা থানার সঙ্গে সামঞ্জস্য রেখে আপাতত তদন্ত চালাবে।Conclusion:গোপন সূত্রে খবর পেয়ে সঞ্জয়কে নিমতা থানার পুলিশ বনগাঁর গোবরডাঙ্গা অঞ্চল থেকে গ্রেপ্তার করেছে । নিমতা থানার পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে । এদিন ব্যারাকপুর মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারক তাকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন । পুলিশ সূত্রের খবর, সঞ্জয় এই খুনের ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল । মঙ্গলবার সন্ধ্যায় নির্মল কুন্ডু খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে বাইকে চেপে ২ দুষ্কৃতী এসে খুব কাছ থেকেই নির্মল বাবুর মাথায় গুলি করে পালিয়ে যাচ্ছে । পুলিশ সূত্রের খবর, ওই বাইকটি চালাচ্ছিল এই সঞ্জয় দাস । পুলিশ সূত্রের খবর, এই সঞ্জয় ও সুজয় দাসকে খুনের বরাত দিয়েছিল স্থানীয় বিজেপি কর্মী সুমন কুন্ডু। পুলিশের সন্দেহ এই খুনের মাষ্টার মাইন্ড সুমনই। তবে সুমন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে । তার দাবি, তাকে ফাঁসানো হয়েছে। আগামী ১৩ জুন ফের সঞ্জয় দাসকে ব্যারাকপুর আদালতে তোলা হবে । সঞ্জয়ের বিরুদ্ধেও পুলিশ ৩০২ ধারায় খুন, ১২০ র বি ধারায় ষড়যন্ত্র এবং ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে । পুলিশ সূত্রের খবর, তৃণমূল নেতা নির্মল কুন্ডু খুনের ঘটনায় আরো কয়েক জন জড়িত থাকতে পারে । তবে তারা কারা, তা জানতে এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় ধৃত তিন অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জেরা করে এই খুন সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করবে পুলিশ ।
Last Updated : Jun 8, 2019, 5:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.