ETV Bharat / state

নার্সিংহোমের আড়ালে নারীপাচার ? CID-র জালে মালিক - basirhat

নার্সিংহোমের আড়ালে চলত নারীপাচার। এই অভিযোগে বসিরহাটের এক নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করল CID।

ধৃত নার্সিংহোমের মালিক সমীর রায়
author img

By

Published : Mar 10, 2019, 2:09 AM IST

বসিরহাট, ১০ মার্চ : নার্সিংহোমের আড়ালে চলত নারীপাচার। এই অভিযোগে বসিরহাটের এক নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করল CID।

ধৃতের নাম সমীর রায়। বাড়ি ঘোলা থানার নাটাগড়ে। ২০১৬ সালে সমীরের বিরুদ্ধে বসিরহাটের বাঁশঝাড়ি গ্রামের এক যুবতিকে পাচারের অভিযোগ উঠেছিল। যুবতির পরিবার জানিয়েছিল, তাদের মেয়ে ওই নার্সিংহোমে কাজ করত। সমীর তাকে ভিনরাজ্যে পাচার করে দেয়। এরপর ঘটনার তদন্ত শুরু করে CID।

২০১৭ সালে নাগপুর থেকে ওই যুবতিকে উদ্ধার করে পুলিশ। তারপর থেকে দীর্ঘদিন ফেরার ছিল সমীর। অবশেষে শুক্রবার গভীর রাতে বসিরহাট থানার সহযোগিতায় CID তাকে গ্রেপ্তার করে।

এর আগে নার্সিংহোমের আড়ালে বাদুড়িয়ায় শিশুপাচারের ঘটনা প্রকাশ্যে এসেছিল।

বসিরহাট, ১০ মার্চ : নার্সিংহোমের আড়ালে চলত নারীপাচার। এই অভিযোগে বসিরহাটের এক নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করল CID।

ধৃতের নাম সমীর রায়। বাড়ি ঘোলা থানার নাটাগড়ে। ২০১৬ সালে সমীরের বিরুদ্ধে বসিরহাটের বাঁশঝাড়ি গ্রামের এক যুবতিকে পাচারের অভিযোগ উঠেছিল। যুবতির পরিবার জানিয়েছিল, তাদের মেয়ে ওই নার্সিংহোমে কাজ করত। সমীর তাকে ভিনরাজ্যে পাচার করে দেয়। এরপর ঘটনার তদন্ত শুরু করে CID।

২০১৭ সালে নাগপুর থেকে ওই যুবতিকে উদ্ধার করে পুলিশ। তারপর থেকে দীর্ঘদিন ফেরার ছিল সমীর। অবশেষে শুক্রবার গভীর রাতে বসিরহাট থানার সহযোগিতায় CID তাকে গ্রেপ্তার করে।

এর আগে নার্সিংহোমের আড়ালে বাদুড়িয়ায় শিশুপাচারের ঘটনা প্রকাশ্যে এসেছিল।

Intro:ফের আগুন লাগল সোদপুর বাজারে পুড়ে ছাই হলো প্রায় কুড়িটি ঘরবাড়ি ব্যাপক ক্ষতির আশঙ্কা ঘটনাস্থলে দমকলের 33 এলাকায় চাঞ্চল্য


Body:ণতযমমম


Conclusion:মযরদদদদ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.